শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মঙ্গলবারের (৬নভেম্বর’১৮) আশাশুনির কয়েকটি খবর

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে সোমবার বিকাল ৫.২০ টায় তাকে আটক করা হয়। এসআই মঞ্জুরুল হাসান ও এএসআই মোকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার খরিয়াটি গ্রামের মৃত. ফজলে রহমান গাজী ওরফে ফেলু গাজীর পুত্র মাদক ব্যবসায়ী আ. বারী গাজী ওরফে বারিক গাজী (৪৫) কে চাপড়া ব্রীজের দক্ষিন পার্শ্বের পিচের রাস্তার উপর হতে হাতেনাতে আটক করেন। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানার মামলা নং-০৫(১১)১৮ রুজু করে মঙ্গলবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিভাবক ও মা সমাবেশ

আশাশুনি উপজেলার একমাত্র ব্যতিক্রমধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান বুধহাটা এবিসি কেজি স্কুলে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় স্কুল হল রুমে এ সমাবেশের আয়োজন করা হয়। এবিসি কেজি স্কুলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও স্কুলের অধ্যক্ষ আলমিন হোসেন ছট্টুর পরিচালনায় এসময় আশাশুনি রিপোর্টার্স ক্লাব সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, অভিভাবক ও সহকারি স্বাস্থ্য পরিদর্শক আবু মুসা, শিক্ষক নিতাই কর্মকার, অভিভাবক ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সাংবাদিক শেখ বাদশা, মইনুল ইসলাম, অভিভাবক স্বপ্না খাতুন, তহমিনা খাতুন, মমতাজ বেগম সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। সমাবেশে স্কুলের শিক্ষার্থীদের ক্লাসে লেখা পড়ার উন্নতি, অবনতি, আসন্ন বার্ষিক পরিক্ষা ও বৃত্তি পরিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়।

কলেজ ছাত্রীর আত্মহত্যা

আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটিতে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। জানাগেছে, বাড়িতে তার পিতা-মাতা না থাকার সুযোগে মঙ্গলবার বেলা ১১.৩০ টার দিকে পাইকগাছার রাড়–লি আর কে বি কে কলেজিয়েট স্কুল থেকে এইচএসসি পরীক্ষার্থী খরিয়াটি গ্রামের আ.খালেক গাজীর কন্যা জাহানারা খাতুন নিজ বাড়িতে বিষপান করে। পরে পাশের লোকজন জানতে পেরে তাকে দ্রুত বাঁকা বাজারে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। তবে মেয়েটির আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি।

চাউল কালোবাজারে পাচারের অভিযোগের তদন্ত

আশাশুনি উপজেলার বড়দল বাজার থেকে খাদ্যবান্ধবের ২৫ বস্তা চাউল কালোবাজারে পাচারের অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ টায় বড়দল মহিলা মার্কেটে উপস্থিত হয়ে উপজেলা ফুড অফিসার (ভারপ্রাপ্ত) আবুহেনা মোস্তফা কামাল ও বড়দল ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল এ তদন্ত করেন। তদন্তকালে বড়দল ইউপি চেয়ারম্যান আ. আলিম মোল্যা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুরঞ্জন ঢালী, সেচ্ছাসেবকলীগ সভাপতি আ. আজিজ, সেক্রেটারী নুরুজ্জামান মালী, বাজার কমিটির সেক্রেটারী কাজল সানা, ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান বাবু সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩০/১০/১৮ মঙ্গলবার বিকালে বড়দল বাজারের মহিলা মার্কেটে অবিস্থত খাদ্যবান্ধবের ডিলার শাহাজুদ্দীন সানার পুত্র মুজিবর সানার গোডাউন থেকে কালোবাজারে পাচারের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বড়দল ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল ২৫ বস্তা চাউল জব্দ করেন।

তুয়ারডাঙ্গা হাইস্কুলে মনোনয়নপত্র যাচাই বাছাই

আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা এইচ এচ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাছাই করেন। অভিভাবক সদস্য (পুরুষ) পদে স্বতন্ত্র প্রার্থী আঃ সাত্তার, আশীষ কুমার প্যানেলে জয়দেব মন্ডল, রবীন সানা, টুকু সরদার, গোলাম সরোয়ার বাবু এবং অভিভাবক সদস্য (মহিলা) পদে তাছলিমা খাতুন ও মারুফা খাতুন নমিনেশান পত্র জমা দেন। আনারুল ইসলাম প্যানেলে শফিকুল ইসলাম, মুছানুর, গৌরপদ বিশ^াস ও সুতি রানী এবং টুকু মোল্যা প্যানেলে মজনু সরদার ও কামিন গাইন মনোনয়পত্র জমা দেন। যাচাই বাছাইকালে সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ