মিডিয়া পার্টনার ‘কলারোয়া নিউজ’
কলারোয়ার হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের অনুষ্ঠানে ১২৫টি দেশের ইস্কনের ১২১জন গুরু মহারাজের অংশগ্রহণ
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কলারোয়া উপজেলার কেঁড়াগাছীর শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটায় ভগবান শ্রী কৃষ্ণের পঞ্চম দোলযাত্রার ৩দিনের অনুষ্ঠান শুরু হয়েছে।
প্রথম দিন মঙ্গলার (৬মার্চ) সকাল ১০টায় বিশ্বের ১২৫টি দেশ থেকে ইস্কনের (আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত) ১২১জন গুরু মহারাজ এই পঞ্চম দোলযাত্রায় অংশ গ্রহন করেন। সকাল ১১টায় ইস্কনের ১০জন মহারাজ কীর্ত্তন হরিনাম ও কীর্ত্তন পরিবেশন করেন।
সাড়ে ১২টায় ভগবাত আলোচনা করেন শ্রী নারায়ন উত্তম গোস্বামী ও নিতাই দাশ।
একইদিন ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কীর্ত্তন পরিবেশন করেন ভারতের কোলকাতা ও বসিরহাটের বেতার ও দূরদর্শন খ্যাত প্রবীর কুমার দাশ।
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই আয়োজনে ইস্কনের গুরু মহারাজরা প্রসাদ বিতরণ করেন।
তারা জানান- ‘এই আশ্রম তাদের কাছে এক স্বপ্নের আশ্রম। অনেক আগে থেকে এই আশ্রমে আসবার জন্য চেষ্টা করেছেন। এইবার আসতে পেরে তারা খুব খুশি ও আনন্দিত।’
তারা আরো জানান- ‘আমাদের জীবন ধন্য হয়েছে শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটাতে আসতে পেরে।’ তারা আগামিতেও এখানকার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে আসার প্রত্যাশা রাখেন।’
মঙ্গলবার দুপুরের দিকে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা এডিশনাল এসপি (বর্তমানে এসপি পদে পদন্নতিপ্রাপ্ত) কেএম আরিফুল হক, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা।
এদিকে, হরিদাস ঠাকুর জন্মভিটায় সোমবার ৫মার্চ সন্ধ্যা ৭টার দিকে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভসূচনা করেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় সদ্য প্রয়াত এমপিপুত্র অনীক আজিজের স্মরণে ১মিনিট নিরবতা ও প্রার্থনা করা হয়। এবারের ৪দিনের অনুষ্ঠানটি প্রয়াত এমপিপুত্রের স্মরণে উৎগর্গ করা হয়েছে।
৬, ৭ ও ৮মার্চ মঙ্গল, বুধ ও বৃহষ্পতিবার প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে।
হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র জানান- ‘প্রতি বছর এক থেকে দেড় লক্ষাধিক ভক্তের সমাগম হয়। এই বছর ভারতের ৩টা কীর্ত্তন দল অংশগ্রহণ করছে।
তিনি বলেন- ‘ড.মোনালিছা বন্দ্যোপাধ্যায় কাটোয়া কলেজ কলিকাতা ভারত, অধ্যাপিকা মানসী ঘোষদস্তিদার জি বাংলা ডিডি বাংলা কলিকাতা ভারত, ও প্রবীর কুমার দাশ কলিকাতা ভারতসহ ৬০টি দেশ থেকে ১৫০ জন ইস্কনের গুরু মহারাজ ও ভক্তদের উপস্থিত থাকছেন।’
এই বার দেশ-বিদেশের ভক্ত সমাগম আরো বেশী হবে বলে মনে করছেন আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক স্বন্দীপ রায়।
তিনি জানান- ‘আন্তর্জাতিক এ ধর্মীয় অনুষ্ঠানে এবার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পেপার (পোর্টাল) কলারোয়া নিউজ।
এদিকে অনুষ্ঠানস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়- আশ্রমে আসা ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে ৩ বিঘা জমির উপরে প্যান্ডেল তৈরি হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত খাওয়া, বিশুদ্ধ পানীয়জল ও প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে। আর নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি ও আনছার বাহিনীর সদস্যরা মোতায়ন থাকছে বলে জানান সংশ্লিষ্টরা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু
পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন
২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা
ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন