আশাশুনির খবর (২৮ অক্টোবর, ২০১৮ইং)
জেডিসি পরীক্ষার কক্ষ পরিদর্শকদের সভা
আশাশুনিতে জেডিসি পরীক্ষার কক্ষ পরিদর্শকদের নিয়ে মতবিনিময় সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য জেএসসি পরীক্ষার দায়িত্ব প্রাপ্ত কেন্দ্র সচিব, হল সুপার ও কক্ষ পরিদর্শকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেন্দ্র সচিব ও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস। পরীক্ষায় কক্ষ পরিদর্শকদের দায়িত্ব-কর্তব্য ও করনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা রাখেন, সহকারী সচিব বলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সানা, হল সুপার কাকড়াবুনিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আছাদুল হক, প্রতাপনগর হাই স্কুলের প্রধান শিক্ষক জয়দেব কুমার দাশ। এছাড়া কক্ষ পরিদর্শকদের মধ্যে বক্তব্য রাখেন, মাজহারুল ইসলাম, বিকাশ মন্ডল, সেলিনা আখতার, আসিফ ইকবাল, আবু হাসান প্রমুখ।
কৃষকলীগের কমিটি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কুষকলীগের কমিটি গঠন করা হয়েছে। পুরোহিতপুর ক্লাব মোড়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
কৃষকলীগ আশাশুনি উপজেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর আঃ আলিমের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মতিলাল, কুল্যা ইউনিয়ন সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মোঃ বেল্লাল হোসেনকে সভাপতি, মোঃ আলামিন হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ শামিম রেজাকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৭নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
মোস্তাকিমের পক্ষে মনোনয়নে দোয়ানুষ্ঠান
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ-আংশিক) আসনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পাওয়ার জন্য দোয়ানুষ্ঠান করা হয়েছে।
রবিবার বাদ আছর ও বাদ মাগরিব আশাশুনি বাজার জামে মসজিদ, বুধহাটা বাজার, আগরদাড়ী, কচুয়া, কাদাকাটি, শ্রীধরপুর, টেকাকাশিপুর, বুড়িয়া, ফকরাবাদ, গোয়ালডাঙ্গা বাজার, প্রতাপনগর মাদরাসা, বাটরা, বুড়িয়া ও গুনাকরকাটি জামে মসজিদে এ দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি বাজার জামে মসজিদে দোয়া পরিচালনা করেন হাফেজ মাছুম বিল্লাহ।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু, শহিদুজ্জামান বাবলু, সাবেক মেম্বার রুহুল আমিন, আলহাজ আঃ আজিজ, বাজার বণিক সমিতির সদস্য খালিদ হোসেনসহ মসুল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। বুধহাটা বাজার জামে মসজিদে দোওয়া পরিচালনা করেন মাওঃ ইলিয়াছ।
এসময় লিয়াকত আলি, সুলতান মিস্ত্রী, মানিক, শ্রমিকলীগ সভাপতি হাতেম আলি, যুবলীগ নেতা এজদান আলিসহ আ’লীগ. যুবলীগ, শ্রমিকলীগসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সকল মসজিদে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে এবিএম মোস্তাকিম যাতে আওয়ামীলীগের মনোনীত এমপি প্রার্থী হিসাবে নৌকা প্রতীক পেতে পারেন সেজন্য বিশেষ দোয়া করা হয়।
ওয়েল্ডিং মিস্ত্রী মালামাল নিয়ে পলায়ন
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে ফাইম ওয়েল্ডিং ওয়ার্কসপ এর মিস্ত্রী মালামাল নিয়ে পলায়ন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
ওয়ার্কসপ মালিক মুকুল শিকারী বলেন, শ্রীকলস গ্রামের ইশার আলী গাজীর পুত্র আল মামুন ৪ মাস যাবৎ তার কারখানায় কাজ করে আসছেন। ইতিমধ্যে তিনি ৯ হাজার ৪৫০ টাকা অগ্রিম গ্রহন করেছেন। শনিবার রাতে তিনি খাওয়া দাওয়া শেষে অপর সহকারী জামালনগর গ্রামের আঃ হাকিম ফকিরকে নিয়ে কারখানায় ঘুমিয়েছিলেন। গভীর রাতে ইশার আলি কারখানার দরজায় বাইরে থেকে তালা আটকে ২২/২৩ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হয়। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
শ্রমিকলীগের জরুরী সভা
জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলা শাখার জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সংগঠনের উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি ঢালী মোঃ সামছুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুলের সঞ্চালনায় সভায় কমিটির অন্য সদস্যবৃন্দসহ প্রতাপনগর, আনুলিয়া, বড়দল, কাদাকাটি, কুল্যা, আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১ নভেম্বর বড়দল সেতু উদ্বোধন করা হবে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেতুটি উদ্বোধন করবেন। সভায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে শ্রমিকলীগের পক্ষ থেকে সকল নেতাকর্মী ও সকল ইউনিয়ন কমিটির পক্ষ থেকে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে গমনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন