রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

লাড্ডুর কারণে বিবাহ বিচ্ছেদের আবেদন স্বামীর!

লাড্ডুর কারণে বিবাহ বিচ্ছেদের আবেদন স্বামীর!

সংসার জীবনে কখনো কখনো স্বামী-স্ত্রীর মাঝে সম্পর্কের অবনতি হওয়া স্বাভাবিক। কোনও কোনও ক্ষেত্রে এই অবনতি বিবাহবিচ্ছেদ পর্যন্তও গড়ায়। অনেক কারণেই বিবাহ বিচ্ছেদের আবেদন করেন স্বামী অথবা স্ত্রী।

কিন্তু, এবার বিচিত্র এক কারণে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন এক ব্যক্তি।

খাদ্য তালিকায় লাড্ডু ছাড়া অন্য কোনও খাবার না দেওয়ায় ভারতের উত্তর প্রদেশের মিরাটে পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন এক ব্যক্তি। খবর ইন্ডিয়া টুডের।
প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের মিরাটে স্বামী অসুস্থ হয়ে পড়ায় স্ত্রী চিন্তিত হয়ে এক তান্ত্রিকের কাছে যান।

তান্ত্রিক ওই স্ত্রীকে পরামর্শ দেন লাড্ডু ছাড়া অন্য কোনও খাবার না খাওয়াতে। এরপর থেকে আর কোনও খাবার তাকে খেতে না দেওয়ায় স্ত্রীর ওপর বিরক্ত হয়ে পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেন ওই ব্যক্তি।

তিন সন্তানের এই দম্পতির প্রথম কয়েক বছর বেশ ভালোই কেটেছে। সমস্যা তৈরি হয় গত বছর। স্ত্রী দাবি করেন, কিছুদিন যাবৎ তার স্বামী বারবার অসুস্থ হয়ে পড়ছেন।

স্বামীর অসুস্থতা নিয়ে চিন্তিত হয়ে এক তান্ত্রিকের শরণাপন্ন হন স্ত্রী। তান্ত্রিকের পরামর্শ মোতাবেক স্বামীকে শুধু লাড্ডুই খেতে দিচ্ছেন। এছাড়া অন্য কোনও খাবার তিনি খেতে দেন না।

স্বামীর দাবি, দিন-রাত স্ত্রী শুধু লাড্ডুই খেতে দিচ্ছেন। সকাল-সন্ধ্যা মোট আটটি লাড্ডু খেয়েই দিন কাটছে তার। লাড্ডু খেতে খেতে বিরক্ত হয়ে অন্য খাবার চাইলেও তান্ত্রিকের কথা অমান্য করার সাহস নাকি তার স্ত্রীর নেই।

এদিকে ক্ষুধার জ্বালায় স্বামীর অবস্থা যায় যায়। অতিষ্ট হয়ে বাড়ির বাইরে গিয়ে বেশিরভাগ দিনই নিজের ইচ্ছামতো খাবার খেয়েছেন। কিন্তু, যত দিন যাচ্ছে স্ত্রী তান্ত্রিকের ওপর ততই নির্ভরশীল হয়ে পড়ছেন। তাই বাধ্য হয়েই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।

তবে, ওই নারী আদালতকে সাফ জানিয়ে দিয়েছেন প্রয়োজনে স্বামীকে ছাড়তে পারবেন কিন্তু তান্ত্রিকের কথা অমান্য করতে পারবেন না। এখন আদালত কি সিদ্ধান্ত দেবেন সেটাই দেখার বিষয়।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!