বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরের কিছু খবর

কেশবপুরে জলাবদ্ধতা পরিস্থির অবনতি ॥ ১ লাখ মানুষ পানিবন্দি

যশোরের কেশবপুরে জলাবদ্ধতা পরিস্থির আরো অবনতি হয়েছে। প্রায় ১ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আশ্রয় কেন্দ্রে গুলিতে খাদ্য সংকট দেখা দিয়েছে। প্লাবিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে।

জানা গেছে, কেশবপুরে হরিহর নদীর উজানের পানি ও অতি বর্ষনে সৃষ্ট সার্বিক জলাবদ্ধতা পরিস্থিতির কোন উন্নতি হয়নি। প্রতিদিনই নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। কেশবপুর পৌর এলাকাসহ উপজেলার ১১টি ইউনিয়নেই পানিবন্দী পরিবারের সংখ্যা বৃদ্ধি পেয়ে এক লাখে দাড়িয়েছে। কেশবপুর কলেজ, কেশবপুর পাইলট স্কুল এ্যান্ড কলেজ, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়,্আলীয়া মাদ্রাসা , মহিলা কলেজ, মধুশিক্ষা নিকেতন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আইডিয়াল কলেজ, বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা আশ্রয় কেন্দ্র, গণসাহায্য সংস্থা আশ্রয় কেন্দ্রে ৩ হাজার পরিবার আশ্রয় নিয়েছে। যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল ও আলতাপোল এবং বালিয়াডাঙ্গা ব্রীজে টোংঘর নির্মাণ করে ১ হাজার পরিবার বসবাস করছে। প্রায় ২ হাজার পরিবার বাড়ি-ঘর ছেড়ে আতœীয়-স্বজন-সহ উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। সরকারী ভাবে ১ হাজার পরিবারকে ১০ কেজি করে একদিন মাত্র চাউল দেওয়া হয়েছে। বাকী ৩ হাজার পরিবারকে কোন সহযোগিতা করা হয়নি। এব্যাপারে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল টোংঘরে বসবাসকারী মশিয়ার সরদার, জাহাবাক্স সরদার, সৈয়দ আলী বাক্স, মাজিদা বেগম, জরিনা বেগম ও রিক্তা বেগম জানান, তারা কোন ত্রাণ পায়নি। খাদ্য সংকটে তারা মানবেতর জীবন-যাপন করছে। যশোর-সাতক্ষীরা সড়কের আলতাপোলে টোংঘরে বনবাসকারী সোনাভান বিবি, সাধন কুমার দাস, রঞ্জন দাস ও বাসন্তি দাস জানান, তারা কোন ত্রাণ পায়নি। খাদ্য সংকটে তারাও মানবেতর জীবন-যাপন করছে। এদিকে টোংঘরে বসবাসকারীদের সুপেয় পানি, স্যানিটেশন ব্যাবস্থার ও নিরপত্তার চরম অভাব দেখা দিয়েছে।

১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৮ টি মাধ্যমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। অধিকাংশ প্লাবিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান অঘোষিত বন্ধ রয়েছে। শুকনো মাটির অভাবে মৃত্য দুই মহিলাকে অন্য এলাকায় নিয়ে দাফন করতে হয়েছে।

এদিকে কেশবপুর শহরের বিভিন্ন সড়ক পানিতে প্লাবিত হয়েছে। কেশবপুরের মেইন সড়ক, পাঁজিয়া সড়ক, কেশবপুর সাগরদাঁড়ি সড়ক প্লাবিত হয়েছে। কেশবপুর পৌরসভার মধ্যকুল, ভবানিপুর, হাবাসপোল, সাহা পাড়া, বালিয়াডাঙ্গা আলতাপোল, সাবদিয়া, বাজিতপুর, ব্রম্মকাটি , রামচন্দ্রপুর, রাজনগরবাঁবাবর্শি, সাগরদত্তকাটি, বেলকাটি, পাঁজিয়া, মাদারডাঙ্গা, নারায়নপুর, কৃষ্ণনগর, সারুটিয়া, মঙ্গলকোট সহ উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। প্রবল বৃষ্টিতে ৩ হাজার মাছের ঘের ও পুকুর প্লাবিত হওয়ায় অবকাঠামোসহ ক্ষতির পরিমান দাঁড়িয়েছে প্রায় ৩৯ কোটি টাকার। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শেখ আবু শাহীন জানান, প্লাবিত এলাকায় ১০ টি মেডিকেল টীম কাজ করে চলেছে। কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম জানান, হরিহর নদীর উপচে পড়া পানিতে পৌরসভার ৯টি ওয়ার্ড প্লাবিত হয়ে চার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান সাংবাদিকদের জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়নি। যে সকল প্লাবিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে সেখানে ক্লাস নেয়া যাবে না বিধায় শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। তবে শিক্ষকরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে হাজির রয়েছেন। এদিকে মানুষের দূর্ভোগের চিত্র নিয়ে যারা সংবাদ লেখেন সে সকল সাংবাদিকদের মধ্যে অন্ততঃ ১০ সাংবাদিক পানিবন্দি হয়ে পড়েছেন। অনেকে বাড়ি ছেড়ে শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন অনেকে নিজ বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে দূর্ভোগে রয়েছেন।

কেশবপুরে জলাবদ্ধতা এলাকায় ১০টি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা প্রদান
যশোরের কেশবপুরে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জলাবদ্ধতা এলাকায় ১০টি মেডিকেল ক্যাম্প স্থাপন করে ফ্রী স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন জানান, জলাবদ্ধতা এলাকা ও আশ্রয় কেন্দ্রে ৮টি মেডিকেল ক্যাম্প স্থাপন করে ফ্রী স্বাস্থ্য সেবা এবং ঔষুধ-পত্র প্রদান করা হচ্ছে। প্রতিটি মেডিকেল ক্যাম্পে ১ জন করে ডাক্তার ও ৫ জন করে স্বাস্থ্য কর্মী দায়িত্ব পালন করছেন। তাছাড়া জলাবদ্ধ এলাকায় স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আরো ২টি মোবাইল মেডিকেল ক্যাম্প কাজ করছে।

কেশবপুরে বৈদ্যুতিক সর্টসার্কিটে বৃদ্ধের মৃত্যু
যশোরের কেশবপুর পল্লীতে বৈদ্যুতিক সর্টসার্কিটে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, শানিবার সকাল ১০ টার দিকে উপজেলা কাস্তা গ্রামের মৃত মান্দার শেখের পূত্র আব্দুল মাজিদ শেখ (৬৫) মোটর ভ্যানের ব্যাটারী চার্জ দিতে যান। এ সময় বৈদ্যুতিক সর্ট সার্কিটের ঘটনা ঘটলে স্বজনরা তাঁকে কেশবপুর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসারত অবস্থায় ৫ মিনিটের মাথায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কেশবপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতার জলাবদ্ধতা এলাকা পরিদর্শন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন। শনিবার দিনব্যাপী তিনি মধ্যকুল, আলতাপোল, বাজিদপুর ও কেশবপুর সহাপাড়ার জলাবদ্ধতা এলাকা এবং কেশবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র ও মধ্যকুলে টোংঘর এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর কুতুবউদ্দীন বিশ্বাস ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা