সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনি মহিলা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

আশাশুনি মহিলা কলেজে পরিবর্তনকামী নাগরিক হিসাবে জনগোষ্ঠিকে উদ্বুদ্ধকরণে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কলেজ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এনজিও রূপান্তরের সহযোগিতায় অগ্রগতি সংস্থার পিচ কনসোর্টিয়াম প্রজেক্টের আয়োজনে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এস এম সাইদুর রহমান।

প্রশিক্ষণ প্রদান করেন অগ্রগতি সংস্থার মাষ্টার ট্রেইনার আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান ও রাজু আহমেদ।

কলেজের শিক্ষক ইয়াহিয়া ইকবালসহ ৩ জন শিক্ষক ও ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্য, বহুমাত্রিকতার প্রতি শ্রদ্ধাবোধ এবং উগ্রপন্থা ও সহিংসতা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া রেডিকালাইজেশন এর ধাপ সমুহ সচিত্র আলোচনা পূর্বক উগ্রপন্থায় জড়িয়ে পড়ার ১৪টি সূচক সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

বিশ্ব জলাতঙ্ক দিবস পালন

আশাশুনিতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর এর আওতাধীন উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুন কুমার ব্যানার্জী।
আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন ঘোষের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- মেডিকেল অফিসার ডা. সাউফুল আলম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহাবুবুর রহমান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ফাহাদ বিন সাদ, সিনি. স্টাফ নার্স হাসিনা খাতুন, স্বপ্না রাণী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন স্যানিটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা ও তার সহযোগি মোক্তারুজ্জামান স্বপন।
এর আগে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কুল্যা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

বাংলাদেশ ছাত্রলীগ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি উজ্জল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আবু রায়হান ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে উত্তম কুমার বিশ্বাসকে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হোসাইন ও সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ স্বাক্ষরিত পত্রে জানাগেছে, উজ্জল কুমার ঘোষকে সভাপতি, নাইম আহমেদ তুহিন ও ফয়সাল হোসেনকে সহ-সভাপতি, আবু রায়হানকে সাধারণ সম্পাদক, ইসমাইল হোসেনকে যুগ্ম সম্পাদক ও উত্তম কুমার বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে এ আংশিক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির মেয়াদ থাকবে আগামী এক বছরের জন্য।

শ্বেতপুর আহলে হাদীছ জামে মসজিদ কমিটি গঠন

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর মধ্যম পাড়া আহলে হাদীছ জামে মসজিদ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
সাবেক সভাপতি রেজাউল ইসলাম সানার সভাপতিত্বে ও এম সেলিম রেজা সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইমদাদুল হক সানাকে সভাপতি, মুনছুর গাজীকে সহ-সভাপতি, এম সেলিম রেজা সেলিমকে সাধারণ সম্পাদক, ইদ্রিস আলি গাজীকে যুগ্ম সম্পাদক, ইশার আলি সরদারকে কোষাধ্যক্ষ, রাব্বী সরদারকে প্রচার সম্পাদক ও মামুন মোল্যাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

মাদারবাড়িয়া সবুজ কল্যাণ সংস্থা পুনর্গঠন

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মাদারবাড়িয়া সবুজ কল্যাণ সংস্থার কমিটি পুনর্গঠন করা হয়েছে।
শনিবার বিকালে সংস্থার কার্যালয়ে এ পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি রবিউল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা ডা. ছহিল উদ্দিন সরদার, তরিকুল ইসলাম, আলমগীর হোসেন আঙ্গুর, সাধারণ সম্পাদক জুলফিকর আলী জুয়েল, সহ সম্পাদক রাকিবুর রহমান, অর্থ সম্পাদক মিলন সরদার, সদস্য আঃ রাজ্জাক, হাবিবুর রহমান, তায়ফুর রহমান, জয়নুদ্দিন, ইয়াছিন, হেজ্জাতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরাতন কমিটির কিছু সদস্য চলে যাওয়ায় তদস্থলে নতুন সদস্যভুক্তির মাধ্যমে নতুন কমিটি গঠন করে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত গহীত হয় যে, কেউ কারো সাথে বিরোধ না করে সকলে একে অন্যের সহযোগিতায় কাজ করতে হবে। যাতে সংস্থাকে আর উন্নত ও এলাকার উন্নয়নে কাজে লাগান যায়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ