শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় ক্লাব হল রুমে এ সাধারণ সভার আয়োজন করা হয়। রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আইয়ুব হোসেন রানার পরিচালনায় সভায় সহ-সভাপতি মাষ্টার সুব্রত দাশ, শেখ বাদশা, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলমিন হোসেন ছট্টু, প্রচার সম্পাদক বাপন মিত্র, নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম, সদস্য উত্তম কুমার দাশ, তপন বিশ্বাস ও জিএম আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় গত ২৯ আগষ্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ক্লাবের নতুন সদস্য অন্তর্ভূক্তির ঘোষণা মোতাবেক ৭ জনকে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সদস্য হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন সদস্যরা হলেন দৈনিক যুগের বার্তা’র মাসুম বাবুল, দৈনিক কাফেলা’র শেখ আসাদুজ্জামান মুকুল, বজ্রকলামের আবুল হাসান, দৈনিক পাঠকের পত্রিকা’র বিএম আলাউদ্দীন, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের শাহিনুর রহমান, দৈনিক দেশ সংযোগের তারিকুল ইসলাম, দৈনিক দিনকাল’র রাবিদ মাহমুদ চঞ্চল।

বুধহাটায় নতুন জামে মসজিদের উদ্বোধন

আশাশুনির বুধহাটায় নতুন জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজের মধ্য দিয়ে দারুল উলুম মাদ্রাসা চত্বরে প্রধান অতিথি হিসেবে নব নির্মিত বুধহাটা দারুল উলুম মাদ্রাসা মসজিদের উদ্বোধন করেন খুলনা সুলাইমান নগর জামে মসজিদের খতিব মাও. নুরুল আমিন। মসজিদ উদ্বোধন উপলক্ষে নামাজ শেষে এক মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি। এসময় বিশেষ অতিথি হিসেবে বুধহাটা পল্লী বিদ্যুৎ ইনচার্জ আব্দুল আওয়াল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গয়জুদ্দীন গাজী, তমেজউদ্দীন গাজী, আওয়ামীলীগ নেতা মিকাইল ইসলাম, রমজান আলী, রজব আলী, আবু সাঈদ সহ শত শত মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

আ.লীগের আনন্দ মিছিল ও পথসভা

আশাশুনি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে উপজেলা সভাপতি এ বি এম মোস্তাকিমের পক্ষে নির্বাচন কমিশনকে অভিনন্দন জ্ঞাপন করে আনন্দ মিছিল ও পথ সভা করা হয়েছে। শুক্রবার বিকালে আশাশুনি সদরে এ কর্মসূচি পালন করা হয়। প্রথমে জনতা ব্যাংকের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জনতা ব্যাংক চত্বরে পথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে ও যুবলীগ নেতা এম এম সাহেব আলির সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু, কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, যুবলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, আ’লীগ সদস্য আহছান উল্লাহ আছু, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, তরুনলীগ সাবেক সভাপতি ওমর ছাকি পলাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হোসাইন, সরকারি কলেজ ছাত্রলীগ সেক্রেটারী তানভীর রহমান রাজ, যুবলীগ নেতা এজদান আলি, রিপন, বুধহাটা ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মোঃ হাতেম আলি প্রমুখ। বক্তাগণ জাতীয় সংসদ নির্বাচনে তফসীল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জ্ঞাপন করেন এবং উপজেলা আ’লীগ সভাপতি এ বি এম মোস্তাকিম দলীয় মনোনয়নপত্র ক্রয় করায় তাকে মনোনয় দেওয়ার জন্য দোয়া ও আশীর্বাদ জ্ঞাপন করেন।

কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা

আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম অলিউর রহমান, এসএপিপিও আঃ গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, ইকবাল হোসেন, জাহিদ হোসেন, ফারুক হোসেন, শফিকুল ইসলাম, ইউনুছ আলি, সানা আবু জাফর, মহিউদ্দিন গাজী, দিপক কুমার মল্লিক, তরিকুল ইসলাম, আছাদুল হক, অরবিন্দু কুমার, প্রতাপ কুমার মন্ডল, রামকুষ্ণ দেবনাথ, আকিকুন নেছা, আরিফুল ইসলাম, শামিম হোসেন, মুজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানে বর্তমান অবস্থা, শীতকালীন সবজী চাষের খোজখবর, প্রনোদনা সম্পর্কে আলোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কাপসন্ডায় আনন্দ মিছিল ও সমাবেশ

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির পক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ কর্মসূচি পালন করা হয়।
যুবলীগ নেতা আঃ রউফ মোড়ল ও শ্রমিকলীগ নেতা খোকা বাবুর নেতৃত্বে কাপসন্ডা ফুটবল মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি আনুলিয়া হাজীরহাট হয়ে কাকবাসিয়া বাজারে গিয়ে শেষ হয়। পরে বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। আঃ রউফ মোড়লের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিকলীগ নেতা খোকা বাবু, ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান রোকন, যুবলীগ নেতা ওবায়দুর রহমান প্রমুখ। বক্তাগণ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হকের মনোনয়ন দাবী জানিয়ে আলোচনা রাখেন।

বুধহাটায় মিছিল ও পথ সভা

আশাশুনি উপজেলার বুধহাটায় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে মিছিল ও পথ সভা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির পক্ষে বুধহাটা বাজার খেয়াঘাট চত্বর থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বাস স্ট্যান্ড হয়ে কাচা বাজার হয়ে পুনরায় খেয়াঘাট চত্বরে গিয়ে শেষ হয়। এখানে পথ সভা অনুষ্ঠিত হয়। প্রবীন আওয়ামীলীগ নেতা জলিল উদ্দিন ঢালীর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুল হক ডাবলু, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মহম্মদ আলি, যুবলীগ নেতা নুরুজ্জামান জুলু, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মেম্বার রেজওয়ান আলি, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইদ্রিস আলি, ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি আমিনুর রহমান, সেক্রেটারী শাহিন, তরুনলীগ সভাপতি শামীম, সেক্রেটারী প্রভাস কুমার চুটু, ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সভাপতি রিপন হোসেন, সেক্রেটারী আরাফাত, ছাত্রলীগ সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সেক্রেটারী শামসুর রহমান রাজু, সাইদ, ঝন্টু, মানিক, হাফিজুল, জাহিদ, ইমন প্রমুখ।

নওয়াপাড়ায় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে জগদ্ধাত্রী পূজা মন্ডপ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া পূজা উদযাপন পরিষদের আয়োজনে উদ্বোধনী দিনের খেলায় গাভা তরুন সংঘ ফুটবল একাদশ ও মহাজনপুর মিতালী যুব সংঘ ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় গাভা দল ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন গাভা দলের প্রদীপ। খেলা উদ্বোধন করেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা জলিল উদ্দিন ঢালী। এসময় ইউপি সদস্য রবিউল ইসলাম, আমিনুর রহমান ও মাওঃ আঃ মাজেদ প্রমুখ উপস্থিত ছিলেন। রেফারী ছিলেন আছাদুল হক। সহকারী রেফারী ছিলেন ইয়ামিন হোসেন ও রোকনুজ্জামান লাভলু। ধারাভাষ্যে ছিলেন আবু মুছা। শনিবার একই মাঠে খেজুরডাঙ্গা ও টিকেট ফুটবল একাদশ মুখোমুখি হবে।

কাপসন্ডায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কাপসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুৃষ্ঠিত হয়।
কেসি বাজার ফুটবল একাদশ বনাম বানারশিপুর ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নিদিষ্ট সময়ে এক এক গোলে সমতা থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে কেসি বাজার ফুটবল একাদশকে ৫/৪ গোলে পরাজিত করে বানারশিপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাপসন্ডা প্রভাতী যুবসংঘের সভাপতি মইনুল ইসলাম সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কয়রা মহিলা কলেজের প্রভাষক হাবিবুর রহমান বাবুল, কাপসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস মন্ডল, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আনিছুর রহমান, প্রভাতী যুব সংঘের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা আব্দুর রউফ মোড়ল, ডাক্তার কৃষ্ণপদ রায়, পবিত্র কুমার রায়, সাদ্দাম হোসেন প্রমুখ। খোলাটি পরিচালনা করেন ইদ্রিস আলী মোড়ল, রানা মোল্যা ও খোকন সরদার। বিজয়ীদল বানারশিপুর ফুটবল একাদশকে ২১ ইঞ্চি মনিটর ও রানার আপ দলকে ১৭ ইঞ্চি মনিটর প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ