বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনিতে নিরাপদ সড়ক দিবস পালিত

আশাশুনি উপজেলার বুধহাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“নিরাপদ সড়ক চাই, নিরাপদে থাকতে চাই” শ্লোগানকে সামনে রেখে সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসা, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল, বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা এবং বুধহাটা এন এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে বুধহাটা বাসষ্ট্যান্ড সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন।

শিক্ষক খান মো. সালামত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার সামছুন্নাহার, বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, অধ্যক্ষ নুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী, আবু সেলিম, মাছরুরা খাতুন, একাডেমি সুপার ভাইজার হাসানুজ্জামান, সুপার মাও. আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।
এসময় সরকারী কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষপানে প্রতিবন্ধী মেয়ে ও মায়ের মৃত্যু

আশাশুনি উপজেলার বড়দলে বিষ পানে ৭ বছরের প্রতিবন্ধী মেয়ে ও তার মায়ের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে।
জানা গেছে, গোয়ালডাঙ্গা বাজারের তরকারী ব্যবসায়ী উত্তম মন্ডল প্রতিদিনের ন্যায় সকালে বাজারে জন্য বাড়ি থেকে চলে যায়। ঘটনার সময় উত্তম মন্ডলের বড় মেয়ে তন্দ্রা পাশ্ববর্তী পিশির বাড়ি থেকে সকাল ৯টার দিকে বাড়িতে ফিরে দেখে তার মা শান্তি রানী মন্ডল (৩৫) এবং প্রতিবন্ধী ছোট বোন তমালিকা (৭) বমি করছে। তাদের মুখ দিয়ে সাদা ফ্যানাও বের হচ্ছিলো জানান তন্দ্রা।
এসময় তন্দ্রার চিৎকারে আশাপাশের লোকজন ছুটে এসে স্থানীয় গ্রাম ডাক্তারকে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এদিন বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থান পরিদর্শন করেন।
থানা পুলিশের পক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের প্রস্তুতি চলছিলো বলে জানাগেছে। তবে তাদেও আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি।

আড়ং মেলা অনুষ্ঠিত

আতশবাজির আলোর ঝলকানিতে আর ঢাক ঢোল কাসার ঝাঝরের বাজনার তালে তালে উৎসবমূখর পরিবেশে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতন মাঠে শারদীয়া দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে বিশাল আড়ং মেলা অনুষ্ঠিত হয়েছে।
কাদাকাটি ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় সোমবার সন্ধ্যায় হাজার হাজার ভক্ত ও দর্শণার্থীর উপস্থিতিতে এ আড়ং মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম।
সাংবাদিক অসীম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল,কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, বড়দল ইউপি চেয়ারম্যান আ. আলিম মোল্যা, পুজা উদযাপন পরিষদ সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্য। এসময় মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় ১১ টি শারদীয়া দুর্গা প্রতিমা উপস্থিত করা হয়।
বাদ্যযন্ত্রের ঝংকার, রং বেরঙের আঁতশবাজির ঝলকানিতে দর্শণীয় হয়ে ওঠে আড়ং মেলা।
সবশেষে রাত ১০টার দিকে পার্শ্ববর্তী নদীতে প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়

কাকড়াবুনিয়া সবুজ সংঘ উদ্বোধন

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কাকড়াবুনিয়া সবুজ সংঘের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে সবুজ সংঘ মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ণিল সাজে সজ্জিত মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীউলা ইউপি’র বারবার নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা সাকিল।
সবুজ সংঘের সভাপতি হাসানুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক জি এম আল-ফারুক, ইউপি সদস্য ওলিউর রহমান, সাবেক মেম্বার কামরুল হুদা মিলন, প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা মাসুম বিল্লাহ, উপদেষ্টা সদস্য আলহাজ¦ প্রফেসর আঃ জব্বার, আঃ আজিজ সরদার, আঃ সালেক সরদার, শিক্ষক আবু সাইদ, সবুজ সংঘের সহ-সভাপতি শাহিন আলম, কবির হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রমজান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলি, কৃষকলীগ সভাপতি সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদসহ বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ, ক্লাবের সকল পর্যায়ের সদস্য ও কর্মকর্তা ও সুধীজন। প্রধান অতিথি পরে নাম ফলক উন্মোচনের মাধ্যকে সবুজ সংঘের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

কাদাকাটি ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠন

জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলার ১১ নং কাদাকাটি ইউনিয়ন শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল স্বাক্ষরিত পত্রে জানাগেছে, মোঃ আঃ মজিদ সরদারকে সভাপতি, মোঃ আঃ সালাম গাজীকে সহ-সভাপতি, ডাঃ এস এম আঃ সবুরকে সাধারণ সম্পাদক ও মোঃ আঃ জলিলকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ১১ নং কাদাকাটি ইউনিয়ন শ্রমিকলীগ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির মেয়াদ ২ বছর।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ