খুলনার সব আসনে নৌকার প্রার্থী জয়ী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার সব কয়টি আসনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছে। ফলাফলে মহাজোট সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে ঐক্যফ্রন্ট প্রার্থীদের পরাজিত করেছে।
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী পঞ্চানন বিশ্বাস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তার প্রতিপক্ষ প্রার্থী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আমীর এজাজ খানের চেয়ে ১ লাখ ৪৬ হাজার ৫৫০ ভোট বেশি পেয়েছেন।
নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী পঞ্চানন বিশ্বাস ১০৭ কেন্দ্রে মোট ১ লাখ ৭৫ হাজার ১৩৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির আমীর এজাজ খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ২৮ হাজার ৫৮৯ ভোট।
খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল ১৫৭ কেন্দ্রে ১ লক্ষ ১১ হাজার ১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ২৭ হাজার ৫০ ভোট পেয়েছেন।
খুলনা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী বেগম মুন্নজান সুফিয়ান ১১৭ কেন্দ্রে ১ লক্ষ ৩৪ হাজার ৮০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির রকিবুল ইসলাম বকুল পেয়েছেন ২৩ হাজার ৬০৬।
খুলনা-৪ আসনে আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শিদী ১৩১ কেন্দ্রে ২ লক্ষ ২৩ হাজার ২১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির আজিজুর বারী হেলাল পেয়েছেন ১৪ হাজার ১৮৭ ভোট।
খুলনা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ২ লাখ ৩১ হাজার ৭২৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় ঐক্যজোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরোয়ার পেয়েছেন মাত্র ৩২ হাজার ৬৯৪ ভোট।
খুলনা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী আখতারুজ্জামান বাবু ১৪১ কেন্দ্রে ২ লক্ষ ৮৫ হাজার ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন মাত্র ১৯ হাজার ১০৫ ভোট।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা
গত ১৩ তারিখ অনুষ্ঠিত ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ঝিরিঝিরি বৃষ্টিতেবিস্তারিত পড়ুন
এমটিসি গ্লোবাল একাডেমিক লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন এনইউবিটি খুলনার উপাচার্য
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা-এর উপাচার্য প্রফেসর ড.বিস্তারিত পড়ুন