মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বিতর্কে প্রিয়াঙ্কা, ইউনিসেফ থেকে সরানোর দাবি পাকিস্তানের

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় বিমান বাহিনীকে অভিনন্দন। তার জেরে বিতর্কে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইউনিসেফ-এর গুডউইল অ্যাম্বাস্যাডর হিসাবে তাকে সরানোর দাবি উঠল পাকিস্তানে।
পাকিস্তান ইতোমধ্যেই ইউনিসেফ-এর কাছে পিটিশনও দায়ে করেছে। তাতে স্বাক্ষর করেছেন কয়েক হাজার পাকিস্তানি নাগরিক।

বিতর্কের সূত্রপাত গত সপ্তাহে। পুলওয়ামায় হামলার প্রত্যাঘাতে পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বিমান বাহিনী। পাকিস্তানি সরকারের তরফে যদিও ভারতীয় বাহিনী ফাঁকা জায়গায় বোমা ফেলে পালিয়ে গিয়েছে বলে দাবি করা হয়। তবে ভারতের এমন হামলার কৃতিত্বে উৎসবে মেতে ওঠে ভারত। আর সেই তালিকা থেকে বাদ যায়নি বলিউডের তারকারাও। সোশ্যাল মিডিয়ায় বিমান বাহিনীকে অভিনন্দন জানান অনেকেই। যার মধ্যে অন্যতম ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের টুইটার হ্যান্ডলে তিনি লেখেন, জয় হিন্দ। হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ইন্ডিয়ান আর্মড ফোর্সেস।

প্রিয়াঙ্কার এই মন্তব্য নিয়েই বিতর্ক শুরু হয়েছে। ২০১০ সাল থেকে ইউনিসেফ-এর শুভেচ্ছা দূত হিসাবে কাজ করে আসছেন তিনি। যার আওতায় রয়েছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় অবহেলিত শিশুদের নিয়ে সচেতনতা তৈরি, নারীর অধিকার সুনিশ্চিত করা, তাদের কাছে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেয়া, পরিবেশ রক্ষা এবং লিঙ্গ বৈষম্যের অবসান।

এদিকে, প্রিয়াঙ্কা যেখানে নিরপেক্ষ অবস্থান নেয়ার কথা তার বদলে ভারতীয় সেনার গুণগান করতে শুরু করলে নায়িকা। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন পাকিস্তানের বুদ্ধিজীবী মহল। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসাবে প্রিয়াঙ্কাকে সরানোর দাবি তুলে www.avaaz.org ওয়েবসাইটে পিটিশন দায়ের করেন তারা।ইতোমধ্যে ওই পিটিশনে কয়েক হাজার মানুষ স্বাক্ষর করেছেন। তাতে বলা হয়েছে, দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাধলে মৃত্যুমিছিল শুরু হবে। এতদিন ধরে যা কিছু গড়া হয়েছিল, এক লহমায় সব নিঃশেষ হয়ে যাবে। ইউনিসেফ-এর শুভেচ্ছাদূত হিসাবে কোথায় নিরপেক্ষ অবস্থান নেয়া উচিত ছিল প্রিয়াঙ্কার। শান্তির বার্তা দেয়া উচিত ছিল। তা না করে ভারতীয় বিমান বাহিনীর গুণগান করেছেন তিনি। যারা কিনা আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে ঢুকে এসেছিল। এরপর আর ওই পদে থাকা মানায় না প্রিয়াঙ্কার। অবিলম্বে তাকে সরানো হোক।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে, তবে প্রিয়াঙ্কা চোপড়া এবং ইউনিসেফের তরফ থেকে এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

তবে সেনাবাহিনীতে চিকিৎসক হিসাবে কর্মরত অশোক চোপড়া এবং মধু চোপড়ার কন্যা প্রিয়ঙ্কা, এর আগেও একাধিকবার ভারতীয় সেনাবাহিনীর প্রশংসায় মুখ খুলেছেন।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!