আরো খবর...
আশাশুনিতে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে মাইকিং
“অল্প সময়ে সল্প খরচে, সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে” এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন ২য় পর্যায় প্রকল্পের আওতায় বাস্তবায়নকারী সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ৯টায় গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে মাইাকং কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার।
গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিমূলক পোষ্টার ও প্লাকার্ডে সজ্জিত ভ্যানটি প্রকল্পের আশাশুনি উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফার নেতৃত্বে এবং গ্রাম আদালত সহকারী মহেশ চন্দ্র মন্ডলের সার্বিক সহযোগিতায় সারা ইউনিয়নব্যাপি মাইক যোগে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে ব্যাপক প্রচার প্রচারনা চালান।
উল্লেখ্য, গ্রাম আদালতে পঁচাত্তর হাজার টাকা মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারী বিরোধ নিষ্পত্তি করা হয়।
এক্ষেত্রে ফৌজদারী মামলার জন্য মাত্র ১০ টাকা ফিস এবং দেওয়ানী মামলার জন্য মাত্র ২০ টাকা ফিস দিতে হয়। এছাড়া আর তেমন কোন খরচ নেই। গ্রাম আদালতে কোন উকিলের দরকার হয় না। আবেদনকারী কর্তৃক মনোনীত ২ জন প্রতিনিধি (একজন ইউপি সদস্য ও একজন স্থানীয় গন্যমান্য ব্যাক্তি) একই ভাবে প্রতিবাদীও ২ জন প্রতিনিধি মনোনয়ন করবে, এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই হবেন গ্রাম আদালতের বিচারক। এভাবে ৫ জন বিচারকের সমন্বয়ে একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয় বলে, গ্রাম আদালতে ন্যায় বিচার অবশ্যই সম্ভব।
এজন্য ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার ইউনিয়নের সকল জনসাধারনকে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত পঁচাত্তর হাজার টাকা মুল্যমানের দেওয়ানী ও ফৌজদারী মামলার জন্য থানা কিংবা উচ্চ আদালতে না গিয়ে সুষ্ট সমাধানের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আসার আহ্বান জানান। একই দিনে উপজেলার বড়দল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলীম মোল্যার উদ্যোগে এবং ভিসিএ ধনঞ্জয় মন্ডলের সঞ্চালনায় মাইক যোগে এলাকায় গ্রাম আদালতের ব্যাপক প্রচার প্রচারনা চালানো হয়।
মহিষাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের কাটিপাড়া জয়ী
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা ফুটবল মাঠে মঙ্গলবার বিকেলে ১৬দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে।
মহিষাডাঙ্গা বলাকা যুব সংঘের আয়োজনে খেলায় সাতক্ষীরার গোয়ালপোতা ফুটবল একাদশ ও পাইকগাছা উপজেলার কাটিপাড়া ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। মনোমুগ্ধকর এই খেলাটিতে কাটিপাড়া ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে গোয়ালপোতা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। হাজারও দর্শকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আকর্ষনীয় এই খেলাটি উপভোগ করেন খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু। বিশিষ্ট সমাজসেবক সূর্যকান্তের সভাপতিত্বে এ সময় আওয়ামীলীগ নেতা প্রভাষক হিরুলাল বিশ্বাস, মেম্বার মোড়ল শামছুর রহমান, আলাউদ্দীন গাজী, সমাজসেবক মৃনাল কান্তি সরকার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও মহিষাডাঙ্গা বলাকা যুব সংঘের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মনোমুগ্ধকর খেলাটি পরিচালনা করেন বরুন কুমার সানা, বাবলুর রহমান ও শিমুল হোসেন। দর্শক নন্দিত খেলাটির ধারাভাষ্যে ছিলেন চিত্তরঞ্জন বিশ্বাস ও দিলীপ গাইন ।
বুধহাটায় শ্রমিকলীগের আলোচনা সভা
আশাশুনি উপজেলার বুধহাটায় ১২ অক্টোবর জাতীয় শ্রমিক দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বুধহাটা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি হাতেম আলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, নব গঠিত উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপসিন্থত ছিলেন উপজেলা সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, উপজেলা তাঁতীলীগ সভাপতি এম এম সেলিম রেজা, যুবলীগ নেতা এজদান আলী, শ্রমিকলীগ সাবেক সাধারণ সম্পাদক আঃ সামাদ, আঃ আজিজ, আমিরুল ইসলাম, নমিজ উদ্দিন সরদার, কামরুল ইসলাম, মইনুল ইসলাম, তুহিন আহমেদ, রুবেল হোসেন, মোজাম গাজী, আবুল কালামসহ শ্রমিকলীগ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আশাশুনি নব-গঠিত কমিটি অনুমোদন দেওয়ায় জেলা কমিটির সভাপতি, সেক্রেটারীকে বুধহাটা ইউনিয়ন কমিটি নেতৃবৃন্দ অভিনন্দন জ্ঞাপন করেছেন।
বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের সভা
সোহরাব হোসেন বিশেষ প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বড়দল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আ’লীগ সভাপতি সুরঞ্জন ঢালীর সভাপতিত্বে সভায় ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা, তরুন কান্তি সানা, আঃ রহমান ফকির, রশিদ মেম্বার, শফিকুল ইসলাম, সুব্রত মাষ্ট্রা, রনজিৎ মিস্ত্রী, লিয়াকত আলি, আমজাদ হোসেন, শফিকুল ইসলাম, মাস্টার সুখেন্দু, রফিকুল ইসলাম ও আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে উঠান বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আশাশুনিতে হাতবোমা সহ আটক-৬
আশাশুনিতে নাশকতার পরিকল্পনা কালে হাতবোমা সহ ৬ আসামীকে আটক করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নের্তৃত্বে সোমবার রাতে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনাকালে সোমবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। এসআই শেখ নাজিবুর রহমান, এসআই প্রদীপ কুমার সানা, এসআই মনজুরুল হাসান, এসআই নয়ন কুমার চৌধুরী, এসআই হাসানুজ্জামান, এসআই ইসমাইল হোসেন, এসআই সঞ্জীব সমদ্দার, পিএসআই আঃ রাজ্জাক, এএসআই কবির হোসেন, এএসআই ফেরদৌস কবির, এএসআই মাহাবুব হাসান, এএসআই আলমগীর হোসেন, এএসআই শাহ জামাল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় রাত ৩ টার দিকে উপজেলার কুল্যা পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে হতে সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসাবে নাশকতার পরিকল্পনা কালে বুধহাটা গ্রামের মৃত আদেক আলী সরদারের পুত্র তারিকুল ইসলাম (৪০), মৃত সুলতান মোল্যার পুত্র ইউনুস আলী মোল্যা (৪৬), হাজিডাঙ্গা গ্রামের ছদর উদ্দীনের পুত্র মোজাফফর হোসেন (৩৫), খরিয়াটি গ্রামের আঃ ছাত্তার গাজীর পুত্র গাজী নুর ইসলাম (৪৯), গোয়ালডাঙ্গা গ্রামের সামছুর শিকারীর পুত্র বকুল শিকারী, সরাপপুর গ্রামের মৃত আয়েজ উদ্দীন সরদারের পুত্র মোস্তাফিজুর রহমান ওরফে রিংকু সরদার (৪৫) কে ২টি অবিস্ফোরিত তাজা হাতবোমা সহ হাতেনাতে গ্রেফতার করেন। এসময় অন্যান্য আসামীরা রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত আসামীদের বিরুদ্ধে আশাশুনি থানায় নাশকতা মামলা নং-০৪(১০)১৮ রুজু করে চালান মোতাবেক মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন