মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আজকে থেকেই সেনাবাহিনী মোতায়েনের দাবি রিজভীর

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের ওপর হামলা থামাতে আজকে থেকেই সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দিতে পরিকল্পিতভাবেই এসব হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আমরা জানতে পেরেছি আগামী ২৩ ডিসেম্বর সেনা মোতায়েনের তারিখ ধার্য করা হয়েছে। আমরা শুনতে পেয়েছি, এই তারিখটিও আরো পেছানোর ষড়যন্ত্র চলছে। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে নির্বাচনী মাঠ ফাঁকা করার জন্যই সেনাবাহিনী মোতায়েনে বিলম্ব করছে। সরকারের মদদে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীরা যৌথভাবে ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ওপর নগ্ন হামলা ও সেনাবাহিনী মোতায়েনের তারিখ পেছানো ষড়যন্ত্রমূলক। আমি চলমান নির্বাচনী সহিংসতা ও সন্ত্রাস দমনে আজ থেকেই সারাদেশে সেনা মোতায়েনের জোর দাবি জানাচ্ছি।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘টার্গেট করে পরিকল্পিতভাবে এ হামলা, হত্যা, আঘাত ও শারীরিক নির্যাতন অব্যাহত রয়েছে। বিএনপিকে নির্বাচনী মাঠ থেকে সরাতেই এসব হামলা হচ্ছে। বর্তমানে সারাদেশে আতঙ্কজনক অবস্থা বিরাজ করছে। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ঘর থেকে বের হলেই হামলা চলছে, ঘরের ভেতর থাকলেও গ্রেপ্তার করা হচ্ছে। পার্টি অফিস থেকে গ্রেপ্তার করছে। অপরপক্ষে, পুলিশ প্রটোকলে প্রচারণা চালাচ্ছে আওয়ামী প্রার্থীরা।

বাংলাদেশের মানুষ এমন অদ্ভূত নির্বাচন আগে কখনও দেখেনি। এহেন সহিংসতার মাত্রা বিস্তারে সেনাবাহিনী দ্রুত মোতায়েন ছাড়া কোনো বিকল্প নেই।’

রিজভী বলেন, ‘গতকাল বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলাসহ ১৮টি জেলায় বিএনপির প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগের পর আজও দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।’

এ সময় মির্জা আব্বাস, মির্জা ফখরুল, আমীর খসরু মাহমুদসহ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ধরেন রিজভী।

এ সময় নির্বাচনের শেষ পর্যন্ত বিএনপি মাঠে থাকবে বলে রিজভী জানান। তিনি বলেন, ‘পরিষ্কার বলতে চাই, যত বাধা হামলা হোক না কেন নির্বাচনী মাঠ থেকে বিএনপিকে সরানো যাবে না। বরং ভোটের অধিকার প্রতিষ্ঠায় পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ইউনিয়ন ইউনিয়নে, থানায় থানায় সাধারণ জনগণকে নিয়ে বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের সব পর্যায়ের নেতাকর্মীরা সব বাধা অতিক্রম করে নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখবে।’

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে