মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কালিগঞ্জ উপজেলাকে অখন্ড হিসাবে সাতক্ষীরা-৪ আসন বহাল রাখার দাবীতে মানববন্ধন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলাধীন কালিগঞ্জ উপজেলা কে অখন্ড হিসাবে সংসদীয় আসন সাতক্ষীরা-৪ বহল রাখার দাবীতে ২৫ মার্চ সকাল সাড়ে ৯টায় কালিগঞ্জে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা-৪ আসন অখন্ড কালিগঞ্জ সর্ব দলীয় সংগ্রাম পরিষদের আয়োজনে সকাল সাড়ে ৯টায় থেকে বেলা ১১টা পর্যন্ত কালিগঞ্জ-শ্যামনগর সড়কের কালিগঞ্জ বাস টার্মিনাল থেকে কালিগঞ্জ কলেজ মোড় পর্যন্ত ১ কিলোমিটার রাস্তায় মানববন্ধন কর্মসূচিতে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, বাসদ, সাম্যবাদি দল, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, ব্যাবসায়ী, শ্রমিক, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্ব স্তরের সূধী ব্যাক্তিরা মানববন্ধনে অংশ গ্রহন করে। অখন্ড কালিগঞ্জ সর্ব দলীয় সংগ্রাম পরিষদের আহবায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসানের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সর্ব দলীয় সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহাবুবর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল খালেক, সাম্যবাদি দলের বিভাগীয় উপদেষ্ঠা ডাঃ তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডর আব্দুল হাকিম, কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ কেএম জাফরুল আলম বাবু, কালিগঞ্জ সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াজেদ আলী, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান একেএম মোশারাফ হোসেন, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাওফিল-অরা সজল প্রমুখ। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের কৌশলগত হেডকোয়াটার এই উপজেলা সংলগ্ম ভারতের হিঙ্গলগঞ্জ, সীমান্তনদী ইছামতি, কালিন্দির সাথে যমুনা এবং কাঁশিয়ালী নদ এই উপজেলার প্রচীন সম্মৃদ্ধ ও ঐতিহ্যের স্বারক। এই উপজেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পর্দাপনসহ জাতীয় বীর এবং নেতৃবৃন্দের পর্দাপন ঘটেছে। মহান সাধক পীরে কামেল খান বাহাদুর আহছান উল্লা (রাঃ) এই উপজেলার সন্তান। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের সকল গুরুত্বর্পূন অফিস যমুনা ও কাঁশিয়ালী নদীর চারি পাশে ৪ টি ইউনিয়ন মথুরেশপুর, কুশুলিয়া, ভাড়াশিমলা ও তারালী ইউনিয়নের সংযোগ স্থলে অবস্থিত। কাঁকশিয়ালী নদীর উত্তরপারে উপজেলার ভাড়াশিমলা ও তারালী ইউনিয়নে গুরুত্বপূর্ন অফিস বাসটার্মিনাল, হাসাপাতাল, রেজিষ্ঠ্রি অফিস, উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়, পল্লী বিদ্যুৎ অফিস, পানি উন্নয়ন বোর্ড, খাদ্য গুদামসহ অন্যান্য অফিস রয়েছে। অন্যদিকে নদীর দক্ষিন পারে কুশুলিয়া ও মথুরেশপুর ইউনিয়নে গুরুত্বপূর্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তর, উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, থানা ও কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, সরকারী স্কুল ও কলেজ, প্রচীনতম ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ মোকামসহ বিভিন্ন গুরুত্বপূর্ন অফিস ব্যাংক বীমা অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। গত নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলাকে বিভক্ত করে সাতক্ষীরা-৩ দেবহাটা, আশাশুনি আসনের সাথে কালিগঞ্জে ৪টি ইউনিয়ন এবং সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের সাথে কালিগঞ্জের ৮টি ইউনিয়ন যুক্ত থাকায় প্রশাসনিক কার্যক্রম অচল অবস্থাসহ উন্নয়নে বৈষম্যের সৃষ্ঠি হয়। সাতক্ষীরা-৪ আসনে ভাগ করায় বঙ্গ-ভঙ্গের মত কালিগঞ্জ উপজেলাকে খন্ড করে উপজেলাবাসীর হ্নদপি-কে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। বক্তারা আরো বলেন সম্প্রতি নির্বাচন কমিশনার গুরুত্ব বিবেচনা করে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন ও শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা-৪ সংসদীয় আসন খসড়া প্রস্তাব করায় কালিগঞ্জ উপজেলাবাসী নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। সাথে সাথে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলাকে একক এবং অখন্ড নির্বাচনী এলাকায় বহাল রেখে সংসদীয় আসনের প্রস্তাবিত পূনর্বিন্যাস চুড়ান্ত করার দাবী করেন।

কালিগঞ্জে জাতীয় গনহত্যা দিবস পালনে স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পন

২৫ মার্চ জাতীয় গনহত্যা দিবস পালন উপলক্ষ্যে কালিগঞ্জ ডাকবাংলা মোড় বদ্ধভূমি স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পন, নিরাবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গনহত্যা দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় বদ্ধভূমি স্মৃতি স্তম্ভে মাল্য অর্পন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন, কালিগঞ্জ সহকারী কমিশনার ভূমি নূর আহম্মেদ মাছুম, ওসি (তদন্ত) রাজিব হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম ফারুক, জাতীয় শ্রমিক লীগের শাহাজালাল প্রমুখ। পুস্পমাল্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোমতাজা হোসেন। এসময় গনহত্যা দিবসের শহীদদের স্বরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। এছাড়া উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ