শনিবার, নভেম্বর ২, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

একজনের পরীক্ষা দিচ্ছে আরেকজন!! মনিরামপুরে ভুয়া পরীক্ষার্থী ও শিক্ষককে সাজা

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের নেংগুড়াহাট মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এক ভুয়া দাখিল পরীক্ষার্থীসহ এক মাদরাসা শিক্ষককে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷

জানা গেছে, অন্যের হয়ে দাখিল পরীক্ষা দিতে গিয়ে স্বপ্না খাতুন পাখি (২৪) নামে এক নারীকে আটক করে দুই বছর ও আদালতকে ভুল তথ্য দেওয়ার অপরাধে আবু তৈয়ব (৩৮) নামে এক মাদরাসা শিক্ষককে এক বছরের সাজা দিয়েছেন আদালত৷

বুধবার নেংগুড়াহাট দারুল উলুম সিনিয়র ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের ছয় নম্বর কক্ষে দাখিল বাংলা প্রথমপত্রের পরীক্ষায় পাড়দীয়া মহিলা দাখিল মাদরাসার পরীক্ষার্থী সোনিয়া খাতুনের হয়ে দাখিল পরীক্ষা দিচ্ছিলো পাড়দীয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে স্বপ্না খাতুন৷ এসময় ওই কক্ষের পরিদর্শকের দায়িত্বে ছিলেন পাড়দীয়া মহিলা দাখিল মাদরাসা সহকারি শিক্ষক স্থানীয় ইউসুফ আলীর ছেলে আবু তৈয়ব৷ বেলা ১২টার দিকে উল্লেখিত মাদরাসা পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের উল্লেখিত সাজা দেন এবং আদালত মূল পরীক্ষার্থী সোনিয়াকে (রোল নম্বর-৩৩৭৬৪৭) তিন বছরের জন্য বহিষ্কার করেছেন।

একই সঙ্গে স্বপ্নাকে পরীক্ষার্থী সাজিয়ে পরীক্ষা দেওয়ার কাজে সহযোগিতার অপরাধে পাড়দীয়া মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মহিববুর রহমানের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করার জন্য নেংগুড়াহাট ফাজিল মাদরাসা কেন্দ্রের কেন্দ্র সচিব মাওলানা আব্দুর রউফকে নির্দেশ দিয়েছেন।

আদালত সাজাপ্রাপ্ত স্বপ্নার কাছ থেকে লিখিত স্বীকারোক্তিও নেন। যেখানে স্বপ্না তার এই অনৈতিক কাজে সহযোগিতা করার জন্য পাড়দীয়া মাদরাসার সুপার মহিবুবুর রহমানকে দায়ী করেন। আর দায়িত্বে অবহেলার অভিযোগে ওই কেন্দ্রের ছয় নম্বর কক্ষের দুই পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন, নেংগুড়াহাট ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা ইব্রাহিম হোসেন ও হাজরাকাঠি মহিলা আলিম মাদরাসার শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, পাড়দীয়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে সোনিয়া খাতুন। পাড়দীয়া মহিলা দাখিল মাদরাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা তার। সোনিয়ার পরীক্ষার কেন্দ্র হচ্ছে নেংগুড়াহাট দারুল উলুম সিনিয়র ফাজিল মাদরাসা। কিন্তু পরীক্ষার দ্বিতীয় দিন থেকে সোনিয়ার বদলে তার চাচাতো বোন স্বপ্না খাতুন পাখি পরীক্ষায় অংশ নিচ্ছেন। স্বপ্না গত বছর পাড়দীয়া মাদরাসা থেকে দাখিল পাশ করেছেন।

এদিকে, একজনের বদলে আরেকজন পরীক্ষা দিচ্ছেন- এমন অভিযোগ পেয়ে বুধবার বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে যান মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান। তিনি কেন্দ্রের ছয় নম্বর কক্ষে গিয়ে প্রথমে স্বপ্নাকে প্রশ্ন করেন। তারপর প্রবেশপত্রের ছবির সঙ্গে স্বপ্নার চেহারার মিল খোঁজার চেষ্টা করেন। কিন্তু প্রবেশপত্রের ছবি অস্পষ্ট হওয়ায় স্বপ্নাকে চিহ্নিত করা কষ্টকর হয়ে পড়ে। তখন ওই কক্ষের পাড়দীয়া মাদরাসার অন্যান্য পরীক্ষার্থীর কাছ থেকে তিনি নিশ্চিত হন পরীক্ষায় অংশ নেওয়া মেয়েটি সোনিয়া না। এরপর পাশের কক্ষে দায়িত্বে থাকা পাড়দীয়া মাদরাসার শিক্ষক আবু তৈয়বকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মিথ্যাচারের আশ্রয় নিয়ে আদালতকে জানান, এই মেয়েটিই সোনিয়া। পরে অবশ্য স্বপ্না ও আবু তৈয়ব আদালতের কাছে সত্যতা স্বীকার করেন। এরপর আদালত স্বপ্নাকে দুই বছর ও শিক্ষক তৈয়বকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এসময় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ, গণমাধ্যমকর্মী ও আদালতের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন- পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ৩(খ) ধারায় স্বপ্নাকে দুই বছর ও শিক্ষক আবু তৈয়বকে ওই আইনের ১৩ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা