আরো খবর...
দু’দিনের বৃষ্টিতেই তলিয়ে গেছে তালার বিভিন্ন সড়ক ॥ জনজীবন স্থবির
পাইকগাছা-খুলনা প্রধান সড়ক থেকে তালা উপজেলা সদর ভায়া মহল্লাপাড়ার জনগুরুত্বপূর্ণ প্রায় আধা কি:মি: রাস্তাটি দীর্ঘ দিন সংষ্কারের অভাবে চলতি বর্ষা মৌসুমে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।
প্রধান সড়ক থেকে প্রায় ২ ফুট নীচু হওয়ায় গত কয়েক দিনের বৃষ্টিতে রাস্তার সম্পূর্ণ অংশ পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন সময়ে দখল প্রক্রিয়ায় পানি নিষ্কাশনে রাস্তার পাশের ড্রেনটি সংকুচিত ও কোন কোন এলাকায় একেবারে বন্ধ হয়ে যাওয়ায় বন্দি হয়ে পড়েছে রাস্তাটি। ফলে ঐলাকার তালা মহিলা কলেজ,শহীদ কামেল মডেল হাই স্কুল,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন অফিসপাড়া ও উপজেলা সদরে পৌছাতে ঐ এলাকার একমাত্র রাস্তাটি পানি বন্দি থাকায় সেখানকার ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে পৌছাতে ও যেকোন প্রয়োজনে এলাকাবাসীকে বাড়ির বাইরে বেরুতে ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন সংষ্কার না করায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক যার আইডি নং-২৮৭৯০৫১৩৩ ও দৈর্ঘ্য ০.৪৪০ কি:মি: রাস্তাটি বর্ষার আগেই ইট উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। বর্তমানে পানি বন্দি থাকায় প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে যেকোন স্থানে পৌছাতে খালি পায়ে রাস্তাটুকু পাড়ি দিতে প্রায়ই পায়ে আঘাতপ্রাপ্ত হচ্ছেন পথচারীরা। দীর্ঘদিন নোংরা পানি বন্দি থাকায় জীবাণু ভর করেছে। অনেকেই আক্রান্ত হচ্ছেন এর প্রভাবে। সব মিলিয়ে উপজেলা সদরের জনগুরুত্বপূর্ণ প্রায় আধা কি:মি: রাস্তায় আটকা পড়েছে ঐ এলাকার জনজীবন।
এব্যাপারে ভূক্তভোগী এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি সহ সংসদ সদস্য’র জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
মাদরা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন
সাতক্ষীরার তালা উপজেলার মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন শনিবার (২৪ আগস্ট) সম্পন্ন হয়েছে।
নির্বাচনে গৌরাঙ্গ মন্ডল, বিধান মন্ডল, ফরুখ হোসেন, হাফিজুর রহমান, রুমা কান্তি সানা, ছায়ারানী নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা শুরু হয়ে ভোট চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২১৬ জন।
প্রার্থীদের মধ্যে গৌরাঙ্গ মন্ডল ১৪১, বিধান মন্ডল ১৩৯, ফারুখ হোসেন ১২৭, হাফিজুর রহমান ১৩৪, রুমা কান্তি সানা ৮১ ও ছায়া রানী ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়।
এছাড়াও শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নির্বাচিত হয়েছেন রায়হান উদ্দীন, রাজীব কুমার সরকার ও কবিতা রানী সরকার।
ভোট গণনা শেষে নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার প্রভাষ কুমার দাস, নির্বাচনে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
এ সময় তালা থানার পুলিশ সহকারী উপ-পরিদর্শক জামিরুল ইসলাম, এএসআই কবির ইসলাম, ডিএসবি মনিরুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক মনোরজ্ঞন সরকার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু
তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন