রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনিতে অভিজ্ঞতা বিনিমিয় ও সমাপনী সভা

আশাশুনিতে অভিজ্ঞতা বিনিমিয় ও সমাপনী সভা- ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সীডস প্রকল্প অফিসে (সাস) এ সভা অনুষ্ঠিত হয়।
স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনি. সহকারী উপজেলা শিক্ষা অফিসার আ. রকিব।
বিশেষ অতিথি ছিলেন- সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহাজাহান আলি, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান। প্রোগ্রাম অফিসার (শিক্ষা ও কিশোরী ক্ষমতায়ন) প্রভাস কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় সাস উপজেলা সমন্বয়কারী মনজিল সুলতানা ও ফিল্ড ফ্যাসিলেটেটরবৃন্দ উপস্থিত উপস্থিত ছিলেন।
উপজেলার ১০টি স্কুলের প্রধান শিক্ষক, ৫টি স্কুলের এসএমসি সভাপতি, ব্রীজ স্কুলের শিক্ষিকা ও সংলাপ এনিমেটরবৃন্দের অংশ গ্রহনে সভায় বিগত দিনে উল্লেখিত স্কুল সমুহে প্রকল্পের অধীনে কার্যক্রম, সহায়তা ও কার্যক্রমের সফলতা তুলে ধরে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

কর্মকর্তাদের মতবিনিময়

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় নির্বাচন অফিসার সাইফুর রহমান, সিনি. উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ রাজিবুল হাসান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, সমবায় অফিসার জি এন আনছারুল আজাদ, শিক্ষা অফিসার মোসাঃ শামসুন নাহার, বিআরডিবি অফিসার বিশ^জিৎ ঘোষ, দারিদ্র বিমোচন কর্মকর্তা ফিরোজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শোভনালী ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকালে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলমের সভাপতিত্বে হাজী জালাল উদ্দিন কলেজে অনষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় প্রভাষক শাহাদাৎ হোসেন টিটলকে সভাপতি, মৃনাল কান্তি মন্ডলকে সাধারণ সম্পাদক ও মানিক চন্দ্র বাছাড়কে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট শোভনালী ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
কমিটির মেয়াদ ২ বছর।

বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সভা

আশাশুনি উপজেলার বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি এস এম আমির হামজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের পৃষ্ঠপোষক বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান। সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক হাসান ইকবাল মামুন, অর্থ সম্পাদক বিকাশ চন্দ্র বাছাড়, গোলাম মোস্তফা, আবু হেনা কামরুজ্জামান, জ¦লেমিন হোসেন, শেখ আরাফাত প্রমুখ আলোচনা রাখেন। সভায় প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক ভ্রমন ও পিকনিক, নতুন সদস্য ভর্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উঠান বৈঠক

আশাশুনি উপজেলার প্রতাপনগরে সরকারের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় কুড়িকাহুনিয়া উত্তর গাজীপাড়া মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি শেখ জাকির হোসেন। প্রতাপনগর ইউনিয়ন আ’লীগের আয়োজনে সভায় ৩ নম্বর ওয়ার্ড আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের উপস্থিতিতে ও যুবলীগ নেতা বারিক হোসেনের পরিচালনায় উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মাষ্টার রিয়াছাত আলী মামুন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ শহিদুল্লাহ, ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আইয়ুব আলী সরদার, ইউপি সদস্য কোহিনুর ইসলাম বাবু প্রমুখ। প্রধান অতিথি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আ’লীগ সরকার দেশের উন্নয়নে বিশ্বাস করে, জনগণের ভাগ্যের পরিবর্তন করে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা দিচ্ছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামে গ্রামে চিকিৎসা সেবা পৌছে দেওয়া হয়েছে। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার সরকারকে নৌকায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ