সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনির বুধহাটার কলেজিয়েট স্কুলে হেপাটাইটিস টিকাদান বন্ধ

আশাশুনি উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে অননুমোদিত ভাবে হেপাটাইটিস বি ভাইরাস পরীক্ষা ও টিকাদান কার্যক্রম উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বন্ধ হয়ে গেছে।
আল নূর ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি সংস্থা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারের অজ্ঞাতে ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি না নিয়ে বুধহাটা কলে. স্কুলে সোমবার কার্যক্রম শুরু করে। সংস্থা হেপাটাইটিস বি (জন্ডিস) ভাইরাস এর উপর স্বল্পমূল্যে হেপাটাইটিস পরীক্ষা, টিকাদান করবে বলে সিভিল সার্জন সাতক্ষীরার নিকট থেকে ১১/৫/১৭ তাং অনুমোদন নেয়।
অনুমোদন পত্রে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ও উপযুক্ত টেকনিশিয়ান দ্বারা এনজেরিক-বিসহ নির্ধারিত ৪টির মধ্যে যেকোন টিকা সঠিক তাপমাত্রা সংরক্ষণ, পরিবহন ও প্রয়োগ করার শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। কিন্তু সংস্থাটি উপজেলা স্বাস্থ্য বিভাগের কোন দক্ষ প্রতিনিধি না নিয়ে নিজেরা ইচ্ছামত পরিবেশে তাপমাত্রা সংরক্ষণ, পরিবহন ও প্রয়োগের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ অবস্থায় কার্যক্রম পরিচালনা করতে থাকে। এতে টিকা ব্যবহারকারিদের ক্ষয়ক্ষতির আশংকা আছে কিনা, পার্শ¦ প্রতিক্রিয়া হবে কিনা এমন সংশয় নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের বাচ্চাদের টিকা দিয়েছেন। ৭২ জনকে টিকা দেওয়ার পর স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থানে পৌছে দেখেন স্বাস্থ্য বিভাগের দক্ষ কোন প্রতিনিধি সেখানে না নিয়েই টিকা দেওয়া ও পরীক্ষা নীরিক্ষার কার্যক্রম চালান হচ্ছে। সংস্থার উপ পরিচালক গোলাম মোস্তফা ঘর্মাক্ত অবস্থায় টিকা দিচ্ছেন এবং তার আরও কয়েক সহযোগি রক্ত গ্রহন, প্রত্যেকের নিকট থেকে ১ম বারের জন্য ২৫০ টাকা করে আদায় ও অন্য কার্যক্রম করছেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বললে তারা জানেনা বলে জানান। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে স্কুল কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ করে দেন।

৮দলীয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

আশাশুনি সদরের সোদকোনা মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় যুব সমাজ সোমবার বিকালে এ খেলার আয়োজন করে।
আশাশুনি সদর ইউপিপ চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন। খেলায় আনুলিয়া ফুটবল একাদশ ও বাঁকড়া ফুটবল দল একাশ মুখোমুখি হয়। খেলায় বাঁকড়া দল ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন সাজেক্রিস রেফারি আবু ওয়াহিদ বাবলু। সহকারি ছিলেন আসাদুল ইসলাম ও বাবলু রহমান। খেলায় ইউপি সদস্য মঈনুর ইসলাম, শাহিনুর ইসলাম, সাবেক ইউপি সদস্য বনমালী দাস, সমাজসেবক পিংকাই, মঈনুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধি স্বাস্থ্য কমিটির ত্রৈমাসিক সভা

আশাশুনি উপজেলা প্রতিবন্ধি স্বাস্থ্য কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং সিবিএম এর সহযোগিতায় ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্স এসোসিয়েশন (ডিআরআরএ) এর আয়োজনে প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারন প্রকল্পের অধীনে এ সভা অনুুিষ্ঠত হয়।
কমিটির মডারেটর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যানার্জির সভাপতিত্বে প্রকল্পের জেলা ম্যানেজার আবুল হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, গোদাড়া প্রতিবন্ধি উন্নয়ন সংগঠনের সম্পাদক মফিজুল ইসলাম, ডিপিও সদস্য আরশাদ আলি, কহিনুর ইসলাম,শরিফা খাতুন, ডিআরআরএ প্রতিনিধি বরুণ মন্ডল, আরিফুল ইসলাম প্রমুখ।

প্রাইমারী স্কুলে অভিভাবক সমাবেশ

আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে স্কুল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক নিরঞ্জন কুমারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রকিব, এসএমসি সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চু, সদস্য রেহানা পারভীন, অভিভাবক ইয়াহিয়া ইকবল, রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে স্কুলের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়ন, অভিভাবকদের দায়িত্ব-কর্তব্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ