সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কালিগঞ্জে ডেঙ্গু রোগীরা যথাযথ সেবা থেকে বঞ্চিত!

কা‌লিগঞ্জ হাসপাতা‌লের ডেঙ্গু রোগী‌রা যথাযথ সেবা থেকে বঞ্চিত। দেখবে কে এমন প্রশ্ন রোগীসহ স্বজন ও সচেতনদের।

ঈদ উল আযহার আগে ও পরে কালিগঞ্জ হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়।

রোগীরা হলেন (১) উপজেলার দঃ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃতঃ নুর ইসলামের পুত্র ঢাকার রাইজিন গার্মেন্টস এর কার্টারম্যান রিয়াজুল ইসলাম(৩১), আক্রান্ত ১২ আগষ্ট দুপুরে, ভর্তি ১৪ আগষ্ট, (২ য় তলায়)। ২) শ্রীকলা গ্রামের শেখ রমজান আলীর পুত্র মৌতলা শিমু রেজা কলেজের ২য় বর্ষের ছাত্র মোখলেছুর রহমান(১৯)। আক্রান্ত ১২ আগষ্ট, ভর্তি ১৪ আগষ্ট (২য় তলায়)। ৩) মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের শেখ মোরশেদ আলীর পুত্র হাসানুর রহমান (২২)। আক্রান্ত ১৩ আগষ্ট, ভর্তি ১৫ আগষ্ট, (২য় তলায়)। ৪) কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জহুর আলী গাজীর পুত্র মনিরুল ইসলাম গাজী (৩৫), আক্রান্ত ১২ আগষ্ট, ভর্তি ১৫ আগষ্ট, ১ নং ক্যাবিনে। ৫) তারালী ইউনিয়নের সুক্তানন্দ ঘোষের পুত্র, সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র সুমন কুমার ঘোষ। আক্রান্ত ০৮ আগষ্ট, ভর্তি ১০ আগষ্ট, ২ নং ক্যাবিনে। ৬) একই গ্রামের মনসুর আলী গাজীর স্ত্রী আনোয়ারা খাতুন (৩৮)। আক্রান্ত ১১ আগষ্ট, ভর্তি ১৩ আগষ্ট, ৩ নং ক্যাবিনে। ৭) বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের সোয়েল উদ্দীন গাজীর পুত্র লাভলু গাজী (১৯), আক্রান্ত ০৯ আগষ্ট, ভর্তি ১১ আগষ্ট, ৪ নং ক্যাবিনে। ৮) তেতুলিয়া গ্রামের মাওলানা আব্দুল রাকিবের পুত্র ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র আকিবুল হক (১৬), আক্রান্ত ১৪ আগষ্ট, ভর্তি ১৫ আগষ্ট, সাধারন রোগীদের সাথে ১৯ নং বেডে। কালিগঞ্জ হাসপাতালে ডেঙ্গু কর্ণা‌রে রোগীর বে‌ডের স্বল্পতা, ডাক্তা‌রের অভাব, জরুরী বিভা‌গে ডাক্তার না থাকা, নার্স দি‌য়ে কোন রক‌মে জরুরী বিভাগ চা‌লি‌য়ে নেওয়া, ওয়ার্ড বয় দি‌য়ে জরুরী বিভা‌গে সার্জারী করানো, জেনা‌রেল বে‌ডে ডেঙ্গু এবং সাধারণ রোগী‌দের একসা‌থে রাখা। ডেঙ্গু রোগীর প্লা‌টি‌লেট পরীক্ষায় অ‌নিয়ম সহ বিভিন্ন অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এমনটা চিত্র দেখাগেছে ১৫ আগস্ট দুপুরে। প্রথম শ্রেনীর নার্স দাবীদার পুতুল রানী হাওলাদার ও রেহানা পারভীন রোগীদের জ্বর ও বিপি পরীক্ষা করলেও হদিস মেলেনী কোন চিকিৎসকের।

ওদিকে হাসপাতারের জরুরী বিভাগে মারাত্মক যখমী রোগী থাকলেও দেখা যায়নি ডাক্তারের। উপায়ন্তর না পেয়ে হাসপাতালের মালী আব্দুল হান্নান উপজেলার গোয়ালপোতা গ্রামের আবু তালেব মোড়লের পুত্র শাহাজামানকে মাথায় সেলাই দিতে হয়েছে। তালাবদ্ধ ছিরো কর্মকর্তা সহ রাঘোব বোয়াল বড় বাবুর রুমে।

এদিকে ডেঙ্গু রোগীদের মঙ্গলের কথা মাথায় রেখে ইতিম‌ধ্যে হাসপাতালে চি‌কিৎসা সেবায় অব‌হেলা, ডাক্তারের অভাব এবং পর্যাপ্ত চি‌কিৎসা সু‌বিধা না থাকার কার‌নে অ‌নেক রোগী সাতক্ষীরা সদর হাসপাতা‌লে চি‌কিৎসার জন্য পাঠা‌নো হ‌য়ে‌ছে। ১২ আগষ্ট কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের পাশে গিয়ে খোঁজ খবর নেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কথা স্বীকার করতে নারাজ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান। তিনি সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ ডেঙ্গু রোগীসহ সব রোগীদের যথাযথ সেবা দিয়ে যাচ্ছেন বলে দাবী করেন।

চাম্পাফুলে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

কা‌লিগঞ্জ উপ‌জেলার চাম্পাফুল ইউনিয়‌নের মু‌জিব‌প্রেমী সকল স্ত‌রের জনগ‌নের আয়োজ‌নে হাজার বছ‌রের শ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীনতার স্হপ‌তি জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস উপল‌ক্ষে র ্যা‌লি,আ‌লোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।শ‌নিবার বেলা ১২টায় চাম্পাফুল দিঘীর ধার মৎস্য সে‌টে এ অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠা‌নে বীরমু‌ক্তি‌যোদ্ধা বরকত আলী গাজীর সভাপ‌তি‌ত্বে ও উপ‌জেলা যুবলী‌গের সদস্য রবীন্দ্রনাথ সরকা‌রের সঙ্চালণায় প্রধান অতি‌থির বক্তব্য রা‌খেন উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক ও উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান সাঈদ মে‌হেদী।বক্তব্য রা‌খেন উপ‌জেলা আওয়ামীলী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক ডি এম সিরাজুল ইসলাম,বীরমু‌ক্তি‌যোদ্ধা জে‌হের আলী,সুশীল দফ‌দার,‌মোরারী মোহন,চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলী‌গের সা‌বেক সাধারন সম্পাদক ও চাম্পাফুল আ প্র চ মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উদয় ভাস্কর ব‌ন্দোপাধ্যয়, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলীউপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি আনোয়ারুল ক‌বির লিটু, উপ‌জেলা যুবলী‌গের সা‌বেক যুগ্ন আহবায়ক এ্যাডঃ হা‌বিব ফেরদাউস শিমুল,উপ‌জেলা যুবলী‌গের যুগ্ন সাধারন সম্পাদক সা‌জেদুল হক সাজু, সাংবাদিক শিমুল হোসেন, ওয়‌ার্ড আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আঃ সাত্তার খান,ইউ‌পি সদস্য সাইলুজ্জামান খান,আবু বক্কার গাইন,আবুবক্কার সরদার,চাম্পাফুল ইউনিয়ন স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি ম‌নিরুজ্জামান ম‌নি,সাতক্ষীরা সরকা‌রি ক‌লে‌জের জিয়া হল ছাত্রলী‌গের সা‌বেক সাধারন সম্পাদক র‌বিউল ইসলাম প্রমুখ।

দোয়া অনুষ্ঠান প‌রিচালনা ক‌রেন হা‌ফেজ মোঃ এবাদুল ইসলাম। দোয়া অনুষ্ঠান শে‌ষে সক‌লের মা‌ঝে তাবারুক বিতরন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ