শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কৃতি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান নড়াইলের এসপির

নড়াইলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেরিনকে আর্থিক সাহায্য প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)।

রবিবার (২১ জুলাই) বেলা ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে জান্নাতুল ফেরদৌস জেরিনের অভিভাবকের সাথে নিয়ে আর্থিক অনুদান ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান হোসেন, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন বিশ্বাস, নড়াইল সদর থানা, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, নড়াইল গোয়েন্দা পুলিশের পরিদর্শক, কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১ সহ নড়াইল পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীগণ।

জান্নাতুল ফেরদৌস জেরিন নড়াইল পৌরসভাধীন ভওয়াখালী গ্রামের জাহাঙ্গীর আলম শেখের কন্যা এবং ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা জাহাঙ্গীর পেশায় একজন পরিবহন শ্রমিক। দিনমজুর পিতার উপার্জনলব্ধ অর্থ দিয়ে তার পড়াশুনা শঙ্কার মধ্যে রয়েছে এমন অনেক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উঠে আসলে বিষয়টি নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) গোচরীভূত হয়।

এ সময় তিনি নড়াইল ট্রাফিক বিভাগের টি.আই পান্নুকে জান্নাতুল ফেরদৌসকে খুঁজে আনার জন্য বললে তিনি তার পরিবারের সাথে যোগাযোগ করে পুলিশ সুপারের কার্যালয়ে সকলকে হাজির করেন।

এ সময় উৎসব মুখর পরিবেশে জান্নাতুল ফেরদৌস জেরিনের অভিভাবকের সাথে নিয়ে তাকে আর্থিক অনুদান ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) গণমাধ্যমকর্মীদের সামনে বলেন, অর্থাভাবে মেধা নষ্ট হয়ে যাবে এটি মেনে নেওয়া যায় না। বিষয়টি ফেসবুকে আমার সামনে আসলে আমার সাধ্যমতো মেয়েটিকে সাহায্য করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমরা তাকে আরো সাহায্য করবো। এছাড়াও তিনি মেয়েটির উজ্জ্বল ভবিষ্যৎও কামনা করেন।

পুলিশ লাইন অডিটোরিয়ামে মাসিক কল্যাণ সভা

নড়াইলে পুলিশদের সার্বিক উন্নতিকল্পে এক মাসিক কল্যাণ সভার আয়োজন করা হয়।

রবিবার (২১ জুলাই) সকাল ১০ টায় নড়াইল জেলা পুলিশ এর পক্ষ থেকে নড়াইল পুলিশ লাইন অডিটোরিয়াম হলে এ কল্যাণ সভার কার্যক্রম পরিচালিত হয়।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান হোসেন, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন বিশ্বাস, নড়াইল সদর থানা, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, নড়াইল গোয়েন্দা পুলিশের পরিদর্শক, কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১ সহ নড়াইল পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীগণ।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন, পুলিশের কাজে বাঁধা আসবেই। তাই বলে কাউকে থেমে থাকলে চলবে না। সকলকে সব বাঁধা-বিপত্তি অতিক্রম করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে কেউ যদি কোন সমস্যার সম্মুখীন হয় তবে তাকে সার্বিকভাবে সহায়তা করা হবে বলেও পুলিশ সুপার জানিয়েছেন।

পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও পরিদর্শন

নড়াইলে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। এ সময় তিনি নিজেই প্যারেড পরিদর্শন করলেন।
সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন বিশ্বাস এর পরিচালনায় রবিবার (২১ জুলাই) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন মাঠে এ প্যারেড অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেখ ইমরান হোসেন, নড়াইলে কর্মরত পুলিশের সকল ইউনিটের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার সালাম গ্রহণ ও পরিদর্শন শেষে ফোর্সদের উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু এ কথা পুঁথিতে নয় কাজেই প্রমাণ করতে হবে। ভালো কাজে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার-এ মর্মবাণী পুলিশের প্রতিটি কার্যক্রমে বহাল থাকবে। সকলকে ইয়াবা, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।

২০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার-১

নড়াইলে পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীর নাম নাজমুল শরীফ (২৬)। সে নড়াইলের বাবরা শরীফবাড়ি এলাকার মকলেছ শরীফের ছেলে।
রবিবার (২১ জুলাই) বেলা ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লোহাগড়া থানার এসআই মিল্টন, এসআই আতিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

  • নড়াইলে শিশু মহিমা খুন ।। দাদা-দাদিসহ ৮জনের বিরুদ্ধে মামলা
  • টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • নড়াইলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এসপি জসিম উদ্দিন
  • এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!
  • তবু নড়াইলের দিপালী’র মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি! মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদার প্রত্যাশা
  • আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে মিন্নি
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • নড়াইলে ইয়াবাসহ ইউএনও অফিসের সহায়ক গ্রেফতার
  • নড়াইলে ভাইস চেয়ারম্যানের জামিন ও রিমান্ড না মঞ্জুর
  • ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা…