আরো খবর...
মণিরামপুরে একদিনে দুই মরদেহ উদ্ধার
মণিরামপুর থানা পুলিশ শনিবার পৃথক স্থান থেকে একটি অজ্ঞাতসহ দুইটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
থানা পুলিশ সূত্রে জানাযায়, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ফকিররাস্তা মোড় নামক স্থানের যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশ থেকে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। থানার এসআই আশরাফুল আলম সাংবাদিকদের জানান, নিহতের মাথায় জখম ছিল। তবে কি কারণে সড়কের পাশে তার মৃত্যু ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেনি স্থানীয়রা। পুলিশের ধারণা কোন যানবাহনের ধাক্কায় সড়কের পাশে পড়ে তার মৃত্যু হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় মেলেনি।
অপরদিকে, উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রাম থেকে শনিবার বিকেল ৫টার দিকে নাজমুল হোসেন (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নাজমুল ওই গ্রামের মুজিবুর গাজীর পুত্র। নিজ বাড়ীর ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করেছে বলে পুলিশ ও নিহতের পরিবারের দাবী। যুবক নাজমুল কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিল বলেও দাবী করা হয়।
উপজেলার নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ বখতিয়ার হোসেন তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানায় লাশ দু’টি উদ্ধারের ঘটনায় মণিরামপুর থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মহিলা আ.লীগের বর্ধিত সভা
ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। বাঙ্গালি জাতির মাঝে বঙ্গবন্ধু বেঁচে আছেন, ভবিষ্যতেও বেঁচে থাকবে। আজ তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আন্তর্জাতিক মহলে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। শনিবার দলীয় কার্যালয়ে মণিরামপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ এসব কথা বলেন।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি রীতা পাঁড়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রভাষক আসমাতুন্নাহার, মহিলা আওয়ামী লীগ নেত্রী ইউপি সদস্য জ্যোৎসনা কবীর, মমতাজ বেগম, স্বেচ্ছাসেবকলীগ নেতা শরিফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাজগঞ্জে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৯ আগস্ট) জুম্মার নামাজ আদায়ের আগে রাজগঞ্জ কেন্দ্রীয় মসজিদে উপস্থিত স্থানীয় মুসল্লি ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই ঈদগাহে ঈদের জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন