মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

স্ত্রীকে অপহরণের দায়ে কারাগারে স্বামী, সন্তান কোলে আদালতে ঘুরছেন স্ত্রী

স্ত্রীকে অপহরণের মামলায় জেল খাটছেন স্বামী। আর হতভাগ্য স্ত্রী সুস্মিতা দেবনাথ স্বামীর মুক্তির জন্য তিন মাসের শিশুকে কোলে নিয়ে ঘুরছেন উচ্চ আদালতের দ্বারে দ্বারে। হিন্দু ধর্মের হরিজন হয়ে উঁচু বর্ণের ব্রাহ্মণের মেয়েকে ভালোবেসে বিয়ে করাই কাল হয়েছে হতভাগ্য তোর্সা দাশ কাব্যের। আইনজীবী বলছেন, স্বেচ্ছায় বিয়ে করার কথা আমলে না নিয়ে অপহরণের মামলায় ১৪ বছর কারাদণ্ড দেয়া সঠিক হয়নি।

উঁচু বর্ণের ব্রাহ্মণের মেয়ে সুস্মিতা দেবনাথকে ভালোবেসে বিয়ে করেছেন হরিজন সম্প্রদায়ের তোর্সা দাশ কাব্য। এ বিয়েতে মত ছিলো না মেয়ের পরিবারের। ছেলের বিরুদ্ধে ধর্ষণ এবং অপহরণের মামলা করা হয়। আদালত থেকে জামিন নিয়ে সুখেই কাটছিলো তাদের। এরমধ্যে তাদের কোল জুড়ে আসে ফুটফুটে এক ছেলে সন্তান। তারপরও মন গলেনি মেয়ের পরিবারের।
সুস্মিতা নিজের ইচ্ছায় হরিজন সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করার কথা বারবার বললেও কর্ণপাত করেন নি আদালত। ছেলেকে দেয়া হয় ১৪ বছরের কারাদণ্ড। এখন কোলের শিশুকে নিয়ে উচ্চ আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন সুস্মিতা দেবনাথ।
সুস্মিতা দেবনাথ বলেন, আমাদের একটাই অপরাধ আমরা উঁচু-নিচু জাতিভেদ ভুলে বিবাহ করি। সংশ্লিষ্টের কাছে সহযোগিতা চাই আমার স্বামী আমার আর আমার সন্তানের কাছে ফিরে আসুক।
তাদের আইনজীবী শিশির মনির জানান, বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা। তিনি বলেন, শরীয়তপুর নারী শিশু নির্যাতন ট্রাইবুন্যাল বরকে ১৪ বছরের সাজা দেয়। এ সাজার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করি।
আইন বিশেষজ্ঞরা বলছেন, হিন্দু ধর্মে বিয়ে বৈধ-অবৈধ বিষয়ে বর্ণের কোন বিভেদ নেই। অপহরণের অভিযোগে বিচারকের আদেশটিও সঠিক হয়নি।
হাইকোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত বলেন, হিন্দু আইনের কোথাও অসবর্ণ বিয়ে বৈধ নয় এটি কোথাও বলা নেই। সুতরাং অসবর্ণ বিবাহ হিন্দু আইনে হতেই পারে।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, তারা যদি কোন রকম প্ররোচনা ছাড়া স্বেচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তাদের বিরুদ্ধে মামলা হওয়া একেবারেই উচিত নয়। যদি আদালত এই বিয়েকে কেন্দ্র করে তাদেরকে আরো কোন আদেশ দেয় সেটা সঠিক হবে না।
মানবিক দিক বিবেচনায় নিয়ে উচ্চ আদালত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা সবার।

একই রকম সংবাদ সমূহ

সেই ৩৫ বস্তা টাকা জ্বালানী বানালেন স্থানীয়রা

বগুড়ার শাহজাহানপুরে রাস্তার পাশে পাওয়া বস্তা ভর্তি কুচি কুচি করাবিস্তারিত পড়ুন

টাকার স্তূপ নিয়ে হুলুস্থুল, যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল

বগুড়ার শাজাহানপুরের জালশুকা এলাকার খাউড়া ব্রিজের পূর্ব দিকের সড়ক ওবিস্তারিত পড়ুন

বগুড়ায় রাস্তার পাশে ৩৫ বস্তা ছেঁড়া টাকা!

বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের খাওড়া ব্রিজের কাছ থেকে ৩৫বিস্তারিত পড়ুন

  • নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সপ্তম শ্রেণির ছাত্র গ্রেফতার
  • কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায়
  • কুড়িয়ে পাওয়া সোনার ব্যাগ ফেরত দিল চার যুবক
  • ২০১৯ দুর্গাপুজোয় মায়ের আগমন-গমন কিসে! এর ফলাফলে কোন প্রভাব পড়তে পারে
  • রুপা আক্তারের কবিতা : অর্থের প্রয়োজনে
  • কলারোয়া উপজেলায় সুশীলনের উদ্যোগে ৯০টি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
  • জামিন পেল সেই পুলিশ কনস্টেবল মিমি
  • জামিন পেয়েছে মিন্নি
  • ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু
  • পুলিশের অপকর্ম দেখে ফেলাই সাংবাদিকের নামে মিথ্যা মামলা
  • এবার যুক্তরাষ্ট্রেও ‘প্লাস্টিক বৃষ্টি’!
  • সাগরে লঘুচাপ, বন্দরসমূহে তিন নম্বর সতর্ক সংকেত