আরব আমিরাতে খাঁচাবন্দি করা হলো ভারতীয় ফুটবলপ্রেমীদের! (ভিডিও)
সংযুক্ত আরব আমিরাতে ভারতের বেশ কিছু ফুটবল সমর্থকের খাঁচায় বন্দি করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার আবুধাবিতে এএফসি এশিয়ান কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতের ম্যাচের আগে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জি নিউজের খবর, বৃহস্পতিবার আবুধাবিতে মুখোমুখি হয়েছিল ভারত ও সংযুক্ত আরব আমিরাত। ওই ম্যাচে অবশ্য ২-০ গোলে হেরে গেছে ভারত। কিন্তু ম্যাচের আগে ভারতীয় সমর্থকদের খাঁচাবন্দি করার ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি দেখা যাচ্ছে, খাঁচার মধ্যে রয়েছেন ভারতীয় সমর্থকরা। বাইরে ছড়ি হাতে বসে রয়েছেন এক আরব নাগরিক। কোন দলের সমর্থক আপনারা? প্রশ্ন করলেন ছড়ি হাতে থাকা ব্যক্তি। খাঁচা থেকে উত্তর এলো, ভারত। এরপরই খাঁচা খুলে তাদের মুক্তি দেওয়া হয়।
এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। তাঁর দাবি, খাঁচায় বন্দি ভারতীয়রা তাঁর সংস্থার কর্মী। ২২ বছর ধরে কাজ করছেন তাঁরা। বলেন, আমরা একসঙ্গে থাকি। এক থালায় খাবার খাই। তাঁদের গায়ে হাত তুলিনি বা সত্যিকারে খাঁচায় বন্দি করিনি। নেহাত মজা করার জন্যই এমনটা করেছিলেন তিনি। তাঁর মানসিক অবস্থা বোঝার জন্য সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছেন ওই ব্যক্তি। কিন্তু বিষয়টি হালকাভাবে নিচ্ছে না দুবাই প্রশাসন। তারা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সহিষ্ণুতা ও পারস্পরিক সম্মানে বিশ্বাসী। এটা ফৌজদারি অপরাধ। কড়া শাস্তির ব্যবস্থা করা হবে।
ভিডিও দেখতে নিচে ক্লিক করুন:
?دولـة الامارات العربية المتحدة
النائب العام للدولة: تم اتخاذ الإجراءات القانونية ضد صاحب فيديو حبس أشخاص من الجنسية الآسيوية داخل قفص طيور ليدفعهم لتشجيع المنتخب الإماراتي وعرضه على النيابة المختصة باعتبار أن هذا المسلك جريمة معاقب عليها قانونا ولايعبر عن قيم التسامح فالإمارات pic.twitter.com/twUlfbsXaQ— فاطمة الحبسي (@AlhabsiFatma) January 11, 2019
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু
পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন
২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা
ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন