বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কু-প্রস্তাবের পর মারপিট

কলারোয়ায় মহিলা মেম্বরকে শ্লীলতাহানির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে!

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক মহিলা মেম্বরকে শ্লীলতাহানিসহ মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে সাতক্ষীরা কলারোয়া উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। উপস্থিত গ্রামপুলিশ ও ইউপি মেম্বরদের সামনে ওই মহিলা মেম্বরের তলপেটে লাথি মেরে টেনে হিছড়ে ছিঁড়ে ফেলা হয় তার পরিধেয় বস্ত্র।

রবিবার দুপুরে উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগে ইউপি সদস্য মাজিদা বেগম জানান, তিনি সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সদস্য। চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি তাকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেয়ার জন্য কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় তার ওয়ার্ডের অতি ও হত দরিদ্রদের ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা দেয়ার তালিকা তাকে (মহিলা মেম্বর) বাদ দিয়ে নিজের (চেয়ারম্যান) লোকদিয়ে তৈরি করে আসছিলেন।
সম্প্রতি তার যাতায়াতের পথ রোধ করে চেয়ারম্যান তাকে কুপ্রস্তাব দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে উঠলে বিরোধ চরম আকার ধারণ করে।

তার কথামতো না চলায় রবিবার প্রতিবন্ধী ভাতার তালিকা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি আকস্মিকভাবে উপস্থিত সকলের সামনে তাকে কিল, চড় ও লাথি মেরে আহত করেন।
এসময় তিনি আত্মরক্ষার চেষ্টা করলে চেয়ারম্যান তার তার পরনের কাপড় (শাড়ি-ব্লাউজ) আংশিক ছিড়ে ফেলেন।

এ সময় উপস্থিত চৌকিদার ও ইউপি সদস্যরা এসে তাকে উদ্ধার করেন।

এ ঘটনা উল্লেখ করে তিনি সুবিচার প্রার্থনায় কলারোয়া থানায় হজির হয়ে তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রতাক্ষদর্শী ৬নং (হিজলদী) ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার পর তিনি মাজিদা মেম্বরের স্বামী ইউনুস আলীকে খবর দেন। পরে তিনি তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

মাজিদার স্বামী জানান, বেলা ১টার দিকে মনিরুল চেয়ারম্যান তাকেসহ তার স্ত্রীকে কলারোয়া থানার গেটে পথ রোধ করে মামলা করলে ফল ভালো হবে না বলে হুমকিসহ গালিগালাজ করে চলে যান।
তিনি জানান, এর আগে মাজিদাকে চেয়ারম্যান একাধিকবার কু-প্রস্তাব দিয়েছেন। রাজি না হওয়ায় তার উপর ক্ষেপে ছিলেন চেয়ারম্যান। লজ্জাজনক হওয়ায় বিষয়টি তিনি সেসময় কাউকে জানা জানি করেননি।

এ বিষয়ে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জানান, মনিরুল ইসলাম আ.লীগ সমর্থিত চেয়ারম্যান হলেও দলে তার কোন পদে নেই। সে একটু বেয়াদব টাইপের। মাজিদা মেম্বরের মুখ থেকে ঘটনা শুনে তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা করার পরামর্শ দিয়েছেন।

এ ব্যাপরে চন্দনপুর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি সংবাদিকদের বলেন, দু’জনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। বিষয়টি আপোষ মিমাংসার চেষ্টা চলছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সেই ৩৫ বস্তা টাকা জ্বালানী বানালেন স্থানীয়রা

বগুড়ার শাহজাহানপুরে রাস্তার পাশে পাওয়া বস্তা ভর্তি কুচি কুচি করাবিস্তারিত পড়ুন

টাকার স্তূপ নিয়ে হুলুস্থুল, যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল

বগুড়ার শাজাহানপুরের জালশুকা এলাকার খাউড়া ব্রিজের পূর্ব দিকের সড়ক ওবিস্তারিত পড়ুন

বগুড়ায় রাস্তার পাশে ৩৫ বস্তা ছেঁড়া টাকা!

বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের খাওড়া ব্রিজের কাছ থেকে ৩৫বিস্তারিত পড়ুন

  • নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সপ্তম শ্রেণির ছাত্র গ্রেফতার
  • কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায়
  • কুড়িয়ে পাওয়া সোনার ব্যাগ ফেরত দিল চার যুবক
  • ২০১৯ দুর্গাপুজোয় মায়ের আগমন-গমন কিসে! এর ফলাফলে কোন প্রভাব পড়তে পারে
  • রুপা আক্তারের কবিতা : অর্থের প্রয়োজনে
  • কলারোয়া উপজেলায় সুশীলনের উদ্যোগে ৯০টি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
  • জামিন পেল সেই পুলিশ কনস্টেবল মিমি
  • জামিন পেয়েছে মিন্নি
  • ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু
  • পুলিশের অপকর্ম দেখে ফেলাই সাংবাদিকের নামে মিথ্যা মামলা
  • এবার যুক্তরাষ্ট্রেও ‘প্লাস্টিক বৃষ্টি’!
  • সাগরে লঘুচাপ, বন্দরসমূহে তিন নম্বর সতর্ক সংকেত