মনোনয়নপত্র বাছাই
সাতক্ষীরা-১ আসনে ১৪ জনে রইলো ৯
সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে ১৪জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বাছাইয়ের দিনে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকতা এসএম মোস্তফা কামাল।
রোববার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে বাছাইয়ে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন না থাকায় আওয়ামী লীগের বিএম নজরুল ইসলাম, জনতা ব্যাংকের ঋণ খেলাপি হওয়ায় আওয়ামী লীগের বিশ্বজিত সাধু, ত্রুটিপূর্ণ ভোটার তালিকার কারণে স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমান, ভোটের তথ্য ফরম অনুসারে না থাকায় স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম এবং মনোনয়নপত্রের তথ্য অসম্পন্ন থাকায় ন্যাপের মো. হায়দার আলী’র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এই আসনে বাকী নয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। ফলে ১৪জনে রইলো ৯ প্রার্থী। যদিও মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে।
প্রার্থী হিসেবে টিকে রইলো তারা হলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত বর্তমান এমপি প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, ২৩দলীয় জোট তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, তাঁর সহধর্মীনি অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল, সাবেক এমপি আওয়ামী লীগ নেতা প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ দিদার বখত, জাসদ মনোনীত প্রার্থী ওবায়দুস সুলতান বাবলু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রাথী এফএম আসাদুল হক, বাম গণতান্ত্রিক জোটের কমরেড আজিজুর রহমান ও বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির আবদুর রশিদ।
উল্লেখ্য, তালা ও কলারোয়া উপজেলার ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৮৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ দাশ হাজার ৭০০ নারী ভোটার দুই লাখ ১২ হাজার ১৮৩ জন। এবারের নির্বাচনে তালা উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১১ হাজার ৩৫৫ জন ও নারী ভোটার বেড়েছে ১০ হাজার ২৯০ জন। কলারোয়া উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১০ হাজার ৮৭২ জন ও নারী ভোটার বেড়েছে ১০ হাজার ৩০৮ জন।
এদিকে, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামি ৫ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের সচিব বরাবর ৭সেট সংশ্লিষ্ট কাগজপত্রসহ আবেদন দাখিল করতে পারবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন
ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ
জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন
ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল
কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন