সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কালিগঞ্জে চেয়ারম্যান হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল ও ছুরি উদ্ধার: আরো ১জন আটক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন হত্যার ঘটনায় মঙ্গলবার দুপুরে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত মোটর সাইকেল ও ছুরি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম খোকন ঢালী (৪০)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এরফান ঢালীর ছেলে। এ নিয়ে এ পর্যন্ত পুলিশ তিনজনকে এ মামলায় গ্রেফতার করেছে।

এদিকে, গ্রেফতারকৃত মোজাফফর বিশ্বাস মঙ্গলবার সাতক্ষীরার আমলী আদালত-১ এর বিচারক হারুন অর রশিদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান- ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন হত্যা মামলায় গ্রেফতারকৃত মন্টু ঘোষ ও মোজাজফফর বিশ্বাসকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে খোকন ঢালী নামের এক সন্দিগ্ধ আসামীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকান্ডের ব্যবহৃত ১নং আসামী আব্দুল জলিল গাইনের মালিকানাধীন লাল রঙ এর পালচার গাড়ি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত খোকন ঢালীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরো জানান- গ্রেফতারকৃত মোজাফফর বিশ্বাস নিজেকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার বিকেলে সাতক্ষীরার আমলী আদালত-১ এর বিচারক হারুন অর রশিদের কাছে ১৬৪ ধারায় স্বীকারেক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে চেয়ারম্যানকে কয়েকদিন ধরে অনুসরণ করে সকল তথ্যাদি ১নং আসামীকে জানানের কথা উল্লেখ করেছে। এ ছাড়া ঘটনার আগে থেকে সে ঘটনাস্থলের পাশে একটি জায়গার পাহারার দায়িত্বে থেকে তার দেওয়া তথ্য অনুযায়ী সন্ত্রাসীরা চেয়ারম্যানকে হত্যা করে চলে যায়। তবে মোজাফফর বিশ্বাস ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের নাম বললেও তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাবে না বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, শনিবার রাত পৌনে ১১টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগ অফিসে বসে থাকাকালিন দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
এ ঘটনায় নিহতের মেয়ে সাফিয়া পারভিন বাদি হয়ে রোববার রাতে ১৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনের নামে মামলা করে।
রোববার রাতে পুলিশ এজাহারভুক্ত মন্টু ঘোষ ও মোজাফফর বিশ্বাসকে গ্রেফতার করে।

আতাউর রহমানের গনসংযোগ

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় সাতক্ষীরা ৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ আতাউর রহমান এর পক্ষ থেকে গনসংযোগ ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু‘র কন্যা, গনতন্ত্রের মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ এবং মানবতা বিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

আওয়ামীলীগ নেতা সাংবাদিক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ মনির আহম্মেদ , কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক খান জাহিদুল ইসলমা বাবু, আওয়ামীলীগ নেতা এড শেখ আব্দুস সত্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সচিব মঞ্জরুল কবির মিঠু প্রমুখ।
গন সমাবেশে বক্তারা বলেন দেশের উন্নয়ন অগ্রযাত্রার অববাহিকা বজায় রাখতে হলে পুনরায় নৌকা প্রতিকে ভোট দিতে হবে।
সমাবেশ শেষে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে আলহাজ শেখ আতাউর রহমানের পক্ষ থেকে ভেটখালী বাজারে জনসাধারনের মাঝে লিপলেট বিতরন করা হয় এবং শেখ হাসিনার উন্নয়ন প্রামান্য চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধু‘র ৭-ই মার্চের ঐতিহাসিক ভাষন ও মুক্তিযোদ্ধা ভিত্তিক টেলিফিল্ম প্রদর্শন করা হয়।
এলকার শত শত সাধারন মানুষ এটা মুগ্ধ হয়ে উপভোগ করেন। গনসংযোগ ও বিশাল সমাবেশে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ