আরো খবর...
আশাশুনি প্রেসক্লাবে নবাগত ইউএনও’র মতবিনিময়
আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা আশাশুনি প্রেসক্লাবে মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম।
প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রভাষক মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় উপদেষ্টা একেএম এমদাদুল হক, উপদেষ্টা অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সহ-সভাপতি আ. আলিম, সাধারণ সম্পাদক জিএম আল-ফারুক, সাবেক সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক, আমাদের আগেই সকল খবর সাংবাদিকদের কাছে পৌছে যায়। অনেক অজানা তথ্য তাদের মাধ্যমে প্রকাশ পায়। গঠনমূলক ও পজেটিভ ভাবে সংবাদ প্রচারের মাধ্যমে এলাকা ও সমাজের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।
তিনি যে কোন সমস্যা ও অনিয়ম-দুর্নীতির খবর জানার সাথে সাথে তার সাথে শেয়ার করলে তিনি তাৎক্ষণিক ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস প্রদান করে বলেন, সম্মিলিত ভাবে এবং সরকারী নিয়মনীতি-আইনের সফল ব্যবহারের মাধ্যমে সব কিছু সমাধানের চেষ্টা করা হবে। তিনি আশাশুনির সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাথে সাথে প্রেসক্লাবের উন্নয়ন, উপযুক্ত বসার পরিবেশ সৃষ্টি সহ সাংবাদিকদের সকল সমস্যা ও প্রয়োজনে সাংবাদিকদের পাশে থাকবেন বলে জানান।
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা কেন্দ্র কমিটির সভা
আশাশুনি উপজেলা প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্র কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ সামছুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী, ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, সহকারী শিক্ষা অফিসার আঃ রকিব, উপজেলার ১৪ টি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিববৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৮ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন সিদ্দান্ত গ্রহন করা হয়। যেসব ডিপার্টমেন্ট পরীক্ষার সাথে জড়িত থাকবে তাদেরকে চিঠি প্রেরণ, কক্ষ পরিদর্শকদের নিজ ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে দায়িত্ব প্রদান এবং পরীক্ষকদের স্ব-স্ব সাবজেক্টের দিন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বডিচেঞ্জে পরীক্ষার দায়ে বহিস্কার ও জরিমানা
আশাশুনি উপজেলার বড়দল কেন্দ্রে জেএসসি পরীক্ষায় বডি চেঞ্জ করে অংশ নেওয়ার অপরাধে একজনকে বহিস্কার ও মূল পরীক্ষার্থীকে জরিমানা করা হয়েছে।
সোমবার ইংরেজী ২য় পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
বড়দল কলেজিয়েট স্কুল কেন্দ্রে অন্য পরীক্ষার্থীদের সাথে ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। স্কুলের পরীক্ষার্থী বাইনতলা গ্রামের আবু বক্কর সিদ্দিকের কন্যা স্বপ্না খাতুন ক্যাজুয়াল পরীক্ষার্থী হিসাবে (এক সাবজেক্টে ফেল) পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে দক্ষিণ বড়দল গ্রামের রুহুল আমিনের কন্যা কলেজ পড়–য়া মাছুরা খাতুন পরীক্ষায় অংশ নেয়। কক্ষ পরিদর্শক খাতা সিগনেছারের সময় বুঝতে পেরে কেন্দ্র সচিবকে জানালে তিনি তাকে আটক করেন।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্বপ্নাকে বহিস্কার এবং অবৈধ ভাবে পরীক্ষায় অংশ নেওয়ায় মাছুরাকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনিতে ফসল উৎপাদন বৃদ্ধিতে ২দিনের কৃষক প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার উপজেলা কৃষি অফিস কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণ শেষ হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ১ম ব্যাচের ৩০ জন কৃষক কিষাণীর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় রবিবার। ২য় ব্যাচের ৩০ জনের প্রশিক্ষণ হয় সোমবার। প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আলহাজ নূরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ রাজিবুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম অলিউর রহমান।
কুল্যা ইউনিয়ন সৈনিকলীগের কমিটি গঠন
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সেমাবার উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মহানন্দ মন্ডল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত পত্রে জানাগেছে, চঞ্চল আলমকে সভাপতি, জাহাঙ্গীর আলম, সালাম সরদার, সবুজ হোসেনকে সহ-সভাপতি, সোলায়মান হোসেনকে সাধারণ সম্পাদক, মনতাজুর রহমান ও আলমগীর মালীকে যুগ্ম সম্পাদক, আঃ রহমান সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কুল্যা ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগের কমিটি গঠন করা হয়েছে।
চাম্পাফুলে উন্নয়ন স্বাক্ষরতা প্রশিক্ষণ কোর্সের সম্পন্ন
কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে উন্নয়ন স্বাক্ষরতা প্রশিক্ষণ কোর্সের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২ টায় ইউনিয়নের রাজাপুর গ্রামের আজগার আলীর বাড়িতে আনুষ্ঠানিক ভাবে সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএসএ আইডির খাদ্য নিরাপত্তা কর্মসূচি নবযাত্রা প্রকল্পের আয়োজনে ০৯ মাস ব্যাপী গ্রাজুয়েশন কোর্সের উদ্যোক্তা উন্নয়ন স্বাক্ষারতা কেন্দ্রের মাধ্যমে এলাকার হত দরিদ্র মহিলাদের নিয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।
কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন। নবযাত্রা প্রকল্পের টিওইএল কাজী গোলাম মোর্তাজা রাব্বী, কে এম মুজিবুল আলম, আকলীমা খাতুন, দেবাশীষ মন্ডল, ভিসিডি সভাপতি রণজীৎ মন্ডল, সেক্রেটারী আমীর হামজা, কোষাধ্যক্ষ, আজগার আলী, সাংবাদীক মনিরুজ্জামান মনি, দেবাশীষ হালদার, মিজানুর রহমান সহ এলাকার গন্যমান্য ও প্রশিক্ষণ প্রাপ্ত মহিলারা অনুষ্ঠানে উপস্থিত ছিল।
অনুষ্ঠান পরিচালনা করেন নবযাত্রা প্রকল্পের এফওইএল শাহ আলম শাহীন।
সাংবাদিকের দিদিমার পরলোক গমন
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল প্রতিনিধি বাপ্পি সরকারের দিদিমা বালাপোতা গ্রামের সতীশ বৈদ্যের স্ত্রী রাধু মনি বৈদ্য (৮২) সোমবার সকালে পরলোক গমন করেছেন।
রাধু বৈদ্য দীর্ঘ দিন যাবদ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। তিনি স্বামী, দুই পুত্র, দুই কন্যা সহ অনেক স্বজন রেখে গেছে। এদিন সন্ধ্যায় পারিবারিক ভাবে তার শেষ কৃত্য সর্ম্পন্ন করা হয়। সাংবাদিকের দিদিমার আত্মার শান্তি ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চাম্পাফুল আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনি. সহ সভাপতি ডা. বিশ্বনাথ সরকার, সাঃ সম্পাদক আমিনুর রহমান সহ সকল সাংবাদিক বৃন্দ।
ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডায় ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কাপসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় কেসি বাজার ফুটবল একাদশ ও চেউটিয়া ফুটবল একাদশ অংশ নেয়। কে.সি বাজার ফুটবল একাদশ ৫-১ গোলের ব্যবধানে চেউটিয়াকে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে।
খেলা উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দিন। অন্যদের মধ্যে প্রভাতী যুব সংঘের সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুর রউফ মোড়ল, ডাঃ কৃষ্ণপদ রায়, সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। রেফারির দায়িত্ব পালন করেন ইদ্রিস আলী মোড়ল, রানা মোল্যাা ও খোকন সরদার। আগামী শুক্রবার একই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
প্রতাপনগর কমিউনিটিতে রক্ষণাবেক্ষণ সরঞ্জামাদি বিতরণ
আশাশুনি উপজেলার প্রতাপনগর কমিউনিটিতে টিউবওয়েল রক্ষণাবেক্ষণ সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের সহযোগীতায় ফ্রেন্ডশিপ এর বাস্তবায়নে টিউবওয়েল রক্ষণাবেক্ষণ সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। ফ্রেন্ডশিপ এর উপজেলা কো-অর্ডিনেটর মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি শেখ জাকির হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজ সেবক সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন