বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনির বিভিন্ন স্থানে এমপি রুহুল হকের মতবিনিময়

সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি আশাশুনি উপজেলার বিভিন্ন মৎস্য সেট, প্রতিষ্ঠান ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার সকাল থেকে দিনভর এ কর্মসূচি পালন করা হয়।

সাতক্ষীরা-৩ আসানে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত এমপি রুহুল হক সকালে শোভনালী ইউনিয়নের বদরতলা মৎস্য সেটে প্রথমে গমন করেন। মৎস্য সেটের সকল কাটা ও আড়তে আগত সকল ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের সাথে তিনি মতবিনিময় করেন। পরে বুধহাটা ইউনিয়নের মহেশ^রকাটি মৎস্য সেটের সকল কাটা, আড়ৎ ও দোকানে গিয়ে সকলের সাথে মতবিনিময় শেষে সেট চত্বরে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

এরপর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিমের বাসভবনে গিয়ে তার সাথে মতবিনিময় ও বিভিন্ন বিষয় নিয়ে পরমর্শ করেন। এরপর ক্রমান্বয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথের কার্যালয়ে গিয়ে কথা বলেন।

সবশেষে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টুর আশাশুনি বাজারস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও সদর ইউনিয়ন পরিষদে গিয়ে মতবিনিময় করেন।

এসময় সাবেক এমপি আলহাজ মোখলেছুর রহমান, পুজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোছাদ্দেক, চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতা মুজিবর রহমান, ঢালী সামছুল আলম, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, মনিরুজ্জামান বিপুল, এস এম সাহেব আলি, জলিল উদ্দিন ঢালী. আব্দুল্লাহেল বাকী বাচ্চু, নুরুজ্জামান জুলু, বদিউজ্জামান মন্টু, প্রিন্স, রাজ্যেশ^র দাশ, সঞ্জয় কুমার দাশ, আলমগীর হোসেন খোকা, রেজওয়ান আলি, নুরুল ইসলাম, মিজান, আলিম, মিঠুন, সামছুর রহমান এবং বিভিন্ন ইউনিয়নের ইউপি সদন্যবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

২৭ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২০ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৮ উপলক্ষে আশাশুনিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিস এ কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়।
র‌্যালির শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামেন গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী।
সমাজ সেবা অফিসার ইমদাদুল হকের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আইডিয়ালের নজরুল ইসলাম, প্রকিবন্ধী সমিতির সভাপতি মফিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ৯ জনকে চিকিৎসা বাবদ ৫০ হাজার টাকা করে ৪ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান এবং একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।

বিনামূল্যে মাল্টি ভিটামিন বিতরণ

আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার মহিলাদের মাঝে বিনামূল্যে মাল্টি ভিটামিন ঔষধ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা সমাজ সেবা অফিসারের কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান করা হয়।
পোভাটি ইবাম্ভিকেশন প্রোগ্রাম (পেপ) এর সহযোগিতায় মৌমাছি এনজিও’র বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিটামিন বিতরণ করেন, উপজেলা সমাজ সেবা অফিসার ইমদাদুল হক।
মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে ৯ জন গর্ভবতী মা ও ২৪ জন দুগ্ধদানকারী মাকে মাল্টি ভিটামিন বিতরণ করা হয়।

ভূমিহীনের জমি নিয়ে ধনীকে ডিসিআর

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে ভূমিহীন জবেদা খাতুনের ডিসিআর প্রাপ্ত জমি পুনরায় ডিসিআর না দিয়ে বিল্ডিং বাড়ি ও অর্ধ শতাধিক বিঘা জমির মালিককে একসনা বন্দোবস্ত দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

কাদাকাটি গ্রামের মৃত বজলুর রহমানের স্ত্রী ভূমিহীন জবেদা খাতুন আশাশুনিতে উপস্থিত সাংবাদিকদের কাছে কান্না জড়িত কন্ঠে বলেন, তার স্বামী জীবিত থাকা অবস্থায় কাদাকাটি মৌজায় ১ নং খতিয়ানের ৭৪৯ দাগের ৬৬ শতক জমি ২০০৭ সাল থেকে একসনা বন্দোবস্ত পেয়ে ভোগ দখল করে আসেন। তার মৃত্যুর পর ২০১৪ সাল থেকে জবেদা খাতুন নিজের নামে একসনা বন্দোবস্ত নিয়ে ঐ জমিতে ভোগদখলে আছেন। এবং মৎস্য ঘের মালিক আঃ হান্নানের কাছে হারি দিয়ে টাকা নিয়ে সংসার খরচ নির্বাহ করে আসছিলেন।
২০১৮ সালে দরগাহপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শ্যামল কুমার অধিকারী ‘যার ঘেরের মধ্যে জমি তাকে ডিসিআর দিতে হবে’ এমন অজুহাত খাড়া করে ভূমিহীনের একমাত্র সম্বল উক্ত ৬৬ শতক জমি দ্বোতলা বিল্ডিং এর মালিক, অর্ধ শতাধিক বিঘা জমির মালিক আঃ হান্নানকে একসনা বন্দোবস্ত প্রদান করেছেন। ফলে লোকের বাড়িতে কাজ করে অতিকষ্টে জীবন যুদ্ধে খুড়িয়ে চলা ভূমিহীন জবেদা খাতুন এখন চরম বিপদে পড়েছেন। এ ব্যাপারে প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ