শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কুড়িয়ে পাওয়া সোনার ব্যাগ ফেরত দিল চার যুবক

সিরাজগঞ্জে কুড়িয়ে পাওয়া ১ ভরি ১২ আনা সোনার গহনাসহ ভ্যানিটি ব্যাগ ফেরত দিয়েছেন চার যুবক। সিরাজগঞ্জ সদর উপজেলার এম.এ মতিন সড়কের খ্রিষ্ট্রান কবর স্থানের পাশ থেকে শুক্রবার বিকেলে ব্যাগটি কুড়িয়ে পান চার যুবক। পরে ভ্যানিটি ব্যাগের মালিকে না পেয়ে গহনাসহ সদর থানায় এসে উপ-পরিদর্শক তরিকুল ইসলামের কাছে জমা দেন।

সেই চার যুবক হলেন, এনায়েতপুর থানার হাজী আব্দুর মুন্সির ছেলে মো: ফয়সাল, বেলকুচি উপজেলার চকমকিমপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো: রুবেল আহম্মেদ, জামালপুর জেলার দেওয়াগঞ্জ গ্রামের দুলাল আহমেদের ছেলে নূর আলম ও কামারখন্দ উপজেলার লিটন সরকারের ছেলে আকাশ।

সোমবার সকালে ব্যাগটি ফিরিয়ে দেওয়ার সময় তারা বলেন, শুক্রবার বিকেলে সিএনজি করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলাম আমরা। পথে এমএ মতিন সড়কের খ্রিষ্ট্রান কবরস্থানের পাশের রাস্তায় একটি ব্যাগ দেখতে পেয়ে সেটি কুড়িয়ে নেই। ব্যাগের মধ্যে সোনার গহনা দেখতে পাই। পরে বিকেলেই ব্যাগের মালিককে না পেয়ে সিরাজগঞ্জ সদর থানায় ব্যাগটি জমা দেই।
এ ব্যাপারে জানতে চাইলে ব্যাগটির মালিক ভদ্রঘাট ইউনিয়র আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক খানের মেয়ে সিরাজগঞ্জ শহরের সেন্ট্রাল হাসপাতালের মেডিকেল অ্যাসিষ্ট্যান্ট ডাঃ মাকসুদা পারভীন বলেন, ভদ্রঘাট বাজার থেকে শহরে আসার পথে। অসাবধানতাবশত ব্যাগটি হারিয়ে যায়। ব্যাগে ১ ভরি ১২ আনা সোনার গহনা ছিল। অনেক খুঁজেও ব্যাগটির খোঁজ পাচ্ছিলাম না। ওই চার যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ব্যাগ পাবার বিষয়ে স্ট্যাটাস দেয়। আমরা স্ট্যাটাসটি দেখতে পেয়ে সিরাজগঞ্জ সদর থানায় যোগাযোগ করি। সদর থানার সহযোগীতায় হারিয়ে যাওয়া গহনা সহ ব্যাগটি ফেরত পেয়ে আমি সত্যিই খুব অবাক হয়েছি। পৃথিবীতে এখনো ভালো ও সৎ মানুষ আছে, চার যুবক তার বড় প্রমাণ।

সোমবার সকালে সিরাজগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ অফিস কক্ষে গহনার ব্যাগটি ফেরত দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মাদ দাউদ, সদর থানার ওসি তদন্ত মো: রফিকুল ইসলাম, উপ-পরিদর্শক, মো: আনিসুর রহমান, উপ-পরিদর্শক মো: তরিকুল ইসলাম, উপ-পরিদর্শক আলী জাহান, সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মাদ দাউদ বলেন, চার যুবক সততার যে দৃষ্টান্ত রেখেছে তা বর্তমান সমাজে সত্যিই বিরল।

একই রকম সংবাদ সমূহ

সেই ৩৫ বস্তা টাকা জ্বালানী বানালেন স্থানীয়রা

বগুড়ার শাহজাহানপুরে রাস্তার পাশে পাওয়া বস্তা ভর্তি কুচি কুচি করাবিস্তারিত পড়ুন

টাকার স্তূপ নিয়ে হুলুস্থুল, যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল

বগুড়ার শাজাহানপুরের জালশুকা এলাকার খাউড়া ব্রিজের পূর্ব দিকের সড়ক ওবিস্তারিত পড়ুন

বগুড়ায় রাস্তার পাশে ৩৫ বস্তা ছেঁড়া টাকা!

বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের খাওড়া ব্রিজের কাছ থেকে ৩৫বিস্তারিত পড়ুন

  • নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সপ্তম শ্রেণির ছাত্র গ্রেফতার
  • কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায়
  • ২০১৯ দুর্গাপুজোয় মায়ের আগমন-গমন কিসে! এর ফলাফলে কোন প্রভাব পড়তে পারে
  • রুপা আক্তারের কবিতা : অর্থের প্রয়োজনে
  • কলারোয়া উপজেলায় সুশীলনের উদ্যোগে ৯০টি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
  • জামিন পেল সেই পুলিশ কনস্টেবল মিমি
  • জামিন পেয়েছে মিন্নি
  • ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু
  • পুলিশের অপকর্ম দেখে ফেলাই সাংবাদিকের নামে মিথ্যা মামলা
  • এবার যুক্তরাষ্ট্রেও ‘প্লাস্টিক বৃষ্টি’!
  • সাগরে লঘুচাপ, বন্দরসমূহে তিন নম্বর সতর্ক সংকেত