মোদীর সরকারে কে কী মন্ত্রী হলেন…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার ঘোষণা হল তাঁর মন্ত্রিসভা। কে কে এলেন নতুন মন্ত্রিসভায়? নতুন কোনও মুখ কি জায়গা করে নিলেন মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায়?
নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছে কর্মিবর্গ, জন অভিযোগ, পেনশন, গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ। মহাকাশ, পরমাণু মন্ত্রকের দায়িত্বেও তিনিই থাকবেন।
প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল রাজনাথ সিংহকে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে এলেন অমিত শাহ।
প্রাক্তন বিদেশ সচিবের এস জয়শঙ্করের হাতে এল বিদেশ মন্ত্রক।
নিতিন গডকড়ীকে দেওয়া হল সড়ক পরিবহণ মন্ত্রকের। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দায়িত্বও তাঁরই।
নির্মলা সীতারমণকে দেওয়া হল অর্থ মন্ত্রক ও কর্পোরেট সংক্রান্ত মন্ত্রকের দায়িত্ব।
রামবিলাস পাসোয়ান এলেন ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং গণবন্টনের দায়িত্বে।
নরেন্দ্র সিংহ তোমর পেলেন কৃষি, গ্রামোন্নয়ন দফতর, পঞ্চায়েতি রাজ মন্ত্রকের দায়িত্ব।
রবিশঙ্কর প্রসাদের দায়িত্বে আগের মতোই আইন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল। সঙ্গে যোগাযোগ, বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তির দায়িত্ব দেওয়া হল।
হরসিমরত কউর বাদল পেলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্ব।
থবরচন্দ গহলৌত পেলেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন বিভাগের দায়িত্ব।
মন্ত্রিসভার নতুন মুখ রমেশ পোখরিয়াল নিশাঙ্ক পেলেন মানব সম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব।
ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডা পেলেন আদিবাসী বিষয়ক মন্ত্রক।
স্মৃতি জুবিন ইরানি পেলেন নারী ও শিশুকল্যাণ দফতরের। বস্ত্র মন্ত্রকের দায়িত্বেও তিনি।
হর্ষ বর্ধনকে দেওয়া হল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দায়িত্ব। এ ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান দফতরের দায়িত্বও তাঁর।
প্রকাশ জাভড়েকর পেলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বেও তিনি।
পীযুষ গয়াল আগের মতোই রেল মন্ত্রকের দায়িত্বে এলেন। সঙ্গে রয়েছে শিল্প-বাণিজ্যও।
ধর্মেন্দ্র প্রধানের দায়িত্বে পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দায়িত্ব। ইস্পাত মন্ত্রকের দায়িত্বেও তিনি।
মুখতার আব্বাস নকভী পেলেন সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব।
প্রহ্লাদ জোশী পেলেন সংসদ বিষয়ক মন্ত্রকের দায়িত্ব। কয়লা ও খনি মন্ত্রকের দায়িত্বেও তিনি।
মহেন্দ্র নাথ পাণ্ড্যের দায়িত্বে দক্ষতা উন্নয়ন মন্ত্রক ও শিল্পোদ্যোগ মন্ত্রক।
মহেন্দ্র নাথ পাণ্ড্যের দায়িত্বে দক্ষতা উন্নয়ন মন্ত্রক ও শিল্পোদ্যোগ মন্ত্রক।
গিরিরাজ সিংহ, বেগুসরাই থেকে কানহাইয়া কুমারকে পরাজিত করেছেন তিনি। গিরিরাজ পেলেন পশুপালন, ডেয়ারি ও মৎস্য দফতরের দায়িত্ব।
গজেন্দ্র সিংহ শেখাওয়াত পেলেন জল শক্তি দফতরের দায়িত্ব।
বাংলা থেকে বাবুল সুপ্রিয় পেলেন বন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব। দেবশ্রী চৌধুরী পেলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব।
স্বাধীন প্রতিমন্ত্রী হিসাবে শ্রমিক ও নিয়োগ দফতরের দায়িত্ব সন্তোষকুমার গাংওয়ারের। রাও ইন্দ্রজিৎ সিংহ পরিসংখ্যান ও কর্মসূচি রুপায়ণ, পরিকল্পনা মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে। শ্রীপদ নায়েক আয়ুর্বেদ, যোগ, নেচারোপ্যাথি, ইউনানি, হোমিওপ্যাথি ও প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী।
জিতেন্দ্র সিংহ উত্তর-পূর্ব ভারত উন্নয়ন, প্রধানমন্ত্রীর দফতর, কর্মিবর্গ, গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ, মহাকাশ, পরমাণু দফতরের স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। কিরেন রিজিজু যুবকল্যাণ, ক্রীড়া, সংখ্যালঘু দফতরের স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। প্রহ্লাদ সিংহ পটেল সংস্কৃতি, পর্যটনের স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্বে।
রাজ কুমার সিংহ বিদ্যুৎ, পুনর্ব্যবহারযোগ্য শক্তি, দক্ষতা, শিল্পোদ্যোগের স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্বে। হরদীপ সিংহ পুরী আবাসন, নগরোন্নয়ন, অসামরিক বিমান পরিবহণ, শিল্প-বাণিজ্য দফতরের স্বাধীন প্রতিমন্ত্রী। মনসুখ এল মাণ্ডব্য জাহাজ, রাসায়নিক ও সার দফতরের স্বাধীন প্রতিমন্ত্রী।
ফগ্গনসিংহ কুলাস্তে (প্রতিমন্ত্রী): স্টিল, অশ্বিনীকুমার চৌবে (প্রতিমন্ত্রী): স্বাস্থ্য-পরিবারকল্যাণ মন্ত্রক, অর্জুন রাম মেঘাওয়াল (সংসদীয় বিষয়, ভারী শিল্প বেসরকারি উদ্যোগ প্রতিমন্ত্রী), ভিকে সিংহ (সড়ক, যোগাযোগ প্রতিমন্ত্রী), কৃষ্ণ পাল (সামাজিক ন্যায়বিচার-ক্ষমতায়ন প্রতিমন্ত্রী), দনভে রাওসাহেব (ক্রেতাসুরক্ষা, খাদ্য-প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী), জি কিষান রেড্ডি (স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী)।
সুরেশ অঙ্গদী (রেল প্রতিমন্ত্রী), নিত্যানন্দ রাই (স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী), রতনলাল কাটারিয়া(জলশক্তি-প্রতিমন্ত্রী), ভি মুরলিধরন (বিদেশ, সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী), রেণুকা সিংহ সারুতা (আদিবাসী উন্নয়ন প্রতিমন্ত্রী), সোম প্রকাশ (শিল্প-বাণিজ্য প্রতিমন্ত্রী), রামেশ্বর তেলি (খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী), প্রতাপচন্দ্র সারঙ্গী (ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পশুপালন দফতরের প্রতিমন্ত্রী), কৈলাশ চৌধরি (কৃষি, কৃষি উন্নয়ন প্রতিমন্ত্রী)
পুরুষোত্তম রুপালা (কৃষি প্রতিমন্ত্রী), রামদাস আটাওয়ালে (সামাজিক ন্যায়বিচার-ক্ষমতায়ন প্রতিমন্ত্রী), সাধ্বী নিরঞ্জন জ্যোতি (গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী), সঞ্জীব কুমার (পশুপালন প্রতিমন্ত্রী) সঞ্জয় শামরাও (মানবসম্পদ, জনসংযোগ, তথ্যসম্প্রচার প্রতিমন্ত্রী), অনুরাগ ঠাকুর (অর্থ দফতরের প্রতিমন্ত্রী)।
সূত্র : আনন্দবাজার
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু
পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন
২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা
ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন