সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুর উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ

কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে প্রার্থীরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, আগামী ৩১ মার্চ কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আওয়ামী লীগনেতা সাঈদুর রহমান গাজী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক গতকাল উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সংবাদ সম্মেলন

কেশবপুর উপজেলার ত্রিমোহিনী দারুল ইসলাস ফাজিল সাদ্রাসায় বিজ্ঞপ্তি জালিয়াতি ও অর্থ বাণিজ্যের বিনিময়ে ৫জন শিক্ষক নিয়োগের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসি।
গতকাল বুধবার বিকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে চাঁদড়া গ্রামের ইউসুফ আলী বিশ্বাসের পূত্র সিরাজুল ইসলাম ওরফে ইকবাল বলেন, ত্রিমোহিনী দারুল ইসলাস ফাজিল সাদ্রাসার বর্তমান মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি মোঃ আব্দুল কাদের গত ১৫ সালের ৬ নভেম্বর দায়িত্ব গ্রহণ করে ১১ নভেস্বর ৬টি শূন্যপদে দৈনিক ইনকিলাব পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সরকার ঘোষিত পরিপত্র জারী হওয়ার আগে মাদ্রাসায় কোন নিয়োগ বিজ্ঞপ্তি ছিল না। অধুনিক প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ জালিযাতির মাধ্যমে ১৫ সালের সেপ্টেম্বর মাসের ৩ তারিখে ১২ পাতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যা ঐ তারিখে দৈনিক ইনকিলাব পত্রিকায় আর কোন সংখ্যায় ঐ বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। গত ১৬ সালের ৮ অক্টোবর তারিখে সরকারী এম এম কলেজে গোপনীতার সাথে নিয়োগ বোর্ড গঠন কালে খুলনা স্কুল ও মাদ্রসার শিক্ষা বিভাগের কর্মকর্তা তাৎক্ষণিক উপস্থিতি তথ্য ফাঁস হয়ে গেলে মাদ্রসার সভাপতি ও প্রিন্সিপাল স্থান ত্যাগ করে পালিয়ে যায়। যে ঘটনা ঐ সময়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ পেয়েছিল। পরবর্তীতে র্দূণীতি, পেপার জালায়াতি ও প্রতারণার অভিযোগে উক্ত সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়। যার নং পি/৯/১৭। ইতিমধ্যে ২০১৮ সালের ৬ নভেম্বর নিয়োমিত কমিটির মেয়াদ শেখ হওয়ার পর নিয়োমিত কমিটি গঠন না করে ব্যাপক অর্থ বাণিজ্যের টাকা আগ্নসাতের লক্ষে অতিব গোপনীয়তার সাথে নিয়োগ বোর্ড গঠন করে শূন্যপদে ৬জনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়া শিক্ষকরা হলেন, এবতেদায়ী প্রধান মোছা. আকিমা খাতুন, এবতেদায়ী সহকারী মোঃ ইকবাল হোসেন, কৃষি শিক্ষা মোঃ সফিজুর রহমান, সমাজবিজ্ঞান/বাংলা হাসান বায়েজিদ (সুইট) ও ইংরেজী প্রভাষক মোঃ মহিব্বুর রহমান। উক্ত শিক্ষকদের গত ২৫ তারিখে মাদ্রাসায় যোগদান করানো হলেও গত ২ ফেব্রুয়ারী মাদ্রাসার শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করা হয়েছে। এব্যাপারে বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর-সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। এব্যাপরে সাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ঘফুরের সাথে আলাপ করলে তিনি বলেন, কোন জালিয়াতির মাধ্যমে কোন শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। অর্থবণিজ্যের ঘটনা সম্পূর্ণ মিথ্যা। এব্যাপরে মাদ্রার গভার্নিং কমিটির সভাপতি আব্দুল কাদের বলেন, সম্পূর্ণ সরকারী বিধিমোতাবেক অনেক আগেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের ক্ষেত্রে তাদের বিলম্ব হয়েছে। অর্থবণিজ্যের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবুল কাশেম, মোঃ সিরাজুল ইসলাম সরদার, জিয়াউর রহমান,আব্দুল জলিল সানা প্রমুখ।
ছবি-ইমেইলে

ঘূর্ণিঝড়ের আঘাতে লক্ষ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি ॥ আহত -৪

কেশবপুরে ঘূর্ণিঝড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চাল, মাঠের ফসল, কাঁচা ঘরবাড়িসহ গাছপালা লন্ডভন্ড হয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়া ঘূর্ণিঝড়ে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত হয়েছে প্রায় ৪ জন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শিক্ষক মাওলানা আব্দুল রাজ্জাক (৪৫), শিক্ষার্থী তামান্না খাতুন (১৩) রিয়া খাতুন (১৪), রাকিবুল (১২)। শিক্ষক মাওলানা আব্দুল রাজ্জাক জানান, মাদরাসার পাশে একটি নারকেল গাছে মঙ্গলবার সকালে আচমকা বজ্রপাত আঘাত হানলে আমরা আহত হই।
মঙ্গলবার সকালে হঠাৎ করে ঘূর্ণিঝড়ের আক্রমণে উপজেলার বিভিন্ন গ্রামের কম-বেশী ক্ষয় ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ে মুসুরি চাষীদের প্রায় ১৩ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি, আম চাষীদের ৫২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি, গম চাষীদের ২২ লক্ষ ৯৫ হাজার টাকার ক্ষতিসহ প্রায় ২০ হাজার টাকার শাঁক সবজির ক্ষতি হয়েছে। উপজেলা বনবিভাগ অফিস সূত্রে জানা গেছে, সাগরদাঁড়ি সড়কের ১০/১২ টি গাছ উপড়ে পড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ২০/২৫ টি গাছের ডালপালা ভেঙ্গে প্রায় ৮ হাজার টাকার ক্ষতি সাধন হয়। এছাড়া প্রতাপপুর মাধ্যমিক বিদ্যালয়ের টিনের চাল, দেউলী আলীম মাদ্রাসার টিনের চাল, হাসানপুর দাখিল মাদ্রাসা, বুড়িহাটি মাধ্যমিক বিদ্যালয়, গোপসেনা গ্রামের একটি রাইস মিল কারখানার টিনের চাল প্রায় ৭/৮ শত কৃষকের ফসলের ক্ষয় ক্ষতি হয়। মধ্যকুল গ্রামের টেক্কা খান, শামিম খান, কালিয়ারই গ্রামের ফরিদা বেগমসহ অনেকেই জানান, ঝড়ে আমাদের কাঁচা ঘর বাড়ি ভেঙ্গে পড়াসহ ঘরের চাল ঝড়ে উড়ে গেছে। এছাড়া আমাদের আমাদের জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ ভেঙ্গে হাজার হাজার টাকার ক্ষতি হয়েছে। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা জানান, ঘূর্ণিঝড়ের আক্রমণে মুসুরি, গম, আমের মুকুল, শাক-সবজিসহ শিলাবৃষ্টির কারণে মাঠের বিভিন্ন ফসলের আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এসে দাড়িয়েছে প্রায় ৮৮ লক্ষ ৮৫ হাজার টাকা।

অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় ইউপি সদস্যর ৬ মাসের কারাদন্ড

কেশবপুরে বাল্য বিবাহের আয়োজন করায় এক ইউপি সদস্যকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে, উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের ২ ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জব্বার বুধবার দুপুরে তার মেয়ে চলতি দাখিল পরীক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক লাভলী খাতুনকে বিয়ে দেওয়ার জন্য বিয়ের আয়োজন করেছিল।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে যেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের পিতা ইউপি সদস্য আব্দুল জব্বারকে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান বলেন, আব্দুল জব্বার তার অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করেছিল। সংবাদ পেয়ে আব্দুল জব্বারকে গ্রেফতার করতে গেলে সে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং সরকারী কাজে বাধা দেয়। যার কারণে তাকে ৬ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা