শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালার ওসিকে বদলী করাতে মাঠে লাখ টাকার মিশন!

দালালদের মিশন অব্যাহত রাখতে সাতক্ষীরার তালা থানার ওসিদের বদলী করাতে লাখ টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে একটি চক্র! কথা মতো কাজ না করায় গাত্রদাহ শুরু হয়েছে তাদের। ধর্ণা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাসায়। তবে পুলিশের তৎপরতায় আট মাসে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এবার তাদের বদলি করাতে একের পর এক নামে-বেনামে অভিযোগ দেওয়া হচ্ছে বিভিন্ন দপ্তরে। এতে পুলিশের মধ্যেও দ্বিধা-বিভক্তের সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের ভাষ্যমতে, এক সময়ের সন্ত্রাসী জনপদ নামে পরিচিত তালা উপজেলা। বর্তমানে চৌকস দুই পুলিশ কর্মকর্তার কর্মতৎপরতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এলাকায় মাদক, ভূমিদস্যু, জুয়াড়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দালালদের কাছে আতংকের নাম তারা। টাকার কাছে মাথানত না করে তারা এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান হাফিজুর রহমান ও তদন্ত (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ তালা থানায় যোগদানের পর থেকে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান স্থানীয়রা।

তালা থানা সূত্রে জানা যায়- গত আট মাসে নিয়মিত মামলায় ৫৬, জামায়াত-শিবিরের বিভিন্ন নাশকতা মামলায় ২৯, ডাকাতির অভিযোগে ১২, চুরি মামলায় ২৩, মাদক মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত ১৫৭, সিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত ১৫১ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়া একটি রিভালবল ও ২৬৪ পিচ ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়েছে।

এদিকে বিভিন্ন মাদক, ভূমিদস্যু, জুয়াড়ীসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতে ১২৬ জনকে জরিমানা, ৪৩ জনকে সাত দিন থেকে শুরু করে দুই বছর পর্যন্ত সাজা দেয়া হয়েছে। এরমধ্যে ৮৩ জনের ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হয়েছে।

তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান বলেন, স্কুল-কলেজের ছেলেরা মাদকের দিকে ধাপিত হচ্ছিল। কিন্তু পুলিশ প্রশাসনের তৎপরতার কারণে তা হতে পারেনি। স্কুল-কলেজের ছেলে-মেয়েরা নির্বিঘেœ চলাচল করায় প্রশাসনের প্রতি অভিভাবকরাও খুশি।

তালা উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন বলেন- এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছে পুলিশ। মাদক, সন্ত্রাসী, নাশকতাকারী, দালাল ও সন্ত্রাসী গডফাদারদের কাছে আতংকিত নাম ওসি হাসান হাফিজুর রহমান ও মঞ্জুরুল হাসান মাসুদ। একটি মহল তাদের স্বার্থ হাসিল করতে না পেরে বিভিন্ন দপ্তরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে।
তালা প্রেস ক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু বলেন, এলাকার মানুষ এক সময় সন্ত্রাসী আতংকে দিন পার করতো। যার ভয়ে মানুষের রাতের ঘুম হারাম হয়ে যেতো। সেই দক্ষিণ-অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী বিদ্যুৎ বাছাড় গ্রেফতারের সময় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। সন্ত্রাসী বিদ্যুৎ-এর অধ্যায় শেষ হওয়ায় তালার জনপদে ফিরে এসেছে স্বস্তির নিশ্বাস।

তালা থানার ওসি (তদন্ত) মো. মঞ্জুরুল হাসান মাসুদ জানান, উপজেলায় মাদকসহ অপরাধীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে। নাশকতাকারীদের পক্ষে দালালচক্রের কথা না শুনায় তারা একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছে। তাদের কয়েকটি অভিযোগ ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। যতই ষড়যন্ত্র করুন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান জানান, তালার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। সাধারণ মানুষ নির্বিঘেœ চলাফেরা করছে। এলাকায় মাদক সেবন ও ব্যবসায়ীসহ অপরাধীদের আনাগোনা কমেছে। থানা এলাকায় দালালরা প্রভাব বিস্তার করতে না পেরে বিভিন্ন দপ্তরে নামে-বেনামে দরখাস্ত দিচ্ছে। তিনি বলেন, থানা এলাকায় দালালদের কোন স্থান হবে না। তাদের কথায় কাজ না করায় তারা এসব করছে বলে দাবী করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা