বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আশাশুনিতে ৫’শ পরিবারে শীতবস্ত্র বিতরণ

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা আশাশুনির সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার দুপুরে আশাশুনির খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক সনত কুমার সানা প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তার সংগঠনের সদস্য ৪শ’৮৫ টি পরিবারের অসহায়-গরীব শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ১টি কম্বল, ১টি বালতি ও ১টি করে জগ বিতরণ করেন।

অসহায় শীতার্থ মানুষেরা শীতবস্ত্র কম্বলসহ জগ ও বালতি পেয়ে তাদের মাঝে উচ্ছাস লক্ষ্য করা গেছে। অসহায় গরীব শীতার্থ মানুষেরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সফলতা কামনা করেন।
এসময় সংগঠনের সদস্য সন্ধ্যা গোলদার, সুমিতা, সুকোলকি গাইন ও তাপস মন্ডল জানান, আমরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সদস্য হওয়ায় আমরা এই সংগঠনের সহযোগিতায় প্রশিক্ষণ ও ঋণ নিয়ে আজ সংসারের অভাব দুর করে স্বাবলম্বী হয়েছি।

সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডর নির্বাহী পরিচালক সনত কুমার সানা জানান- আমি একজন গরীব ঘরের সন্তান। এস.এস.সির গন্ডি পেরুতে পারিনি। বেকারত্বের অভিশাপ নিয়ে যখন হতাশার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছিলাম। তখন আমার গ্রামের অসহায় হতদরিদ্র মানুষদের সংগঠিত করে তাদেরকে সঞ্চয়ী মনোভাব তৈরী করে ১০ টাকা ও ২০ টাকা হারে সঞ্চয় করে আজ প্রায় ৫ শতাধিক অসহায় হতদরিদ্র মানুষকে আমার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সদস্যভূক্ত করেছি।

এ সংগঠনটি অসহায় মানুষদের আর্থিক উন্নয়ন করে তাদের ভাগ্যোন্নয়নে কাজ করছে। এটি অমুনাফাভিত্তিক এক ধরনের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। উন্নয়নের আর্থ-সামাজিক নানা কার্যক্রমসহ পরামর্শ সেবা, আইনি সহায়তা ও ত্রাণ তৎপরতা। সমাজ কল্যাণে ও উন্নয়ন কর্মকান্ডে সরকারি তৎপরতার পাশাপাশি বেসরকারি উদ্যোগে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বৈদেশিক সহায্য ও ঋণ ছাড়াই নিজেদের সঞ্চয় দিয়ে দারিদ্র দূরীকরণ ও পল্লী উন্নয়ন ও অবকাঠামোগত সংস্কার ইত্যাদি সমষ্টিগত বিষয় সমন্বয় করে কৃষি, পল্লী উন্নয়ন, সামগ্রিক প্রবৃদ্ধি ও বিকাশের সর্বজনীন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাচ্ছে। এ সংগঠনটি সরকারি ও বেসরকারি দাতা সংস্থার সহযোগিতা পেলে আশাশুনির খাজরা ইউনিয়নসহ এর আশপাশের ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র মানুষদের সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করতে পারবো। এসময় বীর মুক্তিযোদ্ধা তুষার কান্তি সানাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ