পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষা উন্নয়নের টাকা আত্মসাতের অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬৬ নং শিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি (সাবেক) হরিদাস শিপনের বিরুদ্ধে বিদ্যালয়ের নামে বরাদ্দ দেওয়া অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বুধবার (১১/৯/১৯ তাং) উপজেলা চেয়ারম্যানের কাছে অর্ধ শতাধিক অভিভাবক লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিভাবকদের লিখিত অভিযোগ ও স্হানীয় সূত্রে জানা গেছে, সরকারি স্লিপ প্রকল্পের আওতায় ২০১৫ -২০১৬ অর্থ বছরের ৪০ হাজার টাকা,২০১৭-২০১৮ অর্থ বছরের ৪০ হাজার টাকা,প্রাক প্রাথমিক উপকরণ ক্রয়ের জন্য ৫ হাজার টাকা,বিদ্যালয়ের মেরামতের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।তৎকালী উপজেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজশে ২ লক্ষ ৩৫ হাজার টাকা হরিদাস শিপন আত্মসাত করেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিভাবকদের লিখিত সূত্রে আরও জানা গেছে,বিদ্যালয়ের সরকারি বরাদ্দের প্রায় অর্ধ কোটি টাকার ১০টি সৌর প্যানেলের সকল যন্ত্রাংশ খুলে নিয়ে হরিদাস শিপন ব্যক্তিগত কাজে ব্যবহার করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগসাজশে এ অনিয়ম চালিয়ে আসছেন।একজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থাকায় এলাকাবাসী তার অনিয়মের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না।
স্হানীয় অভিভাবক মানিক চন্দ্র হাং,মিলন কুন্ডু,সুজিত হাং,সুজয়,সুধন্য মিস্ত্রী, সুশান্ত কুমার মিস্ত্রী,অসীম চন্দ্র বালা জানান,ইতোপূর্বে বরিশাল বিভাগীয় শিক্ষা অফিসারের কাছে অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তদন্ত করে অভিযোগের সত্যতা পান এবং ২১ ফেব্রুয়ারি ২০১৮ এর মধ্যে হরিদাস শিপনকে আত্মসাতকৃত ২ লক্ষ ৩৫ হাজার টাকা ফেরত দিতে বলেন।কিন্তু তিনি অদ্যবধি কোন টাকা ফেরত দেয় নি।বরং এলাকাবাসী এবং অভিভাবকগন হরিদাসকে পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আর দেখতে চায় না বিধায় কৃত্রিম সংকট তৈরি করে পরিচালনা কমিটির নির্বাচন ঝুলিয়ে রেখেছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তফসিল দিয়েও অজ্ঞাত কারনে নির্বাচন সম্পন্ন না করে বর্তমানে এ্যাডহক কমিটি দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে।
স্হানীয় ইউপি সদস্য হানিফ মাল জানান,আত্মসাতের টাকা হজম করার জন্য তফসিল দেওয়ার পরও বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন বানচাল করার সাথে বর্তমান প্রধান শিক্ষক প্রতিভা রানী বড়াল অনেকাংশে দায়ী।১টি মনোনয়ন পত্র ৩ হাজার টাকায় বিক্রি করার রেওয়াজ তিনিই তৈরি করলেন আবার নির্বাচন বানচালের পক্ষেও থাকলেন। প্রধান শিক্ষক একজন দুর্নীতিবাজ এবং দুর্নীতিকে কেন সাপোর্ট দেন তা বুঝতে পারছি না।
প্রধান শিক্ষক প্রতিভা রানী বড়াল জানান, টাকা আত্মসাতের বিষয়টি আমি অবগত নই।এখন জানলাম।এ বছর বিদ্যালয় পরিদর্শন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান,সর্বশেষ ১০/০৩/২০১৯ ইং তারিখে পরিদর্শন হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জানান,আমি এখানে নতুন যোগদান করেছি।বিষয়টি আমার জানা নেই।
এ ব্যাপারে ৬৬ নং শিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হরিদাস শিপনের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন