সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আশাশুনির কয়েকটি খবর (২৯অক্টোবর, ২০১৮ইং)

আশাশুনিতে জাতীয় সেনিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালন

জাতীয় সেনিটেশন মাস অক্টোবর ও বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকাল ৯.৩০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আশাশুনির আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে স্কুলের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে হাত ধোয়ার কলা কৌশল ও নিয়ম সম্পর্কে প্রশিক্ষণ ও ছেলেমেয়ের স্বাস্থ্য সম্মত ভাবে হাত ধোয়ানো হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপ সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) দারুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী। অনুষ্ঠানে সকল সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার আঃ হান্নান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সিডস প্রকল্পের বিভিন্ন সদস্যদের নিয়ে সমাপনী সভা

এনপিএ, এসআরজি গ্রুপস, পিও, ইউপি, লাইভস্টক, ফিসারিজ ও এগ্রিকালচার সেক্টরের সদস্যদের নিয়ে সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা- সাস আশাশুনি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা- সাস এর আয়োজনে সীডস কর্মসূচির আওতায় ২০ জন সদস্যের অংশ গ্রহনে সমাপনী সভা-২০১৮ এ সভাপতিত্ব করেন, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার কাজী বাবর আলি। সভায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা দিপক কুমার মল্লিক, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সাস উপজেলা সমন্বয়কারী মনজিল সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় প্রজেক্টের মেয়াদ শেষে সদস্যদের করনীয়তা সম্পর্কে দিক নির্দেশনা এবং কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ লালন-পালন ও উন্নত চাষাবাদ সম্পর্কে আলোচনা করা হয়।

সাংস্কৃতিক উৎসব ও মেলার প্রস্তুতি সভা

সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান, সিনিঃ মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, কৃষি অফিসার রাজিবুল হাসান, পরিবার পরিকল্পন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সমবায় অফিসার আনছারুল আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, নির্বাচন অফিসার সাইফুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, আরডিও বিশ^জিৎ ঘোষ, দারিদ্র বিমোচন কর্মকর্তা ফিরোজ আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সুপার আলহাজ¦ মাওঃ আবু হাসান, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মঙ্গলবার সকাল ১০ টায় র‌্যালি, র‌্যালি শেষে মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠান সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

কৃষকলীগ কুল্যা ইউপি’র ৮নং ওয়ার্ড কমিটি গঠন

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কুষকলীগের কমিটি গঠন করা হয়েছে। দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
কৃষকলীগ আশাশুনি উপজেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর আঃ আলিমের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মতিলাল, কুল্যা ইউনিয়ন সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মোঃ লিটন আহম্মাদকে সভাপতি, মোঃ হেলাল হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৮নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

খাজরা ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি অনুমোদন

জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলার ০৮ নং খাজরা ইউনিয়ন শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল স্বাক্ষরিত পত্রে জানাগেছে, মোঃ সাইফুল ইসলামকে সভাপতি, সুব্রত কুমার সানাকে সাধারণ সম্পাদক ও অনুপ কুমার সানাকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ০৮ নং খাজরা ইউনিয়ন শ্রমিকলীগ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির মেয়াদ ২ বছর।

বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত

আশাশুনিতে ব্যাপক আনন্দঘন পরিবেশ ও জাকজোমকপূর্ণ ভাবে বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিজয় ফুল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘ক’ ‘খ’ ও ‘গ’ গ্রুপে বিজয় ফুল তৈরি, গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, একক অভিনয় ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘ক’ ও ‘গ’ গ্রুপে চলচিত্র নির্মান এবং দলগত ভাবে দেশাত্মবোধক ও জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রত্যেক গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান নির্বাচন করা হয়। ১ম স্থান অধিকারীদের নিয়ে ২ নভেম্বর জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। অনুষ্ঠানে আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শামসুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, সিনিঃ মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস প্রমুখ উপস্থিত ছিলেন।

গুনাকরকাটিতে শিয়ালের উপদ্রব রক্ষায় মতবিনিময় সভা

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটিতে শিয়ালের উপদ্রব থেকে রক্ষা পেতে মতবিনিময় সভা করা হয়েছে। সোমবার দুপুরে গুনাকরকাটি পশ্চিম পাড়া জামে মসজিদ চত্বরে এ সভার আয়োজন করা হয়।
গুনাকরকাটি গ্রামে শিয়ালের উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শিয়ালের ভয়ে ভোরে ছেলেমেয়েরা মক্তবে পড়তে যাওয়া বন্দ করে দিয়েছে। সন্ধ্যায় প্রাইভেট পড়া আটকে গেছে। দিন-রাত হাঁস-মুরগি, ছাগল শিয়ালে নিয়ে যাচ্ছে। মানুষকেও কামড়ে দিচ্ছে। এমতাবস্থায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গ্রামের বহু মানুষ অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দৈনিক যায়যায়দিন ও কালেরচিত্র প্রতিনিধি সোহরাব হোসেন, তোফায়েল আহমেদ প্রমুখ। সভায় এলাকার ভুক্তভোগি মানুষের মতামতের ভিত্তিতে এলাকাবাসী নিজ উদ্যোগে অপ্রয়োজনীয় জঞ্জাল পরিস্কার করবে, ‘বাবুর বাগান’ ও ‘কলুর বাগান’ নামে এলাকার বৃহত্তর বাগান দু’টি সরকারি সহযোগিতায় পরিস্কার করা, কিছু বাগানে রাতের বেলা বাঁজি ফুটিয়ে শিয়ালকে ভয় প্রদর্শন, সরকারি উদ্যোগে ক্ষুধা জর্জরিত শিয়ালদের খাদ্যের ব্যবস্থা করাÑ যাতে শিয়ালের উপদ্রব কমে এবং বন বিভাগের উদ্যোগে শিয়ালদের নিরাপদ স্থানে স্থানান্তর করার ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহবান জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

চাম্পাফুলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ইউএসএআইডির ডেভেলপমেন্ট ফুড এইচ প্রকল্প নবযাত্রার আয়োজনে চাম্পাফুল কৃষানী সবীতা সরদারের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
তরুন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মনোরঞ্জন সরকার। বিশেষ অতিথি ছিলেন নবযাত্রা টেকনিক্যালস অফিসার এ কে এম সুলাইমান বাদশা, কে এম মুজিবুল আলম, সাতক্ষীরা শীড হাউজ মালিক শেখ মুকুলার রহমান, আশরাফুল আলম, সাংবাদিক মনিরুজ্জামান মনি, সোহাগ হোসেন, নবযাত্রা প্রকল্প কর্মকর্তা দেবাশীষ হালদার, উত্তরা রায়, দেবাশীষ মন্ডল, সফল চাষী সবিতা সরদার প্রমুখ। আলোচকরা সবিতা সরদারের বস্তায় শীতকালীন সবজী চাষ করে ব্যাপক সফলতা অর্জন করায় তাকে নবযাত্রার পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি কৃষি কর্মকর্তাকে সফলতার চিত্র কৃষি মন্ত্রনালয়ে তুলে ধরে তাকে সরকারীভাবে সাহার্য্য করার আহ্বান জানান। এ সময় নবযাত্রা প্রকল্প থেকে শাকসবজীর উপরে প্রশীক্ষন প্রাপ্ত সহস্রাধিক কৃষানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাহাঙ্গীর আলম।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ