আরো খবর...
আশাশুনিতে চাঁদা না দেয়ায় প্রধান শিক্ষক লাঞ্ছিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চাঁদা না দেয়ায় প্রধান শিক্ষক বাবু বিকাশ রঞ্জন মৃধা কে লাঞ্চিত অপমানিত করার খবর পাওয়া গেছে। প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলে হামলা।
বুধবার বিদ্যালয় চলাকালে স্থানীয় রহিম সানার পুত্র শহিদুল ইসলাম, রজব আলী ঢালীর পুত্র হযরত আলী, অহেদ আলীর পুত্র রিয়াছাত আলী, দরবার আলীর পুত্র মিজানুর ও আমিনুর, শাহ আলমসহ একটি সংঘবদ্ধ দল অত্র বিদ্যালয় অফিস কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষকের কাছে চাঁদার টাকা দাবি করেন।
তিনি চাঁদার টাকা না দেওয়ায়। তাকে অকথ্যভাষায় গালিগালাজ করে লাঞ্ছিত অপমানিত করেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক বিদ্যালয়র ম্যানেজিং কমিটির সভাপতি সোহরাব হোসেন এর নিকট মুঠোফোনে জানালে তিনি বলেন আগামীকাল স্কুলে এসে বিষয়টি সমাধানের চেষ্টা করবো। গতকাল বেলা ১১টার দিকে প্রধান শিক্ষক কে লাঞ্চিত করার প্রতিবাদে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি গ্রামের প্রধান রাস্তা দিয়া চলতে থাকলে উলেক্ষিত অভিযুক্ত ব্যক্তিদ্ব সংঘবদ্ধভাবে মিছিলে অতর্কিত হামলা চালিয়ে কয়কজন শিক্ষার্থীকে আহত করে এবং ছাত্রীদের ওড়না কেড়ে নিয়ে উল্লাস করে। মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়ায়। তৎক্ষনে ঐ রাস্তা দিয়ে উক্ত বিদ্যালয় যাওয়ার পথে অত্র বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি সোহরাব হোসেন এবং তার সঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের উপর উল্লেখিত ব্যক্তিগণ অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পুনরায় বিদ্যালয়ে এসে দূষকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
তৎপর সকলে বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিষয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখফারা তাছনীম ও মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহকে মুঠোফোনে অবহিত করলে।
আশাশুনি সাব ইন্সপেক্টর ইসমাইল ও এসআই কবির ঘটনা স্থানে এসে পরিস্থিতি শান্ত রাখা ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন। এহেন পরিস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর ৭২তম জন্ম দিবস পালন
জাতির জনক বন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্ম দিবস উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে।
প্রথমে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে জন্মদিনের কেক কেটে জন্ম দিবসের শুভ সূচনা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণিল কর্মকান্ড এবং বর্ণাঢ্য জীবনি তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম।
ছাত্রলীগ সভাপতি আসমাউল হোসাইনের সঞ্চালনায়ূ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আ. সামাদ বাচ্চু, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বুদ্ধদেব সরকার, কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, সেক্রেটারী মতিলাল সরকার, আ.লীগ সদস্য মেম্বার আলমগীর হোসেন আঙ্গুর।
সভায় যুবলীগ নেতা সাংবাদিক এম এম সাহেব আলি, আনিছুর রহমান বাবলা, উপজেলা ছাত্রলীগ সেক্রেটারী সৌরভ রায়হান সাদ, সরকারি কলেজ ছাত্রলীগ সেক্রেটারী তানভীর রহমান রাজ, ছাত্রনেতা আলামিন, তারিক, তাজ, শাহারুল, নাহিদ রানা বাবু, মিলন, জহুরুল, শাওন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
হেপাটাইটিস-বি ভ্যাকসিন ২ অক্টোবর
আশাশুনি প্রেসক্লাবে আগামী ২ অক্টোবর হেপাটাইটিস-বি ভাইরাস (জন্ডিস) ভ্যাকসিন প্রদান করা হবে। প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক পরিবারের সদস্যদের এদিন ভ্যাকসিন দেয়া হবে।
আল-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন স্বল্প মূল্যে সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সকল সদস্যকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২ অক্টোবর বেলা ১১ টা থেকে এই ভ্যাকসিন দেওয়া হবে।
আগ্রহীদের প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক জি এম আল-ফারুক এবং আল-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিনিধির সাথে (০১৭১০৫৭২০২৬) যোগাযোগ করতে হবে।
কাঁকড়া চাষীদের নিয়ে প্রশিক্ষণ
আশাশুনি উপজেলা সদরে কাঁকড়ার মূল্য নির্ধারণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শ্রক্রবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
লিলিয়েন ফন্ডস এর অর্থায়নে, ডিআরআরএ’র সহযোগিতায় আইডিয়ালের বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, আইডিয়ালের প্রাইড প্রকল্পের ম্যানেজার এস এম মিজানুর রহমান।
সহযোগিতা করেন প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড় ও এফএফ দেবাশীষ চক্রবর্তী। সদর ইউনিয়নের জীবিকা প্রকল্পের উপকারভোগিদের ৩টি গ্রুপে বিভক্ত করে প্রতি গ্রুপে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা বিনাসুদে ঋণ প্রদান করা হয়।
এ ঋণ নিয়ে তারা কাঁকড়া চাষের মাধ্যমে জীবিকায়নে সম্পৃক্ত হয়েছে। তাদের ২০ জনকে নিয়ে কাঁকড়ার মূল্য নির্ধারণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন