শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

তালায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ

সাতক্ষীরা তালায় জাতীয় মৎস্য সপ্তাহ-১৯ উদযাপনে র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদর ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভায় মিলিত হয়।

এর আগে উপজেলা পরিষদের নিজস্ব পুকুরে ৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাাঁপড়ি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্ম্মল কুমাল ঘোষ। বক্ত রাখেন, এনএডিপির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর।

অনুষ্ঠানটি পরিচালনা করেন,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল।

মহিলা কলেজের ধারাবাহিক সাফল্য ॥ সংকট কাটেনি একাডেমিক ভবন-ছাত্রী নিবাসের

নারী শিক্ষার উন্নয়নে অনন্য ভূমিকা রেখে এবারো তালার মহিলা কলেজ তাদের ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছে। উপজেলায় এইচ.এস.সিতে এবার প্রায় ৮৩ শতকরা পাশের হার ও সর্বোচ্চ ১৯ জন ছাত্রী জিপিএ-৫ পেয়ে মোট ২৬৮ পরীক্ষার্থীর পাশ করেছে ২২২ জন।

এদিকে বরাবরের মত তাদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকলেও প্রায় সারা বছর নানা সংকট ও প্রতিকূলতা জেঁকে বসেছে তাদের। শ্রেণী কক্ষ সংকট ও হোস্টেলের অভাব সারা বছর দূর্ভোগ সৃষ্টি করে তাদের। বুধবার এইএসসি’র সাফল্য গাঁথা নিয়ে বৃহস্পতিবার সকালে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমানের প্রতিক্রিয়ায় উঠে আসে নানা সমস্যা,সংকট আর দূর্ভোগের চিত্র।

তিনি বলেন, ১৯৯৪ সালে নারী শিক্ষার উন্নয়নে তৃণমূলের পিছিয়ে পড়া নারী গোষ্ঠীকে এগিয়ে নিতে তালা উপজেলা সদরে প্রতিষ্ঠিত হয় তালা মহিলা কলেজ। শুরু থেকে মূল লক্ষ অর্জনে এগিয়ে চলা বিদ্যাপীঠটি আজ নানা সংকটে ধুকছে। বর্তমান সরকারের উন্নয়নের সোনালী সময়েও দৃশ্যত উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। প্রথম থেকেই শ্রেণিকক্ষ সংকট বাঁধা হয়ে ছিল যা, আজও কাটিয়ে উঠতে পারেননি তারা। সঠিক ও যোগ্য নেতৃত্বে পথচলা শুরুর আজ ২০১৯ এ এখানকার মোট ছাত্রীর সংখ্যা প্রায় ১৮ শ’ তবে চাহিদার তুলনায় শ্রেণিকক্ষ সংকট বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে তাদের। বিভিন্ন সময় পাঠদান করতে শিফটিং সিস্টেম চালু করতে বাধ্য হয়েছেন। শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক সাফল্যে তালার গন্ডি পেরিয়ে এখন জেলার বাইরের মেয়েরাও ভর্তি হয় এখানে। তবে আবাসিক হোস্টেল,বিশেষ করে কলেজের নিজস্ব হোস্টেল সংকট বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আসন সংখ্যার ভিত্তিতে এবারো কলেজটিতে একাদশ শ্রেণিতে চার’টি বিভাগে ভর্তি হয়েছে সর্বমোট ৪৩০ জন ছাত্রী। যাদের একটা বড় অংশই ক্যাচমেন্ট এরিয়ার বাইরের। তবে উপযুক্ত আবাসিক হোস্টেল কিংবা কলেজের নিজস্ব ছাত্রী নিবাস নাথাকায় অনেক কষ্ঠে বাইরে ভাড়া বাসা-বাড়িতে থেকে চরম প্রতিকূলতায়ও নিয়মিত ক্লাস করে তারা।

ছাত্রীদের উপযুক্ত পরিবেশে স্বাভাবিক পড়ালেখা চালিয়ে নিতে এখনি তাদের ছাত্রী নিবাসে সরকারি বরাদ্দের করুণ আকূতি জানিয়েছেন তিনি। এজন্য তিনি স্থানীয় সংসদ সদস্যর পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কলেজের উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,সহকারী অধ্যাপক আবু হাসান,হরেন্দ্র নাথ মন্ডল,প্রভাষক কণা বিশ্বাস,মাসুদুজ্জামান,ভবতোষ মন্ডল,নাজিম উদ্দীন। স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,সাংবাদিক নজরুল ইসলাম,সেলিম হায়দার,জুলফিক্কার রায়হান প্রমূখ।

দুর্নীতি দমন কমিশন আয়োজিত সাংষ্কৃতিক প্রতিযোগিতা

দূর্নীতি দমন কমিশনের অর্থায়নে সততা সংঘ আয়োজিত এক মনোজ্ঞ সাংষ্কৃতিক প্রতিযোগিতা বৃহস্পিতবার সকালে তালা মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি এমএ কাশেম।
উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,সহকারী অধ্যাপক আবু হাসান,হরেন্দ্র নাথ মন্ডল, প্রভাষক কণা বিশ্বাস, মাসুদুজ্জামান, ভবতোষ মন্ডল, নাজিম উদ্দীন, সুতপা রাহা টুম্পা প্রমূখ।
শেষে অংশগ্রহনকারী ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কলেজের সহকারী অধ্যাপক আবু হাসান।

ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চাউল বিতরণ

আকষ্মিক ঝড়ে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা তালার ৫ শ’পরিবারের মাঝে পরিবার প্রতি ২০ কেজি করে মোট ১০ মে:টন চাউল বরাদ্দ দিয়েছেন সরকার। বুধবার সকালে তালা উপজেলায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ঐ চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়ে চলে বৃহস্পতিবার পর্যন্ত।

বৃহস্পতিবার সকালে সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন প্রধান অতিথি হিসেবে,খলিলনগর ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঐ চাউল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

এ সময় অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিাদা পাভীন পাঁপড়ি,উপসহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান আরিফ। উপস্থিত ছিলেন,ইউপি সদস্য আ: রাজ্জাক,আবু বক্কর সিদ্দিকী,মেহেদী হাসান,প্রকাশ দালাল,মোজাম আলী শেখ,ইউপি সচিব জাহাঙ্গীর আলম প্রমূখ।

প্রসঙ্গত,গত ১৫ জুলাই বিকেলে আকষ্মিক ঝড়ে তালা উপজেলার ৬টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এতে অন্তত ১০ টি শিক্ষা,ধর্মীয় প্রতিষ্ঠান,২ শতাধিক গাছ ও অর্ধশতাধিক কাঁচা-পাকা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা