বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘ঈদির দিন কি রুটি খাবো?’

মণিরামপুরের মাহমুদকাটি গ্রামের বৃদ্ধ আকবর আলী ক্ষুব্ধ কণ্ঠে বললেন, ‘ঈদির দিন সব মানুষ যখন ভালো খাওয়া-দাওয়া করবে, আমরা কি তখন রুটি খাবো? তা-ও নিজিরা না হয় খালাম; বাড়িতি মেয়ে-জামাই আসবে। তাদের পাতে কি ঈদির দিন রুটি দিয়া যায়, কন?’
আকবরের এই ক্ষোভ জন্মেছে ভিজিএফের আওতায় এবারের ঈদের আগে চালের বদলে গম দেওয়ার সিদ্ধান্তে।

ফসলহানি, অপরিকল্পিত ভিজিএফ কর্মসূচির কারণে সরকারি ভাণ্ডারে চালের মজুদ তলানিতে ঠেকেছে। এর ফলে বাজারে চালের দাম রেকর্ড সৃষ্টি করেছে। ঈদের আগে বরাবরের মতো গরিব-দুস্থদের মধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল দেওয়া সম্ভব হচ্ছে না এবার। সে কারণে চালের বদলে গম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাও আবার অনেক জায়গার সরকারি গুদামে দরকারি গম নেই। অথচ ঈদ কড়া নাড়ছে মুসলিমদের ঘরে।

ঈদের সময় গরিবেরা সরকারি কিছু সাহায্য পেতে অভ্যস্ত হয়ে উঠেছে। বিগত বছরগুলোতে তারা পরিবারপিছু দশ কেজি করে চাল পেয়েছে; যা একটি গরিব পরিবারের ঈদ উদযাপনে সহায়তা করেছে।

এবার যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব ইসলাম বলেছেন, ঈদের আগে এই জেলায় ভিজিএফ কর্মসূচিতে প্রায় তিন হাজার ২০ টন গম বিতরণ করা হবে।

চালের বদলে গম বিতরণ সংক্রান্ত নির্দেশনা মণিরামপুর উপজেলা প্রশাসন পেয়েছে দুই দিন আগে। তবে লিখিত নির্দেশনা পেয়েছে বুধবার সকালে। নির্দেশনা অনুযায়ী বুধবারে চারটি ইউনিয়নকে ডিও দিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। তবে হরিহরনগর ইউনিয়নের ৪৪ টন বাদে কোনো ইউনিয়নের চেয়ারম্যান গম উত্তোলন করেননি।

এবারের ঈদুল ফিতরে মণিরামপুরের ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৬৬ হাজার ৮৪৩টি গরিব পরিবারের মাঝে ভিজিএফ-এর গম বিতরণ করা হবে। সেই লক্ষে সব জনপ্রতিনিধির কাছ থেকে তালিকা চেয়েছে পিআইও অফিস। বুধবার অফিস সময়ে কোনো ইউনিয়নের চেয়ারম্যান এই তালিকা জমা দিতে পারেননি।

ঈদের আর ক’ মাত্র দিন বাকি। এই অল্প সময়ে গম বিতরণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাছাড়া গুদামেও গম সরবরাহ রয়েছে কম। বাইরে থেকে গম আসার কথা। কিন্তু এখনো তা মণিরামপুর খাদ্য গুদামে ঢোকেনি। এবারের ঈদুল ফিতরে দশ কেজি চালের বদলে সরকার ১৩ কেজির কিছু বেশি গম বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। ফলে মণিরামপুরে মোট গমের চাহিদা রয়েছে প্রায় ৯০০ টন। যার বিপরীতে গুদামে সংরক্ষিত আছে মাত্র ১৩২ টন। বাকি ৮০০ টন খুলনার আঞ্চলিক কেন্দ্রীয় গুদাম থেকে আসার কথা। তবে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তার কথা, ‘যখনই গম আসুক না কেন, সঠিক সময়ে তা বিতরণের মতো প্রস্তুতি আমাদের রয়েছে।’

এদিকে চালের বদলে গম বিতরণের সিদ্ধান্তে গরিবদের মাঝে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের ভাষ্য, ‘আমরা চালই আশা করেছিলাম। ভাতই আমাদের প্রধান খাদ্য। এখন শুনছি গম দেবে। এই গম আবার মিলে নিয়ে ভাঙাতে হবে। মহাফ্যাসাদ।’

এছাড়া ঈদ উপলক্ষে মুসলিম বাড়িতে বাড়িতে মেহমানের আগমন ঘটে। বাঙালির সংস্কৃতি হলো, সাধ্যমতো মেহমানদের আপ্যায়ন করা। সে ধনী কিংবা গরিব যাই হোক না কেন। এহেন বাঙালি এবার চালের বদলে গম পাওয়ায় রুটি দিয়ে মেহমানদের কীভাবে আপ্যায়ন করবেন, তা বুঝে পাচ্ছেন না।

আবার কেউ কেউ যা-ই পাচ্ছেন তাতেই খুশি। বলছেন, সরকারি সাহায্য একটা কিছু পেলেই হলো।

আগরহাটি গ্রামের সুরুজ বিশ্বাসের ছেলে তাজাম্মুল হোসেন বলেন, ‘ঈদের সময় আমরা কয়েকবার চাল পাইছি। আমাদেরতো ভাতই প্রিয়। গম দিলে কেমন একটা হয়ে যায়। তবে সরকার যাই দেয় তাতেই খুশি।’

তাজাম্মুলের মতো একই মন্তব্য হুমাতলা গ্রামের জাহাঙ্গীর ও গুরুর।

জানতে চাইলে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, ‘ভিজিএফ-এর তালিকা প্রস্তুত। এখন ট্যাগ অফিসারের স্বাক্ষর বাকি আছে।’ বৃহস্পতিবারের মধ্যেই গম তুলে তা যথাসময়ে বিতরণ করতে পারবেন বলে তিনি আশাবাদী।

মণিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক বলেন, ‘এখনো কোনো ইউনিয়ন থেকে তালিকা পাইনি। পেলেই দ্রুত তা অনুমোদন দিয়ে গম বিতরণ শুরু হবে।’

মণিরামপুর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মিনারুল ইসলাম বলেন, ‘বুধবার সকালেই গম বিতরণের লিখিত আদেশ পেয়েছি। এবারের ঈদে কার্ডপ্রতি ১৩ কেজির একটু বেশি গম বিতরণ করা হবে। সেই হিসেবে মণিরামপুরে চাহিদা ৯০০ টন। কিন্তু গুদামে মজুদ আছে ১৩২ টন। খুলনা থেকে ৮০০ টন গম বুধবারই আসার কথা ছিল। এখনো তা এসে পৌঁছায়নি।’

সঠিক সময়ে গম বিতরণ করা যাবে কি-না তা নিয়ে সংশয় রয়েছে এই কর্মকর্তা।

‘চালের বদলে গম সাধারণ মানুষ কীভাবে নেবে’- জানতে চাইলে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মণ্ডল বলেন, ‘এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

তবে চাহিদামত মাল হাতে পেলে ঈদের আগেই তা বিতরণের সব প্রস্তুতি প্রশাসনের রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা