বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কথা রাখলেন তালার ইউএনও ॥ হাসপাতালে পৌছেছে ১২টি এসি

সাতক্ষীরার তালা হাপাতালের অসুস্থ রোগীদের এসি’র ব্যবস্থা না করে নিজের কক্ষে এসি চালাবেন না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের গরমে দূর্বিসহ দূর্ভোগের চিত্র দেখে, তাদের কষ্ট উপলব্ধি করে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের ফেইসবুক আইডিতে ১২সেপ্টেম্বর রাত ১০টায় দেয়া এক স্ট্যাটাসের পর এবার সত্যিই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযোজন হচ্ছে এসি।

উপজেলা নির্বাহী অফিসারের ঐকান্তিক প্রচেষ্টায় হাসপাতালটিতে এক সাথে সংযোজন হচ্ছে ১২টি এসি।

এদিকে গত প্রায় দু’মাসে ইউএনও ইকবাল হোসেনের তালায় পোস্টিং নেয়ার পর থেকে তার নানা কর্মতৎপরতার বিষয়গুলি নজর আসে এলাকাবাসীসহ বিভিন্ন গণমাধ্যমের। বিভিন্ন সময় তার কর্মকান্ড তুলে ধরা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। সর্বশেষ তার স্থানীয় হাসপাতালটির অপারেশনের রোগীদের গরমে দূর্ভোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি নাড়া দেয় তালাবাসীকে।

শুধু স্ট্যাটাসের মধ্যে নিজেকে সম্পৃক্ত না রেখে এবার সত্যিই যেন অসাধ্যকে সাধন করে দেখাতে যাচ্ছেন ইউএনও ইকবাল হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে খুলনা থেকে তালায় আনা হয় ১২টি এসি।
এ সময় তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব সরদার, সিঙ্গার কোম্পানীর সেল্স ম্যানেজার কাজী হেদায়েতুল্লাহ, সাংবাদিক সেলিম হায়দার প্রমূখ।

তবে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন জরুরী মিটিং থাকায় বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

এগুলো দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযোজিত হবে বলে জানা গেছে। যা তালার ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মনে করছেন কেউ কেউ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উপজেলা নির্বাহী অফিসারের দেওয়া হৃদয়গ্রাহী স্ট্যটাসটি হুবহু তুলে ধরা হল:
‘নিজেকে অপরাধী মনে হচ্ছে। এসি রুমের মধ্যে থাকতে ভালো লাগছেনা। ফ্যাক্ট: হাসপাতালে অপারেশনের রোগী গরমের সাথে লড়ছে। রাতের তালা আমাকে বদলে দাও। কাল থেকে নিজের রুমের এসি বন্ধ থাকবে। রোগীদের ব্যবস্থা না করে ব্যবহার করবোনা। দয়া করে রুমে ঢুকে কেউ এ সি চালাতে বলবেন না। হাসপাতালের এসি হতেই হবে। এসি হবেই। কোনও ধূলো থাকবেনা। জুতো বাইরে থাকবে। আর বাথরুম থেকে গন্ধ নয় ঘ্রান আসুক।’

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন- ‘আমি সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। যেখানে সাধারণ মানুষ ভালো থাকতে পারেনা আমি কিভাবে ভালো থাকবো? আপনারা হয়তো লক্ষ্য করেছেন, বর্তমান তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ অপারেশনের রোগিরা কি কষ্ট ভোগ করছে। তাই আমি রোগীদের আয়েশের ব্যবস্থা না করে নিজে আয়েশ করবো না। সেটা আমার পক্ষে সম্ভবও না।’

এদিকে, তালার অনেকে জানান- তালা হাপাতালের অসুস্থ্য রোগীদের এসি’র ব্যবস্থা না করে নিজের কক্ষে এসি চালাবেন না ইউএনও। ফেইসবুকে এমন স্ট্যাটাস দেয়ার ৩ দিনের মধ্যে তালা হাসপাতালের রোগীদের জন্য ১২টি এসি’র ব্যবস্থা করলেন স্বয়ং ইউএনও ইকবাল হোসেন।
রবিবার থেকে সেই এসি সংযোজনের কাজ শুরু হয়েছে তালা হাসপাতালে। আগামি ৭ থেকে ১০দিনের মধ্যে এসব এসি চালু করা হবে বলে জানা গেছে।

তালা হাসপাতালের প্রধান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. আবু মাউদ জানান- ‘এসি গুলো হাসপাতালে পৌছেছে। এগুলো ফিট বা সংযুক্ত করে চালু করার জন্য কিছু ইলেকট্রিক্যাল কাজ করতে হবে। এজন্য হয়তোবা ৭ থেকে থেকে ১০ দিন সময় লাগতে পারে।’

উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন জানান- ‘ইতোমধ্যে এসি গুলো হাসপাতালে এসেছে। ফিটিংস এর কাজ দ্রুত শেষ করে রোগীরা যাতে অসহ্য গরমে এসির ভিতরে থাকতে পারে তার ব্যবস্থা করা হবে।’

তালায় ইউএনও ইকবাল হোসেনের প্রচেষ্টায় হাসপাতালে সংযোজন হচ্ছে ১২টি এসি

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা