আইফেল টাওয়ারের সিঁড়ি চড়া দামে বিক্রি
আইফেল টাওয়ারের নাম শোনেননি বা ফ্রান্সের রাজধানী প্যারিসে বেড়াতে গিয়ে আইফেল টাওয়ার দেখেননি, এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। ১৮৮৯ সালে ফরাসি ডিজাইনার গুস্তভ ইফেলের নকশায় নির্মিত এ সুউচ্ছ লৌহ টাওয়ারটি বিশ্বের পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। ফ্রান্সে এসে অধিকাংশ পর্যটকেরই আগ্রহ থাকে লিফটে চড়ে টাওয়ারের চূড়ায় উঠে প্যারিসের অপূর্ব দৃশ্য উপভোগ করার৷
আইফেল টাওয়ার যখন নির্মিত হয় তখন এতে কোন লিফট ছিল না, ছিল লোহার সিঁড়ি৷ ১৯৮৩ সালে এতে পর্যটকদের সুবিধার জন্য লিফট চালু করা হয়।
লিফট স্থাপনের সময় টাওয়ারের এ সিঁড়ির ২৪টি অংশ সরিয়ে ফেলা হয়। এরপর এ সিঁড়ির দু’টি খণ্ড প্যারিসের ওরসে মিউজিয়াম ও সিটি অব সায়েন্সেস মিউজিয়ামে রাখা হয়। বর্তমানে এই সিঁড়ির অংশ রয়েছে জাপানের ইয়োইশি ফাউন্ডেশন বাগানে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্ট্যাচু অব লিবার্টির কাছে ও ফ্লোরিডার ‘ডিজনিল্যান্ডে’।
এ ছাড়া আইফেল টাওয়ার’র সিঁড়ির কিছু অংশ মাঝে মাঝে আকাশচুম্বি দামে নিলাম করা হয়, সারা পৃথিবীর ধনী সংগ্রাহকেরা এসব নিলামে অংশগ্রহণ করে ।
এ রকম একটি অংশ তৃতীয় ও চতুর্থ তলার সংযোজক সিঁড়ি বিক্রয়ের জন্য প্যারিসের বিখ্যাত উদ্যান শঁজেলিজেতে ফরাসি নিলামঘর আর্টকিউরিয়ালে গত ২০ দিন ধরে প্রদর্শিত হয়। নিলাম সংস্থা আর্টক্যুরিয়াল ধারণা করেছিল এবার সিঁড়ির টুকরো বিক্রি হবে ৪০ হাজার থেকে ৬০ হাজার ডলারে। সবার ধারণা পাল্টে দিয়ে সর্বোচ্চ ধর হাঁকিয়ে গত মঙ্গলবার এক লাখ ৬৯ হাজার ইউরোতে এটি লুফে নেন মধ্যপ্রাচ্যের এক ক্রেতা।
নিলাম হওয়া ঐতিহাসিক এই অংশটি এতদিন কানাডার একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল। নিলাম সংস্থা আর্টক্যুরিয়াল জানায়, বিক্রি হওয়া সিঁড়ির অংশে রয়েছে ২৫টি ধাপ, ওজন ৯০০ কিলোগ্রাম।
বিশেষজ্ঞরা যত দামে বিক্রি করার আশা করেছিলেন, তার তিনগুণ দামে বিক্রি হওয়ায় এই সিঁড়ি ঘিরে বাড়ছে আগ্রহ। এর আগে এই সিঁড়িরই আরেকটি অংশ বিশেষজ্ঞদের চমকে দিয়ে দশগুণ দামে (৫ লাখ ২৩ হাজার ৮০০ ইউরো) বিক্রি হয়।
১,০৬৩ ফুট উঁচু আইফেল টাওয়ার ফ্রান্সের অন্যতম প্রতীক৷ আগাগোড়া লোহায় তৈরি হবার কারণেই স্থানীয় মানুষ এই টাওয়ারকে ‘আয়রন লেডি’বা লৌহমানবী বলে ডাকেন ৷
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু
পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন
২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা
ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন