আরো খবর...
আশাশুনিতে ভেড়ীবাঁধ ভেঙ্গে ৫ গ্রাম প্লাবিত॥ হাজারো ঘের-বাড়ি জলমগ্ন
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের থানাঘাটা পাউবো’র ভেড়ী বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ৭০০ মৎস্য ঘের ভেসে গেছে এবং ৪০০ ঘরবাড়ি জলমগ্ন হয়েছে।
শ্রীউলা ইউনিয়নের থানাঘাটা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের দীর্ঘদিনের জরাজীর্ণ ভেড়ী বাঁধ রবিবার দুপুর ১ টার দিকে জোয়ারের পানির চাপে ভেঙ্গে যায়।
মুহুর্তের মধ্যে বাঁধটি ভাঙ্গতে ভাঙ্গতে ৮০/৯০ ফুট মত চওড়া হয়ে যায়।
প্রচন্ড গতির পানি ভিতরে ঢুকে একে একে থানাঘাটা, বকচর, মাড়িয়ালা, বিল বকচর ও নাকতাড়া গ্রামের ৩/৪ শত ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়ে যায়। এসব এলাকার বিলের ৬/৭ শত চিংড়ী মাছের ঘের ভেসে যায়। হঠাৎ পানির তোপের মুুখে এলাকার অনেক মানুষ তাদের সহায়-সম্বল উদ্ধার করতে পারেনি। ফলে কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে এবং ঘরবাড়ি নিমজ্জিত হওয়ায় যেকোন সময় ভাংতে শুরু করতে পারে।
ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল এ রিপোর্ট লেখা (বিকেল ৫টা) পর্যন্ত উপরোক্ত তথ্যের সত্যতা স্বীকার করে বলেন- এখন ভাটা চলছে। সহ্রসাধিক মানুষ কাজে লাগিয়ে তিন শতাধিক বাঁশ ব্যবহার করে প্রাথমিক ভাবে বাঁধ রক্ষার কাজ করা হচ্ছে। বাঁশ গেড়ে (পুতে) ও বস্তায় মাটি/বালি ভরে ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে। দ্রুত সরকারি ভাবে সহায়তা না দিলে বাঁধ রক্ষা ও এলাকার হাজার হাজার মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবেনা।
উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন বলেন- বাঁধ ভেঙ্গে মৎস্য ঘের প্লাবিত ও ৩ শতাধিক ঘরবাড়ি নিমজ্জিত হয়েছে, তবে এখনো ঘরবাড়ি ভাঙ্গেনি। বাঁধ রক্ষায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে কাজ চলছে। আশা করছি পানি ঢোকা বন্ধ করা যাবে। ডিসি স্যারকে বিষয়টি অবহিত করা হয়েছে, সহযোগিতার আবেদন করা হয়েছে। দ্রুত সহযোগিতা পাওয়া যাবে।
চাউল বিতরণ
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়র পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রম শুরু হয়।
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সরকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চাউল বিতরণের জন্য চাউল বরাদ্দ দিয়েছেন। বুধহাটা ইউনিয়নে ৫ হাজার ৯৫০ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক। রবিবার ৩ ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ করা হয়। এসময় ট্যাগ অফিসার উ-সহকারী কৃষি অফিসার রেজওয়ানুল কবির চৌধুরী, ইউপি সচিব মাহবুবর রহমান, সকল ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক যুব দিবস পালন
আশাশুনিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। অন্যদের মধ্যে আলোচনা রাখেন, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অফিসের সিএন আহমেদ তাহমিদ হোসেন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “সেফ স্পেসেস ফর ইয়ুথ”।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভা
আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষকলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সন্তান কমান্ডের আহবায়ক স ম সেলিম রেজা সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ হান্নান। বিশেষ অতিথি ছিলেন কৃষকলীগের সেক্রেটারী মতিলাল সরকার। এম এম সাহেব আলির সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক এস এম শরিফুজ্জামান শরীফ, সদস্য খায়রুল ইসলাম, জি এম বাবুল রেজা প্রমুখ আলোচনা রাখেন। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।
ইয়াবাসহ আটক ১
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার দেবনাথের নেতৃত্বে এসআই সঞ্জীব সমাদ্দার সঙ্গীয় অফিসার এসআই বিশ^জিৎ কুমার অধিকারী, এসআই প্রদীপ কুমার সানা ও এএসআই কবির হোসেন অভিযান চালিয়ে কাপসন্ডা গ্রামের সৈয়দ আলি মোড়লের পুত্র আছাদুল ইসলামকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২১ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৬(৮)১৮ নং মামলা রুজু করা হয়েছে। মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরন করা হয়েছে।
গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শন
আশাশুনি উপজেলার কাদাকাটিতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা সৃষ্টিমূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার কাদাকাটি দঃ কালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন এবং ইউরোপিয় ইউনিয়ন ও ইউএনডিপি আর্থিক ও কারিগরি সহযোগিতায়, বাংলাদেশে গ্রাম আদালত স্বক্রীয়করণ (২য় পর্যায়) প্রকল্প কতৃক বাস্তবায়িত কার্যক্রমের মাধ্যমে সকল শ্রেণি পেশার মানুষ গ্রাম আদালত সম্পর্কে সুষ্ঠু ধারনা লাভ করছে। বর্তমান সরকার আদালতের মাধ্যমে স্বল্প সময়ে ও স্বল্প খরচে ৫ জন বিচারকমন্ডলীর মাধ্যমে গ্রামাঞ্চলীয় ছোটখাট দ্বন্দ্ব বিরোধ যাহা ৭৫ হাজার টাকা ইকতিয়ারভুক্ত সঠিক বিচারের মাধ্যমে নিস্পত্তি করছেন। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রদর্শণীর শুভ উদ্বোধন করেন কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার দিপ। আদালত সহকারী মহেশ চন্দ্র মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা মেম্বার শাশ^তী রানী সরকার।
শোক দিবসের র্যালি ও আলোচনা সভা
আশশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বসুখালী যুব কমিটি বসুখালী কৃষি উন্নয়ন সমবায়ের উদ্যাগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রথমে বসুখালী মাদ্রাসার সামনে শোক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা চত্বরে গিয়ে শেষ হয়। সমিতির সভাপতি সাংবাদিক গাজী ফারহাদের সভাপতিত্বে ও বসুখালী মাদ্রাসার শিক্ষক মাওঃ জিয়াউর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক প্রাক্তন চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা কৃষকলীগের সভাপতি স ম সেলিম রেজ সেলিমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মতিলাল সরকার, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক গাজী আরিফ, শোভনালী আ’লীগের প্রচার সম্পাদক ও ইউপি সদস্য ফারুক হোসেন, শোভনালী কৃষক লীগের সভাপতি ডাঃ আক্কাজ আলী ও ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম। অন্যদের মধ্যে প্রাক্তন ইউপি সদস্য আলী হায়দার, শাহবাজ হোসেন, বসুখালী মাদ্রাসার সুপার মাওঃ জাহাঙ্গীর হোসেন, সমিতির সভাপতি আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান, আ’লীগ নেতা মুনসুর গাজী, শিক্ষক আবু-সাইদ, মাওঃ মোস্তাফিজুর রহমান, যুব কমিটর সম্পাদক ইনামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মহাসিন হোসেন, দপ্তর সম্পাদক সাগর হোসেন, সমাজ কল্যান সম্পাদক হাফেজ আব্দুল্লাহ, শিক্ষা সম্পাদক নূর-হোসেন, অফিস সম্পাদক তাওহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন