আরো খবর...
আশাশুনির দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্মদিবস পালন
আশাশুনি উপজেলার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে ২৮ সেপ্টেম্বর জাতির জনক বন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের নির্দেশনা মত উপজেলা শিক্ষা অফিসার মোছা. শামসুন্নাহার দুপুর ১২ টায় শোভনালী ইউনিয়নের বাটরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় দিবসের শুভ উদ্বোধন করেন।
মাদরাসার সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের নিয়ে সমাবেশে শেখ হাসিনার জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন, শিক্ষা অফিসার শামসুন্নাহার, সহকারী শিক্ষা অফিসার আঃ রাকিব, সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম, মাদরাসার সুপার মাওঃ সাইফুদ্দিন। মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওঃ খোরশেদ আলম।
পরে আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদেও নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের বিভিন্ন দিক তুলে ধওে বক্তব্য রাখেন, শিক্ষা অফিসার শামসুন্নাহার, সহকারী শিক্ষা অফিসার আঃ রকিব, রবিউল ইসলাম, প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল প্রমুক।
মোনাজাত পরিচালণা করেন উপজেলা পরিষদ জামে মসজিদেও ইমাম মাও. আ. গফফার।
কাঁকড়া চাষীদের প্রশিক্ষণ
আশাশুনি উপজেলার শোভনালীতে কাঁকড়ার মূল্য নির্ধারণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শোভনালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ডললিয়েন ফন্ডস এর অর্থায়নে, ডিআরআরএ’র সহযোগিতায় আইডিয়ালের বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, আইডিয়ালের প্রাইড প্রকল্পের ম্যানেজার এস এম মিজানুর রহমান। সহযোগিতা করেন প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড় ও এফএফ দেবাশীষ চক্রবর্তী। শোভনালী ইউনিয়নের জীবিকা প্রকল্পের উপকারভোগিদেও ৩টি গ্রুপে বিভক্ত কওে প্রতি গ্রুপে ৫০ হাজার টাকা কওে ১ লক্ষ ৫০ হাজার টাকা বিনাসুদে ঋণ প্রদান করা হয়। এ ঋণ নিয়ে তারা কাঁকড়া চাষের মাধ্যমে জীবিকায়নে সম্পৃক্ত হয়েছে। তাদের ২০ জনকে নিয়ে কাঁকড়ার মূল্য নির্ধারণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আহলে হাদীছ আন্দোলনের সভা
আশাশুনি উপজেলার বুধহাটায় আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ আশাশুনি উপজেলা কমিটি ও আহলে হাদীছ যুব সংঘের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বুধহাটা কেন্দ্রীয় আহলে হাদীছ জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আন্দোলন সভাপতি আলহাজ অধ্যাপক হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে সভায় সহ-সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক কেরামত আলি, অর্থ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান গাজী, সদস্য আলহাজ¦ আব্দুল কুদ্দুছ গাজী, মাও. মিজানুর রহমান, লুৎফর রহমান নয়ন, উপদেষ্টা আলহাজ মোজাম্মেল হক, আলহাজ আজিজুর রহমান গাজী, আলহাজ¦ আজিজুর রহমান ভোলা, খোন্দকার মোসাদ্দেকুজ্জামান, নাজিম উদ্দিন, আ. হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৪ অক্টোবর বাঁকালে সাধারণ পরিষদ সদস্য পরীক্ষা, ঈদ উল আযহা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অব. সেনা সদস্য বাদশার সংবাদ সম্মেলন
আশাশুনি উপজেলার বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে মাদারবাড়িয়া সবুজ কল্যাণ সংস্থার সভাপতি অব. সেনা সদস্য রবিউল ইসলাম বাদশা সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে বাদশা বলেন, ২/২/১৮ তাং হতে সংস্থার সভাপতি হিসাবে আমি দায়িত্বপালন করছি। ২৪/৯/১৮ তাং কতক সদস্যকে তাদের নিজ উদ্যোগে অব্যাহতি দেওয়া হয়। আমি একজন সরকারি চাকুরীজীবি। বাড়ি আসার পর তাদেও যুক্তিতে সংগঠন করি। ভিত্তিতে পলিটিক্স না জানার সুযোগে তারা আমার নিকট থেকে মোটা অংকের অর্থ পেতে চেষ্টা করে না পেওে তারা সংস্থাকে নিস্ক্রীয় করতে চেষ্টা করে। কিন্তু মানির মান আল্লাহ রক্ষা করেন, ২/৪ জন সৎ মানুষের আশ্রয়ে আমাকে কোন অর্থ হারাতে হয়নি। তারা সংস্থা থেকে চলে যাওয়ার সময় কিছু ব্যবহারিক জিনিসপত্র ও অনুদানের দ্রব্যাদি নিয়ে যায়। তাতে আমি কিছু দাবি করিনি। আমি অনেক সদস্যকে ব্যক্তিগতভাবে সাহায্য করেছি, অসহায় মানুষকে নিজ অর্থে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি। ঈদ সামগ্রী বিতরণ করেছি। সরকারি চাউলের কাড এনে সংস্থার ও গ্রামের অনেককে দিয়েছি। বিপদে ও বিচাওে অনেককে সাহায্য করতে চেষ্টা করেছি। যার খবর স্থানীয় ও আঞ্চলিক কমপক্ষে ১৪/১৫ টি পত্রপত্রিকায় একাধিকবার প্রকাশিত হয়েছে। এতকিছুর পরও সংস্থা থেকে চলে যাওয়া ব্যক্তিরা নানাভাবে আমাকে অপমান অপদস্ত করতে চাচ্ছে। এরকারণ হয়তবা আমার রক্তের বিনিময়ে ইনকামের ৫ লক্ষ টাকা দাবি করেছিল সেটি না দেওয়া। এবং তাদের বেশির ভাগ গ্রামের মানুষ হওয়ায় সংস্থা করতে কত ত্যাগ, পরিশ্রম, কত কষ্ট করতে হয় না জানা। আমি সংস্থার সদস্য বা ওয়ার্ডবাসীকে বলতে চাই, দয়া কওে কেউ আমাকে মিথ্যা অপবাদ না দিয়ে সংস্থা সুন্দরভাবে চলে তার জন্য অর্থ দিয়ে নয় বরং সুবুদ্ধি দিয়ে সাহায্য করুন। তাতে সবাই উপকৃত হবে। তাদেও অব্যাহতির পর মেম্বার আঙ্গুর হোসেন, তারিকুল ইসলামকে উপদেষ্টা, আমি সভাপতি, জুলফিকর আলী জুয়েলকে সাধারণ সম্পাদক করে উপজেলা চেয়ারম্যান সাহেব কর্তৃক অনুমোদিত আরও ৪৪ জন সমন্বয়ে ৫৮ জনকে নিয়ে সংস্থাটি পুন.গঠন করা হয়েছে। আমি সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন