রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ঈদ উপলক্ষে টিপটাপ বৃষ্টি উপেক্ষা করে রাজগঞ্জে ভাসমান সেতু দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী এলাকা রাজগঞ্জের অপরূপ সুন্দরয্যের দর্শনীয় স্থান ঝাঁপা বাঁওড়ের উপর নির্মিত দেশের সর্ববৃহৎ ভাসমান সেতু দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। রাজাগঞ্জ বাজার সংলগ্ন ঝাঁপা বাঁওড়ের উপর নির্মিত জেলা প্রশাসক ভাসমান সেতু এবং অপরটি মোবারকপুরে ঝাঁপা গুরুচরণ খেয়াঘাটের ঝাঁপা বাঁওড়ের উপর নির্মিত বঙ্গবন্ধু ভাসমান সেতু। ঈদুল আযহার ছুটিতে ভাসমান সেতু দুইটি দেখতে দূরদূরান্ত থেকে ছোট বড় বৃদ্ধ সব বয়সের নারী-পুরুষ বিভিন্ন যানবহন যোগে এসে ভিড় করছে এই সেতু দুটি দেখার জন্য।
ঈদের তৃতীয় দিন বুধবার সরেজমিনে দেখাগেছে, দুইটি সেতুতে শত শত বিনোদন প্রেমীরা ভিড় করেছে। বৃষ্টিও দর্শনার্থীদের আটকাতে পারেনি। টিপটাপ বৃষ্টিতে ভিজে অনেকে সেতু দেখছেন। অনেকেই সেতুর উপর সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। উঠতি বয়সী যুবকেরা মোটর সাইকেল নিয়ে সেতুতে ছবি তুলছেন। অনেক সময় মোটরসাইকেলের ভিড়ে সেতুতে জ্যাম লেগে যাচ্ছে। ভাসমান সেতুকে কেন্দ্র করে দর্শনার্থীদের আকর্ষণ করতে ঝাঁপায় সেতুর পশ্চিমপ্রান্তে গড়ে তুলেছে পার্কসহ মিনি চিড়িয়াখানা। ঝাঁপা বাঁওড়ের তীরে কেউ কেউ তৈরি করেছেন মিনি রেস্টুরেন্ট। তবে সেতুতে যাওয়ার রাস্তা সরু হওয়ায় অনেক সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়।
ঝাঁপা গ্রামের ছোট ছোট শিশুরা অনেকেই এই ভাসমান সেতু এলাকাকে পার্ক বলেও অভিহিত করছেন। বঙ্গবন্ধু ভাসমান সেতুর উপর দিয়ে অনায়াসে এ্যাম্বুলেন্স, মাইক্রো, প্রাইভেট, মোটরসাইকেল, ইজিবাইক ও লেগুনা পারাপার করা যায়। যশোর জেলার মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী এলাকা রাজগঞ্জে এই ভাসমান সেতুকে কেন্দ্র করে হতে চলেছে একটি অন্যতম পর্যটন কেন্দ্র। এজন্য সরকার প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে। সেতু দেখতে আসা পর্যটকদের সার্বিক সহযোগিতায় রয়েছে স্থানীয় প্রশাসনের নজরদারি।

মণিরামপুরে সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : বর্ণাঢ্য রাজনীতিবিদ যশোর-৫, মণিরামপুরের সাবেক এমপি প্রয়াত খান টিপু সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার আসরবাদ মরহুম খান টিপু সুলতানের সহধর্মীনি ডাঃ জেসমিন সুলতানার আয়োজনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত টিপু সুলতানের জৈষ্ট্য পুত্র হুমায়ুন সুলতান সাদাবের সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ। সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগনেতা মিকাইল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সহসম্পাদক কামরুল হাসান বারী, জেলা আওয়ামীলীগের অন্যাতমনেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ও পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, তরুন আ’লীগনেতা সন্দীপ ঘোষ, সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি কামাল হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আমেনা বেগম, ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাঁড়ে, কাউন্সিলর বাবুল আক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী তাজাম্মুল হুসাইন টিটো, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক অরুবিন্দু হাজরা, যুগ্ম আহবায়ক সেলিম রেজা, ইউপি সদস্য সঞ্জয় রাহা প্রমুখ।
উল্লেখ্য অ্যাড. খান টিপু সুলতান মস্তিষ্কের রক্তক্ষরন জনিত কারণে গুরুত্বর অসূস্থ হয়ে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। ৪দিন মৃত্যুর সহিত পাঞ্জালড়ে চিকিৎসারত অবস্থায় ১৯ আগষ্ট রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা