পরীক্ষার প্রথম দিনে ২১ জন অনুপস্থিত
তালায় বাড়িতে বাবার লাশ : পরীক্ষা কেন্দ্রে মেয়ে
সাতক্ষীরার তালা উপজেলার ডুমরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বারের এসএসসি পরিক্ষায় অংশ নিচ্ছে উর্মি।
শনিবার (২ফেব্রুয়ারী) সকাল ১০টায় তার প্রথম পরীক্ষা শুরু করেছিল। কিন্তু ঠিক সেই সময় বাড়িতে তার পিতা খোকন সরদার (৩৮) স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যবরন করেন।
উর্মি পাইকগাছা উপজেলা রাড়–লী আরকেবিকে কলেজিয়েট ইন্সটিটিউশন স্কুলে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে । পরিক্ষা শেষে বাড়ি ফিরেই সে জানতে পারে তার পিতা আর নেই। শুনেই অঝোরে কাঁদতে থাকে উর্মি। তখন উর্মির কান্নায় তার পিতার লাশের পাশে উপস্থিত অনেকের চোখেই পানি চলে আসে।
জানা যায়, উর্মির বাবা মোঃ খোকন সরদার উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ওমর আলী সরদারের ছেলে। পেশায় একজন কৃষক। তিনি শনিবার সকালে একমাত্র মেয়ে উর্মিকে পরীক্ষার জন্য বিদায় দিয়ে নিজের ক্ষেতে পানি সেচ দেওয়ার সময় হঠাৎ স্ট্রোক করে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে দুই সন্তান ও স্ত্রীকে রেখে যায়।
উর্মি পরীক্ষা শেষ করে বাড়িতে পৌছালে বিকালে পারিবারিক কবরস্তানে তার বাবার মরদেহ দাফন করা হয়। এঘটনায় ঐ এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে ।
পাইকগাছা উপজেলা রাড়–লি আরকেবিকে কলেজিয়েট ইন্সটিটিউশন স্কুলের অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উর্মির প্রথম পরীক্ষা ভালোভাবে দিয়েছে । আগামী পরিক্ষাগুলো কেমন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে ২১ জন অনুপস্থিত
সারাদেশের ন্যায় শনিবার (২ ফেব্রুয়ারি) সাতক্ষীরার তালা উপজেলায় শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। এসএসসি পরিক্ষার প্রথমদিনে বাংলা ১ম পত্র ও কোরআন মাজীদ ও ভোকেশনাল বিভাগের ৩হাজার ৩৮৮জন পরীক্ষার্থীদের মধ্যে ২১জন অনুপস্থিত ছিল।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে জানাগেছে, এবছর উপজেলায় ৭টি কেন্দ্রে ৪হাজার ৬১৮জন পরিক্ষার্থী অংশগ্রহন করবে। প্রথমদিনে ৩হাজার ৩৮৯জন পরিক্ষার্থীর পরীক্ষা ছিল । এতে বাংলা ১ম পত্র ২৬৪৬জন পরিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৫ জন, দাখিল পরীক্ষায় ৫৭৫ জনের মধ্যে ১৫ জন, ভোকেশনান ট্রেডে ১৬৭ জনের মধ্যে ১জন অনুপস্থিত ছিল ।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান বলেন, এসএসসি পরীক্ষার প্রথম দিনে অত্যন্ত সুষ্ঠ-সুন্দর, নকলমুক্ত, ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু
তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন