কলম থেকে কলাম
শেষ কর্মদিবসেও যথাযথ দায়িত্ব পালন করলেন তারা
শিক্ষক সমাজ গড়ার কারিগর। সুশিক্ষা দিয়ে মানুষ গড়ার সম্পূর্ণ দায়িত্ব তাঁদের উপর ন্যস্ত। গুটি কয়েক কুৎসা ছাড়া শিক্ষকের বিরুদ্ধে আঙুল তোলার নজির খুবই কম। বাড়ির বাইরে সকালের শুরুটাও শিক্ষকের হাত ধরে আর পড়ন্ত বিকেলে ক্লাশ শেষে শিক্ষকের সাবধানে বাড়ি ফেরার নির্দেশই ছুটে চলা প্রতিটা নিয়মিত শিক্ষার্থীর। সন্তান স্নেহে পাঠদানে সদা হাস্যোজ্জ্বল অবয়ব-ই শিক্ষক।
দীর্ঘ কর্মজীবন শেষে সরকারি ফুলবাড়িয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষকের আজ ছিল সর্বশেষ কর্মদিবস। সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) মোহাম্মদ ইসমাইল হোসেন খন্দকার ও সহকারী শিক্ষিকা (সামাজিক বিজ্ঞান) শাহানা সিদ্দিকা উভয়েই জুলাই ১, ২০১৯ এ ষাটের ঘরে পা দিতে চলছেন। সে মতে আজ রবিবার (৩০ জুন, ২০১৯) তাঁরা দুজনেই সর্বশেষ কর্মদিবসে প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল আর দায়িত্ববান দুজনই আজও পরীক্ষার হলে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ ইসমাইল হোসেন খন্দকার ১৯৯৮ সালের ০৭ জুন এবং শাহানা সিদ্দিকা ১৯৯৬ সালের ০৭ মার্চ অত্র প্রতিষ্ঠানে উক্ত পদে যোগদান করেছিলেন।
বিদ্যালয়ে কর্মরত বিদায়ীদের সহকর্মী সহকারী শিক্ষক মোঃ লুৎফর রহমান দু’জনের সু-স্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “উনাদের বিদায়ের মাধ্যমে বিদ্যালয় হারাল দুইজন কর্মদক্ষ নিষ্ঠাবান শিক্ষাবান্দব শিক্ষক। আমরা হারালাম দুইজন দরদী বন্ধু ও অভিভাবক।”
অত্র শিক্ষা প্রতিষ্ঠান স্কাউটের সিনিয়র পেট্রোল লিডার মাহবুবুর রহমান সিয়াম বলে- “আমরা হয়ত বিদায়ী শিক্ষক দুজনকে আর সশরীরে ক্লাস রুমে ক্লাস নিতে দেখব না, তবে উনারা আমাদের মাঝে যে আদর্শ প্রতিষ্ঠায় কাজ করেছেন তা প্রতি পদে পদে মনে পড়বে। আল্লাহ উনাদের সুস্থতা দান করুক।”
নিষ্ঠাবান দুজন শিক্ষকই অধ্যয়নরত শিক্ষার্থীদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
শিশু শিক্ষার্থীদের নিয়ে জনপ্রিয় কার্টুন ‘মিনা দিবস’ উপলক্ষ্যে কলারোয়ায় র্যালি,বিস্তারিত পড়ুন
‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফাবিস্তারিত পড়ুন