শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালার একটি মাত্র পুকুরে হাজার মানুষের গোসল

তালা উপজেলা পরিষদের একটি মাত্র পুকুর হাজার মানুষের গোসলের চাহিদা মিটাচ্ছে। স্থানীয় চাকুরীজীবি, হোটেল ব্যবসায়ী, মুদি দোকানদার, রাজ মিস্ত্রী, কাট মিস্ত্রীসহ বহু শ্রেণী পেশার মানুষ প্রতিনিয়ত গোসল ও সাংসারিক কাজে এ পুকুরের পানি ব্যবহার করছে। আশি সালের দিকে খনন করা হয় এ পুকুরটি। এই পুকুরে নারী ও পুরুষের গোসলের জন্য আলাদা দুইটি সিঁড়িঘাট রয়েছে। কিন্তু একই সাথে সিঁড়িঘাটে বহু মানুষ প্রয়োজন মিটাতে আসায় প্রতিনিয়ত ভিড় লেগেই থাকে।

তালা উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে পুকুরটি অবস্থিত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এই পুকৃুরের সিঁড়িঘাটে বহু মানুষ এক সাথে গোসল করছেন। যা দেখে মনে হয় পুকুরে গোসলের প্রতিযোগিতা বা উৎসব চলছে। পুকুরের পাকা সিঁড়িতে বসে যার যেমন খুশি পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। কেউ সাবান দিয়ে শরীর ঘষছেন, কেউ কাপড় কাচছেন, কেউ পুকুরের পানিতে ডোবা-ডুবি করছেন। এ যেন এক মহামিলন মেলা।

সাধারণ মানুষ এই পুকুরে গোসল করতে বেশি স্বাচ্ছন্দবোধ করার একটায় কারন, এখানে কোন বাইরের নোংরা আবর্জনা বা ময়লা পানি প্রবেশ করতে পারে না। পার্শ্ববর্তী কপোতাক্ষ নদের নব্যতা কমে যাওয়াই এবং পানি নোংরা থাকায় এই পুকুরের পানি দিয়ে গ্রামের মানুষেরা গোসলসহ সাংসারিক কাজ করতে বেশি আগ্রহী।

তালা সদরের বাসিন্দা শোভন হোসেন আসিব বলেন, ‘আমাদের গ্রামে চাহিদা অনুপাতে নলকূপ থাকলেও তার পানি ব্যবহারে মানুষ স্বাচ্ছন্দবোধ করে না। কিছু কিছু টিউবওয়েল আছে, তাতে পানি কম উঠে। আবার কোনো কোনো টিউবওয়েলের পানি অতিমাত্রায় আয়রোন যুক্ত। যে কারনে পুকুরের পানি দিয়ে গোসল, কাপড় কাচা এবং অন্যান্য কাজে ব্যবহার করে আসছি আমরা।

রাম প্রসাদ রায় দুষ্টুু পেশায় সে একজন “নর সুন্দর” কারীগর। তিনি জানান, প্রতিদিন সকাল, বিকাল ও রাত এই তিন বারই গোসল করে সে উজেলার এ পুকুরেই। তার চাওয়া রাতে গোসলের জন্য উভয় ঘাটে একটি করে লইট এবং উত্তর পাশের ঘাটের উপর একটি জামা-কাপাড় রাখার জায়গা করলে ভালো হয়।

তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন বলেন, তালা বারুহইটি কাজীপাড়া মোবারাকপুর খাজরা রহিমাবাদসহ আশপাশের গ্রামের মানুষের গোসলের ব্যবস্থা না থাকায় আশ পাশের এলাকার বহু মানুষ এখানেই গোসল করে।

খবর দৈনিক পত্রদূত এর সৌজন্যে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা