আরো খবর...
আশাশুনিতে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আশাশুনি উপজেলা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরনের মাধ্যমে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ক্লাবের সভাপতি বদিউজ্জামান মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাকিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের সদস্য কিশোরী মোহন বৈদ্য, আব্দুল কুদ্দুস হাওলাদার, পরেশ অধিকারী, মিজানুর রহমান, রাজু আহম্মেদ পিয়াল, আলী নেওয়াজ, মিথুন অধিকারী, আবু মোঃ শাহনেওয়াজ, পিংকাই বোস, তবিবুর রহমান তৈবার, রাজু ঢালী, সঞ্জয় বিশ্বাস, বজলুর রহমান বাবু, শামীম আনোয়ার উজ্জল, হাফিজুর রহমান হাফি, তারক মন্ডল সহ ক্লাবের কর্মকর্তা, সদস্যবৃন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আশাশুনি উপজেলার উল্লেখ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবটি মানবতার কল্যাণে সব সময় নিয়োজিত থাকেন। অসহায় মানুষদের চিকিৎসা ও কন্যা দায়গ্রস্থ গরীব ছাত্র-ছাত্রীদের আংশিক অর্থ সহযোগীতা করে থাকেন বলে জানান বক্তাগন।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
রোপা আমন প্রদর্শনীর মাঠ দিবস
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা ঈদগাহ ময়দানে রোপা আমন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
খরিপ-২/ ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে রোপা আমন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ^াস। উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আলহাজ¦ নূরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম অলিউল ইসলাম। উপ সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসএপিপিও আঃ গনি, কৃষক অহেদ আলি সরদার প্রমুখ বক্তব্য রাখেন। কৃষক অহেদ আলি তার জমিতে কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে ব্রি ধান-৭৬ জাতের ধানের চাষ করেছিলেন। ফসল কর্তন শেষে দেখা গেছে তার জমিতে বিঘা প্রতি ১৯ মন ধান উৎপাদন হয়েছে। অধিক পানিতে চাষ যোগ্য, পানিতে তলিয়ে থাকার দীর্ঘ সক্ষমতা সম্পন্ন এই ধান এলাকার জলাবদ্ধ ও মাছ চাষের জমি পতিত না রেখে চাষাবাদ করতে উপস্থিত চাষীরা উৎসাহ ব্যক্ত করেন।
ম্যাগমধু বোতলজাত হয়ে সারাদেশে যাচ্ছে
সাতক্ষীরায় তিন যুগেরও বেশী সময় ধরে পরিচিত মৌ-চাষী ও মধু বিক্রেতা খাঁন সাহেবের মধু এখন ‘ম্যাগমধু’ নামে সারা দেশে বোতলজাত মধু হিসাবে সরবরাহ করা হচ্ছে। ১ জানুয়ারী নববর্ষে সকাল ১০ টায় ম্যাগ-এর নিজস্ব বাসভবনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ম্যাগের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব আলী গাজী বলেন, সারা দেশ থেকে আমাদের কাস্টমারদের চাহিদা পুরনে এ উদ্বোগ নেয়া হয়েছে। এবং আমরা আশাবাদী যে সারা দেশের ভোক্তারা আগের মত এটাকে আরও ভালোভাবে গ্রহণ করবে। ’ম্যাগ’-এর সি ই ও গাজী সকিব বলেন- ‘সাধারণত আমরা প্রতিদিন সারাদেশ থেকে প্রচুর আর্ডার পাই। মুলপণ্য মধুর সাথে কুরিয়ার চার্জ যোগ হওয়াসহ দূর থেকে বারবার কেনা ক্রেতাদের জন্য কষ্টের ব্যাপার হয়ে দাড়িয়েছে। এসব বিষয়ে ক্রেতাদের অনুরোধ এবং খাঁটি মধু সবার কাছে পৌছানোর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ম্যাগের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব আলী গাজী, সি ই ও গাজী সাকিব, চিফ অ্যাডভাইজার রেবেকা বেগম, গাজী জেসমীন ও মোহাম্মদ আহসান উল্লাহ প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন