শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কাঠুয়া শিশু ধর্ষণ: ছেলেকে বাঁচাতে খুনের পরিকল্পনা

জম্মু ও কাশ্মিরের কাঠুয়ায় আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সানজি রাম ছেলেকে বাঁচাতে শিশুটিকে খুনের পরিকল্পনা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। পুলিশি জিজ্ঞাসাবাদে সানজি রাম বলেন, শিশুটিকে অপহরণের চারদিন পর তিনি বিষয়টি জানতে পারেন। তার ছেলেও শিশুটিকে ধর্ষণ করেছে এটা জানার পর সবকিছু ধামাচাপা দিতে তিনি খুনের পরিকল্পনা করেন।

তার দাবি, ১৩ জানুয়ারি তার ভাতিজা প্রথম তাকে ধর্ষণের ঘটনাটি জানায়।

“তখনই আমি হত্যার পরিকল্পনা করি। তাতে যাযাবর সম্প্রদায়কে ভয় দেখানোর উদ্দেশ্যও সফল হবে।”

গত ১০ জানুয়ারি কাঠুয়ায় মুসলিম সম্প্রদায়ের ওই শিশুটিকে অপহরণ করে একটি মন্দিরে আটকে রেখে ধর্ষণ করা হয়।

সানজি রামের জবানবন্দি অনুযায়ী, শিশুটিকে ১৪ জানুয়ারি হত্যা করা হয়।

পুলিশ ১৭ জানুয়ারি জঙ্গল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত সন্দেহে সানজি রাম ও তার ছেলে, তার ভাতিজা (নিজের বয়স ১৮’র কম দাবি করেছে) এবং পুলিশসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্য অনেক ধর্ষণের ঘটনার মত এ ঘটনাটিও আড়ালেই ছিল। কিন্তু অভিযুক্তরা হিন্দু সম্প্রদায়ের হওয়ায় তাদের মুক্তির দাবিতে কাঠুয়ার কয়েকটি হিন্দু অধিকার রক্ষাকারী সংগঠন বিক্ষোভে শুরু করলে এবং বিজেপি নেতা স্থানীয় সরকারের দুই মন্ত্রী সেই বিক্ষোভ সমর্থন করলে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠে।

ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টির সভাপতি রাহুল গান্ধীসহ দলের প্রভাবশালী নেতারা দিল্লিতে বিক্ষোভে অংশ নেন।

যা নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের উপর চাপ সৃষ্টি করে। ওই দুই মন্ত্রী পদত্যাগে বাধ্য হন।

এ ঘটনার জেরে প্রধানমন্ত্রী মোদীর মন্ত্রিসভায় নতুন একটি অর্ডিন্যান্স পাশ হয়। যেখানে ১২ বছরের কম বয়সের শিশু ধর্ষণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে।

কাঠুয়া মামলার তদন্ত কর্মকর্তারা বলেছেন, হিন্দু অধ্যুষিত এলাকাটি থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে শিশুটিকে অপহরণ করা হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!