রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনিতে ৬টি শিয়াল নির্মমভাবে পিটিয়ে হত্যা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ

আশাশুনি উপজেলার কুল্যা ই্উনিয়নের গুনাকরকাটি গ্রামে শেয়ালের উপদ্রব থেকে রক্ষা পেতে শিয়াল নিধনের ঘটনায় প্রশাসন দ্রুত পদেক্ষপ গ্রহন করেছে।
ফলে এলাকার মানুষের মধ্যে বণ্যপ্রাণি নিধনের বিরুদ্ধে সচেতনতার সৃষ্টি হয়েছে।
গুনাকরকাটি গ্রামে বেশ কিছুদিন যাবৎ শেয়ালের ব্যাপক উপদ্রব দেখা দেয়।
রেজাউল করিমের স্ত্রী নাছিমাকে সন্ধ্যায় ঘরের বারান্দায় শুয়ে থাকা অবস্থায় শিয়ালে কামড়ে দিলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কাশেম গাজীর স্ত্রীকে ৫টি শিয়ালে তাড়া করলে অজ্ঞান হয়ে যায়। সকালে ও বিকালে ছেলেমেয়েরা মক্তবে পবিত্র কোরআর পরড়ে যাওয়া ও স্কুলে যাতয়াতের পথে শিয়ালের তাড়া থেয়ে ভীত সন্ত্রস্থ হয়ে পড়ে। এছাড়া গ্রামের বহু হাঁস-মুরগি ও ছাগল শিয়াল ধরে নিয়ে গেছে। মৎস্য ঘেরের মাছ রাতে শিয়াল ধরে ধরে খেয়ে ফেলছে। এতে গ্রামের মানুষের মধ্যে চরম ভীতিকর অবস্থার সৃষ্ঠি হলে গ্রামবাসী মিলে শেয়াল ধরা ও তাড়ানোর জন্য পরিকল্পনা করে।
এমনই সিদ্ধান্তের প্রেক্ষিতে মঙ্গলবার গ্রামবাসী একত্রিত গয়ে শেয়াল তাড়ানোর সংগ্রামে নেমে পড়ে। এসময় উৎসুব ও বিক্ষুব্ধ জনতার হাতে ৬টি শিয়াল মারা পড়ে। বন্যপ্রাণি হত্যার বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার মাফফার তাসনীন তাৎক্ষণি ভাবে বিষয়কি খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দিলে পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেন এবং বিকালে বনবিভাগ খুলনা অঞ্চলের একটি প্রতিনিধি দল ঘটনাস্থানে আসেন। এসময় গ্রামবাসী লিখিত ভাবে জানান, তারা আইন সম্পর্কে কিছুই জানেননা, ভুল বশত ছেলেমেয়েরা কয়েকটি শিয়াল মেরে ফেলেছে। এজন্য তারা দুঃখিত ও মর্মাহত। ভবিষ্যদে তারা বিষয়টি গুরুত্বসহকারে মেনে চলবেন বলে অঙ্গীকার করেন। কর্মকর্তারা গুনাকরকাটি বাজারে উপস্থিত শত শত মানুষকে বন্য প্রাণি আইন সম্পর্কে বিস্তারিত অবহিত করেন এবং ভবিষ্যতে পশু বা বন্যপ্রাণি মারা হলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া কিংবা আইনের আওতায় আনা হবে বলে ঘোষণা দেন। উপস্থিত সকলে বিষয়টি গুরুত্ব সহকারে মেনে চলবেন বলে অঙ্গীকার করেন।

গাঁজাসহ গ্রেফতার- ১

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথের নির্দেশনা মোতাবেক পিএসআই আঃ রাজ্জাক, এএসআই মাহাবুব হাসান, এএসআই ফেরদৌস কবির অভিযান চালিয়ে কাদাকাটি গ্রামের নজরুল ইসলাম সরদারের পুত্র নাজমুল ওরফে রিপন সরদারকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা ১২(১০)১৮ রুজু করা হয়েছে।

দেশী অস্ত্রসহ গ্রেফতার- ১

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে দেশী অস্ত্রসহ ১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই (নিঃ) আকরাম হোসেন জমাদ্দার, এএসআই (নিঃ) কবির হোসেন অভিযান চালিয়ে ন্যাকড়াখালী বিলের মধ্য হতে দেশীয় অস্ত্র তরবারী (রামদা) ও ছ্যান দাসহ হাজীপুর গ্রামের আঃ মাজেদ গাজীর পুত্র ইমদাদুল গাজীকে (২২) গ্রেফতার করেন। এব্যাপারে আশাশুনি থানায় অস্ত্র আইনে ১০(১০)১৮ নং মামলা রুজু করা হয়েছে।

সরকারের উন্নয়ন প্রচারে সভা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে সাবেক স্বাস্থ্যমন্ত্রনী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির পক্ষে সরকারের উন্নয়ন তুলে ধরে প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চেউটিয়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
খাজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রাম পদ সানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি।
প্রধান বক্তা ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক জি এম মঞ্জুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুগ্ম সম্পাদক বিকাশ মন্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শোভনালী ইউনিয়ন সভাপতি আঃ সালাম পাড়, ছাত্রলীগ সাবেক সভাপতি রোকনুজ্জামান, সাইফুল ইসলাম। সভায় উপজেলা উপদেষ্টা কন্ট্রাক্টর নজরুল ইসলাম, জি এম আজিজ, হাসমত ঢালী, সমীরণ কুমার বাইন, সাইদুল ইসলাম, দীলিপ মন্ডল, হিমাশীষ মন্ডল, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারী বিধান মন্ডল। সার্বিক সহযোগিতায় ছিলেন শামিম রেজা ও বিল্লাল হোসেন। বক্তাগণ আওয়ামীলীগ সরকারে বিগত দিনের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে এই ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। সাথে সাথে জামাত-বিএনপির নৈরাজ্য, জালাও পোড়াও কর্মকান্ডের বর্ণনা দিয়ে সতর্কতার সাথে তাদেরকে প্রতিগত করতে মাঠে থাকতে আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ