বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কপোতাক্ষের বাঁধের মাটি কাটার অপরাধে ৪জনকে জরিমানা, ইভটিজিং দায়ে ১জনের জেল

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদীর বাঁধ থেকে মাটি কাটার অপরাধে চার জনকে জরিমানা ও ইভটিজিং করার অভিযোগে এক ব্যাক্তিকে দুই মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৪নভেম্বর) সকালে এ আদেশ দেন তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফরিদ হোসেন।

জানা যায়- উপজেলার জেঠুয়া গ্রামে কপোতাক্ষ নদী বাঁধ থেকে শনিবার সকালে একই এলাকার আলমগীর গাজী, ফিরোজ ফকির, আলমগীর ফকির, খোরশেদ আলম মাটি কাটছিলেন। এসময় তাদের হাতেনাতে আটক করে তালা থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে প্রতেককে ১হাজার টাকা করে জরিমানা করে।

অন্যদিকে উপজেলার হরিহরনগর গ্রামের শামসুর রহমান সরদারের ছেলে আবু হাসান সরদার (৫৫) বাড়ির পার্শ্ববর্তী এক মহিলাকে ইভটিজিং করার অভিযোগে থানা পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে শনিবার ভ্রাম্যমান আদালত তাকে দুই মাসের কারাদন্ড প্রদান করেন।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন।

তালায় জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা তালায় ৪৬তম জাতীয় সমবায় দিবস-১৭ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপ-শহর প্রদক্ষিণ শেষে তালা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে সমবায় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার শেখ মোছাদ্দেক হোসেন ।

উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা অজয় কুমার ঘোষের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, কপোতাক্ষ মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ও ইউ পি সদস্য মো. শামছুল হক, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মুকুন্দ কুমার রায়, তালা উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান, ইউপি সদস্য প্রকাশ দালাল প্রমুখ।

আলোচনা শেষে সমবায় সমিতির উন্নয়নকল্পে বিশেষ অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি”।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা