আশাশুনির কিছু খবর
আশাশুনিতে দারিদ্র মা’দের মাঝে ভাতার টাকা প্রদান
আশাশুনি উপজেলার বুধহাটায় দরিদ্র মা’র জন্য সহায়তার টাকা বিতরন করা হয়েছে। রবিবার সকালে সোনালী ব্যাংক বুধহাটা শাখা কার্যালয়ে বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে গতকাল কাদাকাটি ইউনিয়নের ১১০ জন ভাতাভোগিকে ব্যাংক একাউন্টের মাধ্যমে ভাতার টাকা প্রদান করা হয়। প্রত্যেক ভাতাভোগি প্রতি মাসে ৫০০ টাকা হারে ৬ মাসের ভাতার টাকা বাবদ ৩০০০ করে টাকা পেয়েছেন। এনজিও মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিকের ব্যবস্থাপনায় ব্যাংকের কর্মকর্তাবৃন্দ সরাসরি উপস্থিত থেকে টাকা বিতরন করেন।
আশাশুনির গুনাকরকাটিতে জসিমের সংবাদ সম্মেলন
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের আনু সরদারের পুত্র জসিম উদ্দীন লাবু মিথ্যা মামলার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এলাকার বহু সাধারণ মানুষকে সাথে নিয়ে নিজ বাড়িতে সাংবাদ সম্মেলনে আয়োজন করেন। জানাগেছে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরোহিতপুর গ্রামের আছাদুল ও তার স্ত্রী আছমা খাতুনের সাথে আনুঃ ২বছর যাবৎ বিরোধ চলে আসছিল। পরকীয়ার অপবাদ সইতে না পেরে স্বামী আছাদুল কুল্যা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে অভিযোগ করলে তিনি স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি শালিসী বৈঠক করে স্বামী স্ত্রীর মধ্যে মিমাংসা করে স্ত্রীকে স্বামীর বাড়ীতে পাঠিয়ে দেন। উক্ত শালিসী বৈঠকে আছাদুলের পক্ষে কথা বলার অপরাধে কিছু কুচক্রি ব্যক্তির যোগসাজসে এবং আর্থিক প্রলোভনে পড়ে আসমা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে আছাদুল ও লাবুকে আসামী করে মামলা দায়ের করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) ঘটনার তদন্তে হাজির হলে এলাকার শত শত নারী পুরুষ ঘটনার বিষয়টি ষড়যন্ত্র মূলক বলে অবহিত করেন এবং ঘটনার ১মাস পূর্বে আছমা তার প্রেমিকাকে নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যায় বলে জানান। স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য গত ইং ৮/৬/২০১৭ তারিখে সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একশ’ ধারায় উদ্ধারের মামলা করা হয়েছে। আসমা কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল ও আশাশুনি থানা অফিসার ইনচার্জের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারটি।
আশাশুনিতে শোক দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
আশাশুনিতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় শোক দিবসকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় শিশু থেকে দ্বিতীয় শ্রেণির ৭ জন শিক্ষার্থী ‘ক’ গ্রুপে এবং ৩য় থেকে ৫ম শ্রেণির ৭ জন শিক্ষার্থী ‘খ’ গ্রুপ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। যার মধ্যে
প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন